ভারতে কন্যা সন্তানদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও বিকশিত করার নাম ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (Sukanya Samriddhi Yojana)। বর্তমান বিজেপি সরকারের প্রচেষ্টায় ‘বেটি বাঁচাও ও বেটি পড়াও’ যোজনার মধ্যেই রাখা হয়েছে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’। শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ এর দিকে যাতে ভারতের কন্যা সন্তানেরা যেকোন প্রতিবন্ধকতা ছাড়ই এগিয়ে যেতে পারে, সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেন।
সমাজে কন্যা সন্তানদের অবহেলিত হওয়ার দিন শেষ। ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ তাদের শিক্ষা ও পরবর্তী সময়ে বিবাহের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
Minimum age to open Account:
• কন্যা সন্তান জন্মানোর ১০ বছরের মধ্যে কন্যার মাতা পিতা খুলে নিতে পারেন এই অ্যাকাউন্ট।
• কন্যা সন্তানের নামেই এই অ্যাকাউন্ট খোলা যাবে মাত্র। অভিভাবক শুধু ওই অ্যাকাউন্টে আমানতকারী হিসেবেই থাকবেন। টাকা জমা করবেন মাত্র।
• কেবলমাত্র মাতা-পিতা বা বিধিসম্মত অভিভাবকরাই, দুটি কন্যা সন্তানের জন্য খুলে দিতে পারেন এই অ্যাকাউন্ট।
• যদি যমজ বা ত্রয়ী কন্যা সন্তান হয় সেক্ষেত্রে অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সাক্ষ্য নির্দেশপত্রের সাহায্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
• একটি কন্যা সন্তানের নামে একটিই আ্যকাউন্ট খোলা যাবে।
• বছরে ৯.১ শতাংশ হারে সুদের পরিমাণ (9.1% Interest Rate) এই প্রকল্পটি রয়েছে। যদিও, প্রতি বছর এপ্রিল মাসে এটির সংশোধন করা হয়ে থাকবে (Rate of Interest may change every year in the month of April)।
• সুদ বছরে যুক্ত হবে এবং আ্যকাউন্টে জমা হবে।
• শুধু মাত্র কন্যার উচ্চশিক্ষায় ও বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে জমা টাকার ৫০ শতাংশ ধার হিসেবে তুলতে পারবেন।
• কন্যা সম্পর্কিত কারণ ছাড়া অন্য কোনও কারনে টাকা তোলা যাবে না।
• যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন ও টাকা তুলতে পারবেন।
• এই অ্যাকাউন্ট বন্ধ করার যেতে পারে বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে তখনই যদি যে মেয়ের নামে অ্যাকাউন্ট তার মৃত্যু হয় অথবা প্রাণঘাতী কোনও রোগে যদি মারা যায়। তবে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তবেই টাকা তোলা যাবে।
• ১৮ থেকে ২১ বছরের মধ্যে যদি কন্যার বিয়ে হয়ে যায় তাহলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।
• ১০০০ টাকা দিয়ে খোলা যাবে এই অ্যাকাউন্ট। বাকি যাবতীয় তথ্য অ্যাকাউন্ট খোলার সময় বলে দেওয়া হবে অফিস থেকে।
• সুকন্যা সমৃদ্ধি যোজনার আ্যকাউন্ট পোস্ট অফিসে খুলতে পারেন।
• অনলাইনে ফর্ম পাবেন এখানে- ফর্ম ( Click here to download account opening form from Reserver Bank of India website)
• তাছাড়া অনুমোদিত ব্যাঙ্কগুলিতে খুলতে পারেন।
• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্কঅফ ইন্ডিয়া, কানাডা ব্যাঙ্ক, অন্ধ্রা ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্কে খোলা যেতে পারে।
• অ্যাকাউন্ট খোলার ফর্ম।
• কন্যা জন্তানের জন্মের প্রমানপত্র।
• অভিবাবকের পরিচয়পত্র। ভোটার কার্ড, প্যান কার্ড, বা আধার কার্ড।
• অবিভাবকের স্থায়ী ঠিকানা। ভোটার কার্ড, প্যান কার্ড, বা আধার কার্ড।
➡ প্রধানমন্ত্রী শহর আবাস যোজনায় আবেদনের পদ্ধতি
➡ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…