আপনি কি শিব ভক্ত? তাহলে তো শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষভাবে শিবের পূজা করেনই। তবে শুধু শিব ভক্তরাই নয়, অনেক হিন্দুরাই শ্রাবণ মাসের এই সোমবার বেশ ঘটা করে পালন করেন। উপবাস করেন। মহাদেবকে তুষ্ট করতে, ব্রত পালন তো করছেন। কিন্তু জানেন কি? শ্রাবণ মাসে শিব ভক্তদের বিশেষ তিনটি খাবার এড়িয়ে যেতে বলা হয়। এইমাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার। এই সম্পর্কে রয়েছে একবিশেষ গল্পও।
শ্রাবণ মাসের এই সোমবার নিয়ে পুরাণেও রয়েছে এক বিশেষ গল্প। এই গল্প হল এক ঋষি মৃকাণ্ডু। মৃকাণ্ডু সন্তান লাভের জন্য তার স্ত্রীকে নিয়ে মহাদেবের উপাসনা করতে থাকেন। তাদের এই উপাসনায় ভগবান শিব সন্তুষ্ট হন। এবং তাদের আশীর্বাদ করেন। তারা এই আশীর্বাদ প্রাপ্ত হয় যে, তারা দুধরণের মধ্যে যেকোনো একধরনের সন্তান লাভ করতে পারেন।হয় অল্প বুদ্ধির দীর্ঘ জীবনের সন্তান পাবেন। নাহলে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সল্প আয়ুর সন্তান পাবেন। তারা বুদ্ধি মত্তা যুক্ত সন্তান বেঁছে নেন। এরপর তারা জন্ম দেন এক সন্তানের। এবং নাম দেন মার্কণ্ড।
মার্কণ্ড ছোটবেলা থেকেই ছিলেন মহাদেবের পরম ভক্ত। মহাদেবের উদ্দেশ্যে একবার কঠিন তপস্যা করেন। তিনি তপস্যাতে এতোটাই একাগ্র ছিলেন যে, যমদূতরা তাকে নিতে এলেও তার ধ্যান ভাঙ্গে না। শেষে যমরাজ নিজে এলে, তাকে বিরক্ত করার জন্য যমরাজকে শাস্তি দিতে আবির্ভূত হন মহাদেব স্বয়ং। ও মার্কণ্ডকে শতায়ু প্রদান করেন। তারপর মার্কণ্ড মৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করে শিবের বন্দনা করেন শ্রাবণ মাসে।
এইসময় সবুজ শাকসবজি এড়িয়ে যেতে বলা হয়। এরজন্য ধর্মীয় কারনের পাশাপাশি, বৈজ্ঞানিক কারণও আছে। বলা হয় এইসময় সবুজ শাকসবজিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় বেশী।
সবুজ শাকসবজি ছাড়াও বিশেষত বেগুন খেতে বারন করা হয়। ধর্মীয় কারন ছাড়াও, বলা হয়, এই সময়ে বেগুনে পোকা হয় বেশী।
এছাড়াও দুগ্ধজাত খাবার খেতে বারন করা হয়।
শিব ভক্তদের মত, স্বয়ং শিবের প্রিয় দিন হল সোমবার। তাই এইদিনে মহাদেবের আরাধনা করলে মহাদেব তুষ্ট হবেনই।
সোমবার মহাদেবের প্রিয়দিন বলে, সারাবছর সোমবার পালন করা তো সম্ভব নয়। তাই শ্রাবণ মাসের সোমবার পালন করুণ। এতেই সারাবছরের ফল পাবেন। শুধু মহাদেব নন, অন্যান্য সকল দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় এই ব্রত থেকে।
মহাদেব তুষ্ট হয়ে মার্কণ্ডকে শতায়ু বর দিয়েছিলেন। তাই এই মাসের সোমবার গুলি অত্যন্ত শুভ।
যেহেতু এটি মহাদেবের প্রিয় দিন। সেহেতু, ভক্তি ভরে সোমবার গুলি মহাদেবের আরাধনা করলে, যদি আপনার কোনও গ্রহদোষ থাকে তাহলে তা কেটে যাবে।
এই পূজার ফলে মোক্ষলাভ সহজেই সম্ভব হয়।
এইসময় মধু ও ঘি দিয়ে শিবের পূজা করলে, তাহলে মহাদেবের আশীর্বাদে অর্থ, সমৃদ্ধি লাভ করবেন আপনি।
মহাদেব শিবকে আদর্শ পুরুষ হিসাবেও শ্রদ্ধা করা হয়। তাই আপনি যদি অবিবাহিত হন, আর শ্রাবণ মাসের সোমবার গুলি পালন করেন। তাহলে তার মতই একজন আদর্শ জীবন সঙ্গী আপনি পাবেন।
শিবের মন্ত্র জপ করে আরাধনা করলে, নানারকম বিপদ ও অকালমৃত্যু থেকে থাকবেন বহু দূরে।
এই ব্রত পালনে আপনি রোগমুক্ত থাকবেন এবং মন মেজাজও ভালো থাকবে।
তাহলে দেখলেন তো, শ্রাবণ মাসের সোমবারের মহিমা। তাই মহাদেবের ভক্তরা, মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই এই বিশেষ সোমবারে, মহাদেবের আরাধনা করতে ভুলবেন না।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…