বালিশে, মেঝেতে ঘরময় চুল চুল? কিছুতেই অতিরিক্ত চুল পড়া রোধ করতে পারছেন না? এবার পারবেন। ঘরোয়া উপায়ের সাহায্যে অতিরিক্ত চুল পড়া আটকে বরং চুলের বৃদ্ধি করার উপায় নিয়ে হাজির আজ। তবে একমাস নিয়মিত আপনাদের এই টিপসটি ফলো করতে হবে। তিনটি স্টেপের মধ্যে দিয়ে যত্ন নিতে হবে চুলের। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তিনটি স্টেপ।
হালফিলের ফ্যাশানে ইন থাকতে হেয়ার স্টাইল নিয়ে আমরা এত সচেতন যে চুলে তেল লাগানোর ধারে কাছে দিয়ে যাই না। ফলে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পায় না। তেল সপ্তাহে তিনবার করে ব্যবহার করুন। কি ভাবে করবেন জেনে নিন।
স্নানের আগে না হলে রাতে ঘুমনোর আগে একবাটি নারকেল তেলে ৫টি রসুনের কোয়া দিয়ে গরম করে নিন। একদম হালকা গরম অবস্থায় চুলে ম্যাসাজ করে তেল লাগান। পরের দিন সকালে মাথা ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহার করতেও পারেন নাও পারেন। ঠাণ্ডা লাগার ধাত থাকলে রাতে তেল লাগাবেন না। স্নানের ২ ঘণ্টা আগে লাগান।
আজকাল আমরা প্রায় রোজই শ্যাম্পু করে থাকি। যা চুলের জন্য একদম ভালো না। সপ্তাহে তিনদিন শ্যাম্পু করা উচিত। তবে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত।
আপনাদের চুল যদি অয়লি হয় তাহলে অবশ্যই ৩ দিন শ্যাম্পু করুন সপ্তাহে। তবে একদিন অন্তর একদিন। শুষ্ক চুলের ধরন হলে মাত্র দুদিন শ্যাম্পু করুন। তার বেশি না। শ্যাম্পু চুলের ধরণ অনুযায়ী বেছে নেবেন। যদি চুল অয়লি হয় তাহলে যে শ্যাম্পু তার জন্য ব্যবহার করবেন সেটি শুষ্ক চুলে ব্যবহার করবেন না। শ্যাম্পু করার সাথে সাথে কন্ডিশানার ব্যবহার করবেন অবশ্যই। এটি চুলে পুষ্টি যোগানের সাথে সাথে চুলকে নরম ও সাইনি রাখতে সাহায্য করে।
চুল মসৃণ ও চুলের জেল্লা বজায় রাখতে আমরা নানান কন্ডিশনার ব্যবহার করে থাকি। তবে ড্যামেজ চুলের জন্য কন্ডিশনার দারুন কাজ করে থাকে। তবে বাইরের কেমিক্যাল যুক্ত কন্ডিশনার ব্যবহার না করে ঘরেই বানিয়ে নিন কন্ডিশনার।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Amr khub hair fall hochee ami kono kichu korte galei aro besi hochee
Thaole kichu din oil r shampoo chara kichu bybohar korben na.
Ami nischoi try korbo
dhonybad.