স্কিন যাদের অয়েলি, সবচেয়ে বেশি সমস্যায় বোধহয় তাঁরাই ভোগেন। কী মেকআপ করব, কী ক্রিম মাখব এই সবের পাশে তাঁদের আলাদা করে ভাবতে হয় ব্রণ, র্যাশ, চুলকুনি এই সব থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়। বাজার চলতি সব প্রোডাক্ট তাঁদের অনেকসময় উপকার দেয়ও না। কিন্তু বিশেষ কিছু উপাদানে তৈরি ঘরোয়া ফেস প্যাক অয়েলি স্কিনের জন্য দুর্দান্ত কাজ দেয়।
লেবু ন্যাচারাল ক্লিনজার। লেবু খুব সহজেই মুখের ভিতর থেকে ময়লা দূর করবে। আর মধুর মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি র্যাবশ, ব্রণ কমিয়ে আনবে।
দুটি উপাদান খুব ভাল করে মিশিয়ে নিন। তারপর মুখে, গলায় মেখে রেখে দিন ১৫ মিনিট। এর পর সাধারণ জল দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। এটি সপ্তাহে অন্তত তিন দিন অবশ্যই করুন। এটি ব্যবহার করার সঙ্গে সঙ্গেই এক অনবদ্য উজ্জ্বলতা আর ফ্রেস ভাব পাবেন মুখে।
মুলতানি মাটি স্কিনের ভিতরে জমা অতিরিক্ত তেল টেনে আনবে। আর গোলাপ জল একটা সুদিং এফেক্ট দেবে সারাক্ষণ।
মুলতানি মাটি আর গোলাপ জল মিশিয়ে একটা স্মুদ পেস্ট বানাতে হবে। এই মিশ্রণ এবার মুখে আর গলায় খুব ভাল করে মেখে নিতে হবে। একদম শুকিয়ে আসবে যখন তখন আগে অল্প উষ্ণ গরম জল হাতে নিয়ে মুখ হাল্কা ম্যাসাজ করে নিন। তারপর মুখ সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে এক দিন করে করতে পারেন।
অ্যালোভেরা আর হলুদ, এই দুই উপাদানই আমাদের স্কিনের জন্য খুব ভাল। বিশেষ করে যাদের তেলতেলে ত্বক, তাঁদের জন্য তো আরও ভাল। অ্যালোভেরা আর হলুদের মধ্যে থাকা ইনফ্লেমেটরি উপাদান অয়েলি স্কিনের র্যাযশ, চুলকুনি, লাল হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি কমিয়ে আনে।
বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার থেকে রস বের করে নিন। না হলে ভাল কোম্পানির অ্যালোভেরা জেল কিনে নিন। এর সঙ্গে হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। বাজারচলতি হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করবেন না। এই মিশ্রণ এবার মুখে, বিশেষ করে ব্রণ বা র্যালশ হওয়া জায়গায় লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বার করতে পারেন।
ডিম খুব ভাল করে স্কিন ধরে রাখে, টাইট রাখে। অয়েলি স্কিন যাদের তাঁদের স্কিনে বলিরেখা তাড়াতাড়ি আসার সুযোগ বেশি থাকে। তাই এই প্যাক তাঁদের জন্য খুব কার্যকরী।
তিনটি উপকরণ আগে খুব ভাল করে মিশিয়ে নিন হবে। ডিম খুব ভাল করে না মিশিয়ে নিলে হবে না। যেন একটা মোটামুটি ঘন প্যাক তৈরি হয়। এই প্যাক এবার মুখে মেখে ২০ মিনিট মতো অপেক্ষা করতে হবে। এর মধ্যেই প্যাক শুকিয়ে আসবে। তারপর অল্প গরম জল দিয়ে আগে মুখ ধুতে হবে। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই হবে। সপ্তাহে এক দিন করে করুন।
বেসন যেখানে মুখ থেকে অতিরিক্ত তেল বের করবে, টক দই মুখে আনবে সুন্দর উজ্জ্বলতা।
আগে বেসন অল্প জল দিয়ে গুলে নিন। এর মধ্যে এবার দই দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। শুকিয়ে আসলে ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন অনায়াসে করতে পারেন।
নিম যে অয়েলি স্কিনের জন্য কতো ভাল সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই একটা উপাদানই যথেষ্ট অয়েলি স্কিনের সব সমস্যা সমাধানের জন্য।
নিমপাতা ভাল করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে কাঁচা হলুদ বাটা নিয়ে মিশিয়ে নিন আর একটা ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে, গলায় লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট। তারপর ধুয়ে নিন মুখ। আপনি চাইলে এটি কিন্তু রোজ করতে পারেন।
এভাবে যত্ন নিলে আপনার তেলতেলে স্কিনের সব সমস্যা অনায়াসেই কমে যাবে। আর আপনি এই পুজোয় পাবেন সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বক।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…