Most-Popular

চুল পড়া কমাতে কেয়া শেঠের সাহায্য নিন ব্যবহার করুন কার্যকরী প্রোডাক্ট

না না চুল নিয়ে কোনও চুলচেরা বিশ্লেষণ নয়। চুল ভালো রাখতে, আজ আপনাদের বলে দেব কেয়া শেঠের অসাধারণ কিছু হেয়ার প্রোডাক্ট এর সন্ধান। সারাবছর চুল ভালো রাখতে বা ড্যামেজ চুল সম্পূর্ণ ঠিক করতে, জাস্ট অনবদ্য এই প্রোডাক্ট গুলো। একবার চোখ বুলিয়ে নিন।

কেয়া শেঠ অ্যালোপেক্স ওয়েল

 কিনতে হলে এতে ক্লিক করুন 

প্রথমেই শুরু করি মাথার তেল দিয়ে। খুব চুল পড়ছে? তাহলে ব্যবহার করতেই পারেন, কেয়া শেঠের অ্যালোপেক্স হেয়ার ওয়েল।

কারন এটা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগান দেয়।

এতে রয়েছে চুলের জন্য গুরুত্বপূর্ণ কিছু এসেনশিয়াল ওয়েল। যেমন তুলশী, ল্যাভেন্ডার, রোজমেরী, ও আরও অন্যান্য এসেনশিয়াল ওয়েল।

যেটা চুলকে গোঁড়া থেকে নারিশ করে। ড্যামেজ চুলকে বাড়াতে সাহায্য করে।

চুলের ভাঙা রোধ করে।

চুল পড়া কমায়।

ফ্রিজি চুল ঠিক করে। কারন এই তেল ননস্টিকি।

এর হালকা মিষ্টি গন্ধ স্ক্যাল্পকে ফ্রেশ রাখতে সাহায্য করে।

➡ কেয়া শেঠের টিপস চুলের যত্ন নিতে 

কেয়া শেঠ হেয়ার প্রোটিন প্যাক

 কিনতে হলে এতে ক্লিক করুন

চুলপড়া কমাতে প্রোটিন প্যাক সবসময়ই ভীষণ ভালো।

কারন উপযুক্ত পুষ্টির অভাবে চুল পড়ে। তাই চুলকে সঠিক পুষ্টি দেবে এই হেয়ার প্রোটিন প্যাক।

এতে আছে চুলের অতি প্রয়োজনীয়, আমলকী, মেথি, ভৃঙ্গরাজ ও হেনার পুষ্টি।

চুলপড়া তো কমবেই সাথে, চুল হবে ঘন।

চুলের গোঁড়া শক্ত করতে সাহায্য করবে।

চুলের ভেঙে যাওয়া আটকাবে।

কেয়া শেঠ হেনা

 কিনতে হলে এতে ক্লিক করুন

চুলকে সারাবছর ভালো রাখতে, হেনা ভীষণ ভালো একটি উপাদান। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, সম্পূর্ণ প্রাকৃতিক এই হেনা শুধু চুল ভালো রাখবে না, চুল পড়া কমাতেও সাহায্য করবে।

এতে ব্যবহার করা হয়েছে, জজবা, অ্যালোভেরা, দই, চা পাতা, কমলালেবুর খোসা সহ নানান প্রাকৃতিক উপাদান।

যেগুলো চুলকে কন্ডিশনিং করে।

চুলকে জটমুক্ত রাখে।

চুলকে সফট ও সিল্কি বানাতে সাহায্য করে।

কোনও ক্যামিকাল যুক্ত রঙ নেই। চা পাতার গুনে চুল পায় একটা সুন্দর ন্যাচারাল রঙ।

এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কেয়া শেঠ অ্যালোপেক্স অ্যাবসোলিউট

 কিনতে হলে এতে ক্লিক করুন

একসঙ্গে অনেক প্রোডাক্ট ব্যবহার করতে চাইছেন না? এমন একটা প্রোডাক্ট যেটাতে সব কাজ হবে।

এই প্রোডাক্ট খুব ভালো। খুব উপকারী টনিক। যেটা চুলকে সবদিক থেকেই ভালো রাখতে সাহায্য করে।

এটা চুলের গোঁড়ায় পুষ্টি দেয়। তার ফলে চুল গোঁড়া থেকেই মজবুত থাকে।

চুলের গ্রোথ ভালো হয়।

চুল পড়া কমে ও ড্যামেজ চুলে আনে প্রাণ।

চুলকে সাইনি করতে সাহায্য করে।

এমনকি তাড়াতাড়ি চুল পেকে যাওয়ার হাত থেকেও বাঁচায়।

কেয়া শেঠ সিল্ক অ্যান্ড শাইন ডানড্রফ রিমুভাল শ্যাম্পু

 কিনতে হলে এতে ক্লিক করুন

খুশকির জালায় জীবন জর্জরিত? কিছুতেই যাচ্ছে না? তাহলে এর মত ভালো শ্যাম্পু খুব কমই আছে খুশকি নিয়ন্ত্রণে।

এতে ব্যবহার করা হয়েছে, ল্যাভেন্ডার, রোজমেরী, টি ট্রি ও লেমনের এসেনশিয়াল ওয়েল।

এছাড়াও রয়েছে রিঠা, মেথি, দুধের পুষ্টি।

এই সবকটি উপাদানই খুশকির অব্যর্থ ওষুধ। খুশকিতো যাবেই।

সাথে মিল্ক প্রোটিন চুলকে রাখে ময়েশ্চারাইজড।

স্ক্যাল্প ভেতর থেকে পরিষ্কার রাখে।

চুল থাকবে নরম কোমল।

চুলের গ্রোথেও সাহায্য সাহায্য করে।

চুলকে ভালো রাখে।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago