Most-Popular

বাপুজী কেক থেকে আমপাচক গলি ক্রিকেট থেকে ল্যান্ডফোনে প্রেম নব্বই দশকের সোনালী দিন!

অতীত বস্তুটাই এমন যে ফুরিয়েও তার রেশ থেকে যায়। বর্তমানকে সে ডাকে হাতছানি দিয়ে। পেছন ফিরে তাকালে এক অদ্ভুত মুগ্ধতা ও ভালোলাগায় আচ্ছন্ন করে আমাদের ৯০ এর দশক। আমরা যারা বড়ো হয়ে উঠেছি সেই সময় তার স্মৃতি এখনো মনের মনিকোঠায় উজ্জ্বল হয়ে আছে।

সেইসব দিনের খাবার, গান, টিভি শো ও নানা সরঞ্জাম আজো সম্মোহিত করে আমাদের, বাঁচার রসদ যোগায়। এগুলো মনে করলেই সেইসব সময়ে ফিরতে ইচ্ছে করে। যদিও জানি তা আর সম্ভব নয়। বর্তমান যান্ত্রিক ল্যাপটপ আর ফোনের প্রজন্ম অনেকটাই সেসব বিষয় নিয়ে অজ্ঞাত। তাদের কাছে তুলে ধরছি আমাদের সেই স্বর্ণযুগ।

বাপুজী কেক:

এখনকার মতো ভ্যানিলা, চকোলেট, বাটারস্কচ বা ব্ল্যাকফরেস্ট কেক না থাকলেও সেই সময় ছিল সবাইকার জন্য ৫টাকা দামের বাপুজী কেক একদম হৃদয়ের কাছাকাছি। স্কুলের টিফিনেও এর স্বাদ নিয়েছেন অনেকেই। এখনো কাঁচের জারে দেখলে মন নিশপিশ করে নিশ্চই।

রেডিও:

তৎকালীন সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম। রেডিও চালিয়ে পরিবারের সদস্যরা গোল হয়ে বসে মনোযোগ দিয়ে শুনতো আকাশবাণী ও নানা অনুষ্ঠান। আর মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠস্বরে মহিষাসুরমর্দিনী কেই বা ভুলেছে!

তালপাতার পাখা:

বাড়িতে নতুন জামাই এর আপ্যায়ন থেকে শুরু করে গ্রীষ্মকালে দুদণ্ড স্বস্তির মাধ্যম পর্যন্ত বাঙালি বাড়িতে তালপাখা এক আলাদা ঐতিহ্য বহন করে এসেছে। বর্তমানে তার জায়গা করে নিয়েছে এসি ও প্লাস্টিক এর ফ্যান।

সিল নোড়া:

মা ঠাকুমাদের মসলাবাটার সবচেয়ে জরুরি উপকরণ ছিল এই সিল নোড়া। সমস্ত গোটা মসলা পিষে তা চালান হতো হরেকরকম তরকারিতে। শীতকালে ওই সিলেই বেটে দেয়া হতো ছাদে নকশা বড়ি। বর্তমানে ব্লেন্ডার এর যুগে এটি অচল হয়েছে বলা চলে।

ল্যান্ডফোন:

হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো তখন মেসেজ আদানপ্রদান অতটা সুবিধেজনক ছিলোনা। সবার বাড়ি বাড়ি ল্যান্ডফোন ও ছিলোনা। ডায়ালে নম্বর ঘুরিয়ে তবেই লাগতো কল। আর্জেন্ট কল থেকে যুবকযুবতীদের প্রেমালাপ সবই চলতো ফোনেই।

টেপ রেকর্ডার:

অডিও ক্যাসেটে কুমার শানু, উদিত নারায়ণ, অলকা যাগ্নিকরা ছিলেন শ্রোতাদের কাছে তারকা। আশিকি এর গান হোক বা পাপা কেহতে হে এর সুরে তখন বিভোর হতো কিশোর কিশোরীরা। বর্তমানে অনলাইনে ইউটিউব এর যুগে এগুলো বাজার হারিয়েছে।

ভিডিওগেম:

ছুটির দিনগুলো বা স্কুল ফেরত সময়গুলো ঘন্টার পর ঘন্টা কেটে যেত এই পোর্টেবল ভিডিও গেমে। ভিডিও গেম কিনে দেবার জন্য মা বাবার কাছে জেদ ধরেনি এরকম বাচ্চা বোধহয় পাওয়া যাবেনা। টেট্রিস ছিল সবচেয়ে জনপ্রিয় গেম। এন্ড্রয়েড এর যুগে এসব অতীত এখন।

গ্রামোফোন:

বাঙালি বাড়িতে আভিজাত্যের প্রতীকস্বরূপ। কলের গান আজও অনেকেরই কানে লেগে থাকবে বেগম আখতারের গজল। ইয়া বড় বড় ক্যাসেটে অনুরণিত হতো সেকেলে বাদ্যযন্ত্রের ঝংকার। এখন শোপিস হিসেবেই বেশি ব্যবহৃত হয়।

আমপাচক:

ছেলেবেলা স্মৃতিবিজড়িত লজেন্স হলো আমপাচক। আমের টকস্বাদের হজমিগুলি টাকা বাঁচিয়ে খাবার আনন্দই আলাদা ছিল।

এনালগ ক্যামেরা:

কালার ব্যালেন্স, আলোর মাত্রা মাপা ও ক্যামেরাম্যানের মুন্সিয়ানার নজির বহন করতো ব্ল্যাক এণ্ড হোয়াইট ছবিতে। ডিজিটাল ক্যামেরা ও পরে ডিএসএলআর এর অস্তিত্ব করেছে ম্লান।

Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago