ফ্যাশন

ব্লাউজ বানাতে দেওয়ার সময় এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন

যত মনোযেগ সহকারে আপনি সুন্দর সুন্দর শাড়ি কেনেন, ব্লাউজ সেলাই করার সময়েও কি ততটাই মনোযোগ দেন? যদি তা না হয়, তবে আপনার জানা দরকার যে, আপনার ব্লাউজ যে কেবল আপনার শাড়ির সৌন্দর্যকে খোলতাই করতে পারে, তা নয়, বরং শাড়ির সৌন্দর্য বিগড়েও দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এমন কোন কোন বিষয় রয়েছে যা ব্লাউজ সেলাই করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।

আপনার শাড়িটি যতই সুন্দর হোক না কেন, তার ব্লাউজটি যদি খারাপ ফিট হয় তবে পুরো শাড়ির সৌন্দর্যটিই নষ্ট হতে পারে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যখন ব্লাউজটি সেলাই করতে যাবেন তখন কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন।

সঠিক মাপ

যে কোনও কাপড় বা পোশাক তখনই আপনাকে মানাবে, যখন এর ফিটিংস ঠিকঠাক হবে। একই নিয়ম ব্লাউজের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি যদি আপনার দর্জির কাছে আপনার ব্লাউজের মাপ আগে থেকে থেকেও থাকে, তাহলেও প্রত্যেকবার ব্লাউজ বানানোর আগে অবশ্যই নিজের মাপ দিন। বিশেষত যখন আপনি নিজের ব্লাউজ ডিজাইনে গলা বা পিঠের কাছের ডিজাইন আলাদাভাবে তৈরি করছেন।

এমনকি হাতের দৈর্ঘ্যের ওপরেও বিশেষ গুরুত্ব দিন। প্রত্যেক ব্যক্তির শারীরিক গঠন আলাদা। সুতরাং যে ব্লাউজটি অন্য কাউকে পরে দেখতে ভালো লাগছে তার মানে আপনাকেও ভালো লাগবে, এমনটা নাও হতে পারে। আপনার শরীরের সাথে মেলে এমন দৈর্ঘ্য বিশিষ্ট ব্লাউজের হাতা বানান।

ব্লাউজের ফেব্রিক

ব্লাউজের ফেব্রিক ব্লাউজের সেলাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ, ফেব্রিকটি মোটা না পাতলা, সুতি না রেশম ইত্যাদি। একটি বিষয় অবশ্যই মাথায় রাখন যে, আপনার ফেব্রিকটি যদি পাতলা বা ট্রান্সপারেন্ট ব্লাউজ বা স্বচ্ছ হয় ,তাহলে ব্লাউজে অবশ্যই লাইলিন দেবেন। এতে ব্লাউজ অনেকদিন ভাল থাকে। লাইলিন দেওয়ার সময় কাপড়ের রঙটি সঠিকভাবে বাছা হচ্ছে কি না তা অবশ্যই দেখে নেবেন। অন্যথায় আপনার লাইলিনটি আপনার ব্লাউজের রঙ পরিবর্তন করে দিতে পারে। এছাড়াও, যদি আপনার ফেব্রিক সুতির হয়, তাহলে সেটাকে ধুয়ে ইস্ত্রি করার পর তবেই সেলাই করুন।

নকশা এবং প্যাটার্ন

এটি ব্লাউজের কাপড়ের ওপর তৈরি হওয়া নকশা বা প্যাটার্নের ওপরেও বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি আপনার বুকের ভারি হয় তবে ব্লাউজের সামনের অংশে বা গলায় ভারী কাজ থাকা উচিত নয়। যদি তা না হয়, তবে আপনার বুক আরও ভারী দেখাবে। একইভাবে যদি আপনার হাতগুলি খুব মোটা হয় তবে হাতে বেশি করে সুতোর কাজ বা নকশার থাকলে তা আপনার হাতগুলিকে আরও ভারী লুক দেবে। অতএব, আপনার শরীরের গঠন অনুযায়ী ব্লাউজ সেলাই করুন।

নেকলাইন এবং ব্যাক

ব্লাউজের নেকলাইনও ব্লাউজের একটি প্রয়োজনীয় দিক। উদাহরণস্বরূপ, যদি আপনার ঘাড় লম্বা এবং পাতলা হয়, তবে আপনি একটি উঁচু গলা বা হাইনেক ব্লাউজ সেলাই করতে পারেন। যদি আপনার মুখের ওজন বেশি হয়, বা আপনার ঘাড় ছোট হয়, তবে আপনার উচিত গোলা গলার ব্লাউজ তৈরি করা।

এছাড়াও, ব্লাউজের পিছনের অংশটি তৈরি করার সময়, মনে রাখবেন যে যদি আপনার পিঠ পরিষ্কার না হয় বা পিঠের অংশটি দেখতে সুন্দর না হয়, তবে কী-হোল বা পিক-এ-বু ডিজাইন বানিয়ে নিতে পারেন। আর যদি পিঠ খুব সুন্দর হয় তবে আপনি একটি ব্যাকলেস ব্লাউজটি সেলাই করতে পারেন।

শাড়ির সঙ্গে যেন মিল থাকে

আজকাল ফ্যাশন বৈপরীত্যের ওপর টিকে রয়েছে। তবে বৈপরীত্যটি করার সময়, মনে রাখবেন যে আপনার ব্লাউজে অবশ্যই এমন কিছু আছে যা সেই শাড়ির সঙ্গে মেলে। যেমন সূচিকর্ম, প্যাটার্ন, ফেব্রিক বা রঙ। এমনটাও নয় যে আপনি এতটাই বৈপরিত্য আনতে গেলেন যাতে লোকেরা মনে করেন যে আপনি অন্য কোনও শাড়ির ব্লাউজ পরে এসেছেন।

অন্যান্য নির্দিষ্টকরণঃ

  • প্রতিটি ব্লাউজে কিন্তু স্ট্রিং লাগাতে যাবেন না।
  • কিছু ব্লাউজে দড়ি বাঁধা দেখতে ভালো লাগে ঠিকই তবে,রোজকার সাধারণ ব্লাউজগুলিতে দড়ি বাঁধা মোটেও ভালো লাগে না।
  • যদি ব্লাউজে কাপস লাগাতে চান, তাহলে অবশ্যই তা আপনার দর্জিকে জানান। আপনি কোথায় কোন আকারের কাপ চান এটি সম্পর্কে অবশ্যই আপনার টেলারকে জানান।
  • ব্রা-এর স্ট্র্যাপটি সরে যাওয়ার থেকে আটকাতে ব্লাউজের কাঁধের ভিতরের দিকে লুপস বা হুক অবশ্যই তৈরির করিয়ে নিন। এর সাহায্যে আপনার ব্রা-এর স্ট্র্যাপ এবং ব্লাউজ উভয়ই নিজ স্থানে থাকতে পারবে।
  • ব্লাউজের হাতা কখনই খুব টাইট বা খুব আলগা করবেন না। এতে আপনার হাতদুটিকে মোটা দেখাবে।
  • ব্লাউজের অভ্যন্তরে একটু বেশি করে ফেব্রিক (মার্জিন) রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন, যাতে আপনি ব্লাউজটিকে ভবিষ্যতে আরও ছোট বা বড় করতে পারেন।
  • আপনি আপনার ব্লাউজের সৌন্দর্য বাড়ানোর জন্য লটকন লাগিয়ে নিতে পারেন। তবে লটকন অবশ্যই শাড়ির সঙ্গে মিলিয়েই লাগান।
  • ব্লাউজের সুন্দর ফিটিংসের জন্য ভেতরে সঠিক আকারের ব্রা পরাটা খুব প্রয়োজন। আপনি যদি ভুল আকারের ব্রা পরে থাকেন তবে আপনার ব্লাউজটিও দেখতে খারাপ লাগবে এবং ফিটিংটিও নষ্টহবে।

একটি বিশেষ বিষয় – যদি আপনার ব্লাউজের নেকলাইনে কাজ করা থাকে, তাহলে শাড়িটি এমনভাবে পরুন যাতে আপনার ব্লাউজের নেকলাইনটি দৃশ্যমান হয়।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago