কলকাতা

আবারও পর্দায় ঝলমল করে উঠবেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায় নেই এটা আমরা মানি না মানতে চাইও না। কারণ উনি তো রয়েছেন এবং থেকে যাবেন ওনার কাজের মাধ্যমে আমাদের মধ্যে। চিরউজ্জ্বল থাকবেন বাংলা চলচ্চিত্রে। অপু দিয়ে যাত্রা শুরু তারপর কখনো ফেলুদা, কখনো ক্ষিদ্দা আরও নানান চরিত্রে হয়ে উঠেছেন বাঙালির আইকন।

রুপোলী পর্দায় মানুষকে কখনো হাঁসিয়েছেন কখনো কাঁদিয়েছেন। কিন্তু ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়? ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুব একটা আবিষ্কার করা হয়নি বাঙালির। বাঙালির আইকন হয়ে ওঠার পেছনে নানান ওঠানামা, টানাপড়েন তাঁর জীবনের জার্নিটা অধরাই রয়ে গেছে। কিন্তু জানার স্বাদ তো আমাদের সবার। কারণ তিনি যে বাঙালির পরিচয়। তাই এবার আমাদের সেই স্বাদ পূরণ করবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

ফেলুদার জীবনের ‘অভিযান’

আবারও পর্দায় ঝলমল করে উঠবেন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার অন্য কোন ভূমিকায় নয়, তাঁর নিজের জীবনের জার্নি জানাতে। আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’।

অভিনেতা, আবৃত্তিকার, কবি, শিল্পী তাঁর জীবন ছিল বৈচিত্র্যময়। দীর্ঘ ষাট বছরের অভিনয় জীবনে তিনশোরও বেশি ছবিতে অভিনয়। বাঙালির গর্ব হয়ে ওঠার ক্যামেরার ওপারের অভিযান যে এতটাও সহজ ছিল না সেইসব না জানা গল্প ফুটে উঠবে পর্দায়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর জীবনের নানান খুঁটিনাটি ফুটে উঠবে পর্দায়। সেই সঙ্গে তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রির নানান দিক।

কে কোন ভূমিকায়

দীর্ঘ ষাট বছরের অভিনয় জীবনে তিনশোরও বেশি ছবিতে অভিনয়। তাই তাঁর বায়োপিক মানে অনেক চরিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্প বয়সের ভূমিকায় রয়েছেন যীশু চট্টোপাধ্যায়। তবে পরিণত বয়সে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই থাকবেন নিজের ভূমিকায়।  সুচিত্রা সেনের ভূমিকায় থাকবেন পাওলি দাম।

এছাড়াও মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে সোহিনী সরকার, শর্মিলা ঠাকুরের ভূমিকায় ত্রিধা চৌধুরী, অনিন্দিতা বসু রয়েছেন অপর্ণা সেনের ভূমিকায়। এছাড়াও তুহিনা দাস, পায়েল সরকার সহ আরও অনেকে রয়েছেন।সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের ভূমিকায় থাকবেন বাসবদত্তা। ওনার মেয়ে পৌলোমী বসুর চরিত্রে অভিনয় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। 

সত্যজিৎ রায়ের ভূমিকায় কে?

সৌমিত্র চট্টোপাধ্যায়কে যিনি আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায় তাঁকে তো পর্দায় আনতেই হবে। সেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিউ মানে কৌশিক মুখোপাধ্যায়কে। এই গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে নেওয়ার কারণ সত্যজিৎ রায়ের মুখের সাথে তার মুখের মিল আছে।  এছাড়াও গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে থাকবে রবি ঘোষের চরিত্র।

তাতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও থাকবেন উত্তম কুমারের ভূমিকায়। এর আগেও একটি ধারাবাহিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল উত্তম কুমারের ভূমিকায়। সবমিলিয়ে একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে।

সাড়া ফেলেছে ট্রেলার

“গ্রো ওল্ড অ্যালং উইথ মি, ফর দ্যা লাস্ট ইজ ইয়েট টু বি”… ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ছবির ট্রেলার। হবে নাই বা কেন এটা যে আমাদের আইকনের জীবন জার্নি। ট্রেলারে আবারও আমরা শুনতে পাচ্ছি সেই কিংবদন্তীর কণ্ঠস্বর। দেখতে পাচ্ছি তাঁকে। যেখানে তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাচ্ছে যীশু সেনগুপ্তকে। দেখা যাচ্ছে সত্যজিৎ রায়ের চরিত্র। ‘অপরাজিত’ ছবির মাধ্যমে কীভাবে শুরু হয়েছিল আমাদের অপুর যাত্রা, তারপর ধীরে ধীরে বাঙালির আইকন হয়ে ওঠা এই জার্নির কিছুটা ফুটে উঠেছে। তবে ছবির আসল সাসপেন্স ট্রেলারে প্রকাশ করেননি পরিচালক।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই কাজ করার কথা ভাবছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ধীরে ধীরে এগোতে থাকে কাজ। ২০২০ ফেব্রুয়ারীতে শুরু হয় কাজ। তারপর লকডাউনে বন্ধ হয়ে যায় শুটিং। তারপর আনলক প্রক্রিয়ায় আবারও শুরু হয় শুটিং। ফ্লোরে ফেরেন ফেলুদা শেষ করেন শুটিং। কিন্তু তারপর যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সবার। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন হঠাৎ।

প্রসঙ্গত ছবির স্ক্রীন প্লের দায়িত্ব সামলেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ পরিচালনায় ‘অভিযান’ সেখানে এক ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে কবে মুক্তি পাবে এই ছবি টা এখনো ঠিক নেই। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা ছাড়া আর উপায় নেই।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago