Uncategorized @bn

ইউটিউবার কিরণ দত্ত এখন অনলাইন শপিং সাইটের মালিক

কিরণ দত্তের নাম জানেন! কেউ জানেন, কেউ খুব ভালো জানেন না। কিন্তু ‘দ্য বং গাই’ ইউটিউব চ্যানেল, হ্যাঁ, সবাই এক কথায় চেনেন। যিনি, বাংলার অন্যতম জনপ্রিয়ও আর প্রথম সারির ইউটিউবার।

যে সময়ে দাঁড়িয়ে কিরণ এই ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই সময়ে তেমন একটা ‘ইউটিউবার’ কথাটা বাংলায় জনপ্রিয় ছিল না। আর আমরা আজ সবাই যে শব্দটার সঙ্গে পরিচিত, এর একজন অন্যতম কারিগর কিন্তু কিরণের ‘দ্য বং গাই’ হয়ে ওঠা।

ব্যাকগ্রাউন্ড কেমন?

ছোটবেলার পড়াশোনা বলতে গেলে দারুণ। মাধ্যমিকে ব্লকে ফার্স্ট, আর উচ্চ মাধ্যমিকে ব্লকে সেকেন্ড হায়েস্ট, বুঝতেই পারছেন মেধা কিন্তু খুবই ভালো। ভর্তি হলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু অন্য অনেকের যা হয় ঠিক তেমনই হল কিরণের। মন উঠে গেল ইঞ্জিনিয়ারিং থেকে। ছোট থেকেই ভিডিও এডিটিং এর শখ, কলেজে পড়ার সময়ে বন্ধুদের সঙ্গে মিলে একটা ইউটিউব চ্যানেল খোলা আর ভিডিও আপলোড করা, শুরু হয় এভাবেই কিরণের যাত্রা। আজ কিন্তু শুধু ‘দ্য বং গাই’ আর ‘ইওর বং গাই’ এই দুই চ্যানেল নয়, একটি অনলাইন শপিং সাইট খুলেছেন কিরণ, নাম ‘দ্য বংগাইশপ ডট কম’।

ছবি ঋণঃ দ্য বংগাইশপ ডট কম ও ফেসবুক

সাফল্য কি শুরু থেকেই?

অবশ্যই না। বোঝাই যাচ্ছে একজন মেধাবি ছাত্র কিছু একটা কারণে আজ এই দলছুট একটা পেশায় এসেছেন। আসলে কলেজে পড়ার সময়েই বুঝতে পেরেছিলেন ইঞ্জিনিয়ারিং কোথাও গিয়ে ওনার ভালো লাগছে না। উচ্চ মাধ্যমিক দেওয়ার বছরে জয়েন্টে সাত হাজার র‍্যাঙ্ক। কিন্তু এক বছরের বিরতি নেন প্রস্তুতি নেওয়ার জন্য আরও ভাল স্কোর করতে জয়েন্টে। কিন্তু নম্বর এল ছাব্বিশ হাজারের কাছে। হতাশ হলেন। হতাশ আরও হলেন যখন মেধাবি ছেলে হয়ে প্রথম অঙ্কে সাপ্লি পেলেন। বুঝে গেলেন অন্য কোনও পথে সাফল্য আনতে হবে জীবনে।

ইঞ্জিনিয়ারিং এর বাঁধা চাকরির পথ তার জন্য নয়। সেখান থেকেই ছোটবেলার পছন্দ, ভালোবাসা, নেশা সেই ভিডিও এডিটিংকে ধরে আজ বং গাই সুপার হিট। এখন তিনি খুলেছেন নিজের শপিং সাইট, যেখান থেকে টি-শার্ট কিনে লোকে মুগ্ধ। হয়তো ভিতরের ক্রিয়েটিভ একটা দিক থাকার জন্যই খুব একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে চাননি কিরণ।

সাফল্য কেমন শুনি!

কিরণ বা বং গাইয়ের প্রধান সাফল্য হল ইউটিউবার এই কথাটাকে এতটা জনপ্রিয় করা। শুরুতে খুব একটা ভিউ হত না। কিরণের নিজের কথাতেই মেরেকেটে ৫০০, তাও ভাগ্য ভালো থাকলে। সেখান থেকে আজ ভিউয়ার ২০ লক্ষের ওপর।

এইসবই ধৈর্য আর ধারাবাহিকতার ফসল। প্রাতিষ্ঠানিক সাফল্য বলতে হলে ইউটিউব সিলভার বটন পুরষ্কার দুটি আর ইউটিউব গোল্ডেন বটন পুরষ্কার একটি আজ কিরণের ঝুলিতে। বাংলার প্রথম সারির কাগজে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে কিরণের বেশ কয়েকবার। আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানের সঙ্গে চ্যাট শো, সেটাও কিন্তু কিরণের বং গাই করেছিল কলঙ্ক সিনেমার সময়ে। একটি প্রায় না জানা পেশাকে সবার সামনে আনা, কম কথা তো নয়। আর নতুন যে শপিং সাইট বললাম, সে তো হৈহৈ করে চলছে। নিজেরই বলা মজার কথা কোট দিয়ে টি-শার্ট, অনবদ্য কাজ।

আসলে কিরণ দত্ত বা বং গাই বা thebongguyshop.com যাই বলুন না কেন, সবই চেনা ছকের বাইরে গিয়ে নিজের ইচ্ছে আর জেদকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা নাম। যারা নিজেকে ভাঙতে চান, অন্য রূপে দেখতে চান কিরণ তাঁদের মধ্যে অন্যতম। আমরা কিরণের থেকে সহজ ভাবে আঘাত বেশি না করে ‘খিল্লি’র পাশাপাশি এটাও শিখতে পারি।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago