সামনেই আসছে দুর্গাপুজো আর দুর্গা পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় ও আনন্দ করা আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। এখন সকল আনন্দ মাটি হয়ে যায় যদি নিজেকে সুন্দর করে রেডি না হওয়া যায়।
দুর্গাপুজোর সময় প্রত্যেকেই চান সুন্দর, উজ্জ্বল ত্বক আর এই সুন্দর, উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সকলে পার্লারে যান, কিন্তু পার্লারের এই ট্রিটমেন্ট যেমন ব্যয়সাপেক্ষ তেমনই প্রচুর সময় লাগে। তাই অনেকেই ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করেন ও নানা রকম ট্রিকসের এপ্লাই করেন। আজকে আমি বলবো, কীভাবে বাড়িতে বসেই সুন্দর উজ্জ্বল ত্বক পাবেন সেই রহস্যের কথা!
উজ্জল সুন্দর ত্বক পেতে গেলে প্রথমেই মুখটা ভালো করে পরিষ্কার করে স্ক্রাবিং করে নিতে হবে ও তারপর একটি ফেস প্যাক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি ঘরোয়া উপায়ে তৈরি একটি স্ক্রাবিং ও ফেস প্যাকের কথা আপনাদের বলবো, যে স্ক্রাবিং ও ফেস প্যাকের উপাদানগুলি আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন।
কফি এমনই একটা উপাদান, যা ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী। বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ ত্বকের কোনো ক্ষতি করতে পারে না যদি আপনি কফি দিয়ে ত্বকে স্ক্রাবিং করতে পারেন। ত্বকের স্তরে জমে থাকা ধুলো, বালি পরিষ্কার করতে কফির ব্যবহার হয়।
পাশাপাশি এই কফির মধ্যে থাকা ক্যাফিক অ্যাসিড উপাদান ত্বকের বন্ধ হওয়া রোমকূপের মুখ খুলে দেয় ও ত্বককে মসৃণ করে তোলে। মোট কথা ত্বকের যত্নে কফির জুড়ি মেলা ভার। তাই বাড়িতে কফির স্ক্রাবার তৈরি করে উজ্জ্বল ত্বক পান।
একটি পাত্রে ২ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ মধু (মধুর পরিবর্তে আপনি চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন), ১ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখ গলা ও হাতে স্ক্রাবিং করতে থাকুন। এর পর একটি নরম রুমাল ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে মুখটি মুছে নিন।
কফির পাশাপাশি লেবু এবং মধুও প্রাচীনকাল থেকে রূপচর্চাই ব্যবহার হয়ে আসছে। লেবু ও মধুর ব্যবহার মুখের ব্ল্যাকহেডস ও দাগছোপ কমাতে সাহায্য করে। চিনি স্ক্রাবিংয়ের পাশাপাশি স্ক্রিনকে উজ্জ্বল করে তোলে।
দ্বিতীয় পর্যায়ে একটি ফেস প্যাক ব্যবহার করতে হবে। ব্যাসনের এই ফেসপ্যাক ব্যবহারের ফলে মুখে ইনস্ট্যান্ট গ্লো আসবে।
একটি পাত্রে ২ টেবিল চামচ ব্যাসন নিন, ১ টেবিল চামচ হলুদ নিন ও ১টা গোটা টমেটো গ্রেট করে মিক্সড করে নিন। এরপর এই গোটা ফেসপ্যাকটি শুধু মুখে, গলায় পরিষ্কার হাতে লাগিয়ে নিন। এরপর ভালো করে চোখের চারপাশে ও গোটা মুখে ম্যাসাজ করুন। ভালো করে ম্যাসাজ করবার পর ১৫-২০ মিনিট রেখে একটি ভেজা রুমাল দিয়ে মুছে তারপর ধুয়ে নিন।
একটা কথা অবশ্যই মনে রাখবেন এই স্ক্রাবিংটি অথবা ফেস প্যাকটি ব্যবহার করবার আগে মুখ অবশ্যই জল দিয়ে অথবা ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। মুখে ধুলোবালি থাকা অবস্থায় স্ক্রাবিং বা ফেস প্যাকটি ভুলেও করবেন না।
তাই আর দেরি কীসের! ঘরোয়া উপাদান দিয়ে তৈরি স্ক্রাবিং ও ফেস প্যাকের সাহায্যে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…