ফ্যাশন

Stylish Blouse Designs: নানা স্টাইলের ডিজাইনার ব্লাউজ ১০টি ছবিসহ

শাড়ির সাথে যদি একটা মনের মত ডিজাইন ব্লাউজ হয় তাহলেই সাজ কমপ্লিট। কি একদম আপনাদের মনের কথা ধরে ফেললাম তো। শুধু কথা ধরে কাজ শেষ করছি না সাথে সাথে দেখিয়ে দিচ্ছি একেবারে লেটেস্ট ব্লাউজের কয়েকটি ডিজাইনও।

নানা ধরণের অকেসানে নানা রকমের শাড়ির সাথে পরার মত ব্লাউজের আলাদা আলাদা ডিজাইন। আশাকরি আপনাদের পছন্দ হবেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ১০টি ডিজাইন। ৮ ও ১০ নম্বর ব্লাউজের  ডিজাইন দেখতে মিস করবেন না।

1. Cape Sleeved Saree Blouse | ক্রেপ ব্লাউজ 

সিল্কের শাড়ির সাথে এই ক্রেপ স্টাইলের ব্লাউজ ডিজাইন দারুন মানানসই। ডিপ কাট ভি গলা। ব্লাউজের হাতা ফুলের মত ছড়ানো। পছন্দ হলে আজই বানিয়ে নিন ফেবারিট শাড়ির সাথে ম্যাচিং করে।

2. Printed Blouse Design | প্রিন্টেড ব্লাউজ 

প্রিন্টেড শাড়ির সাথে থাকা ম্যাচিং ব্লাউজটি এই ডিজাইনের মত করে বানিয়ে নিতে পারেন। ক্লাসি লুক পাবেন চোখ বন্ধ করে। সিল্কের শাড়ি হোক বা কটন যেকোনো ধরণের কাপড়েই এটি বানানো যাবে অনায়াসে।

3. Floral Blouse Design | ফ্লোরাল ব্লাউজ 

গোলাপ ছাড়াও গোলাপি হওয়া যেতে পারে শাড়ির সাথে। বানিয়ে নিন শুধু এই স্টাইলে একটি ব্লাউজ। সিফন বা রায়ন কাপড়ের উপর এরকম ডিজাইন বেশি ভালো ধরা দেবে।

4. Stylish Blouse Design | স্টাইলিশ ব্লাউজ 

এক কালারের কোন প্রিন্ট ছাড়া কাপড়ে বানিয়ে নিন এই ডিজাইনার ব্লাউজটি। পার্টি বা বড় অকেসানে আপনি হয়ে উঠবেন স্টাইল আইকন।

5. Half Shirt Blouse Design | হাফ সার্ট ব্লাউজ 

কটন কাপড়ে ডিজাইনার ব্লাউজ বানাতে চাইলে এই হাফ সার্ট স্টাইলে ব্লাউজ ডিজাইন দেখতে পারেন। বোল্ড লুকের সাথে সাথে ক্লাসিনেস বজায় থাকবে ১০০%।

6. Boat Neck Blouse Design | বোট নেক ব্লাউজ 

বোট নেক ডিজাইনের ব্লাউজ অনেকেই পরেন। কিন্তু এই স্টাইলটি হলফ করে বলতে পারি একেবারে লেটেস্ট। সিল্ক, কটন, জর্জেট, সিফন যেকোনো মেটিরিয়ালের কাপড়ে এটি বানিয়ে নেওয়া যেতে পারে।

7. Mirror Cotton Designer Blouse | মিরার ব্লাউজ 

মিরার ওয়ার্ক ব্লাউজ পরার শখ থাকলে অবশ্যই ট্রাই করুন এই ডিজাইনটি। কালো, লাল, হলুদ বা যেকোনো পছন্দের রঙের কাপড়ে বানাতে দিয়ে দিন দর্জিকে।

8. Floral Print Blouse | ফ্লোরাল প্রিন্ট ব্লাউজ 

মৎস্যকন্যা বা মারমেড স্টাইলের ডিজাইনার ব্লাউজ। ফ্লোরাল প্রিন্টের কাপড়ে স্টোন দিয়ে অনায়াসে বানানো যেতে পারে এই ধরণের ব্লাউজ। পার্টি, বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য  এর থেকে ইউনিক চয়েস আর কি হতে পারে বলুন!

9. Designer Bold Blouse | বোল্ড ব্লাউজ 

এম্বয়ডারি  শাড়ির সাথে থাকা নক্সা করা ব্লাউজ পিস দিয়ে বানাতে পারেন এরকম সুন্দর একটি ব্লাউজ। এই ডিজাইনার ব্লাউজটি পরলে গয়নার প্রয়োজন হবে না, কারণ এত গর্জাস দেখতে এটি।

10. Button Style Blouse | বোতাম স্টাইল ব্লাউজ 

ট্রাডিশানাল লুক ক্যারি করতে চাইলে শাড়ির সাথে বানিয়ে ফেলুন এই ডিজাইনের ব্লাউজ। সিল্ক, কটন, জর্জেট যেকোনো ধরণের কাপড়ে বানানো যাবে এই সুন্দর ডিজাইনটি।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago