রাতারাতি পরিবর্তন কে না চায় বলুন? তাও যদি সেটা নিজের সৌন্দর্য হয়, তাহলে তো কথাই নেই।কিন্তু আমাদের ব্যস্তজীবনে ত্বকের পরিচর্যার সময়ই তো হয়ে ওঠেনা। ঠিক এই জায়গায় নাইট ফেস মাস্ককের মাহাত্ম। যেটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে নিয়ে নিশ্চিন্তে আরাম করবেন। আজ থাকছে শুষ্ক ত্বকের জন্য ৬টি ফেস মাস্ক।
আজকের প্রতিবেদনে শুষ্ক ত্বকের মালকিনদের জন্য থাকছে ছয় ধরনের ফেস মাস্ক। যা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে ত্বকের যত্ন নিতে সাহায্য করবে।
শুষ্ক ত্বকের জন্য কোকোনাট অয়েল খুবই ভালো ভাবে কাজ করে। ট্রান্সপিডেরমাল ক্ষরণ বন্ধ করে ও প্রদাহজনিত ট্যানিং এর মাত্রা নির্দিষ্ট করে।
তরমুজ এমনিতেই খুব রিফ্রেশিং ও এর মধ্যে একটা তরতাজা করার ব্যাপার আছে। এতে থাকা লাইকোপিন স্কিন ড্যামেজ প্রতিরোধ করে ও হার্মফুল রেডিক্যাল থেকে মুক্তি দেয়।
হলদি দুধের আয়ুর্বেদিক উপকারিতা আমরা সবাই জানি। এটি মাইক্রোবিয়াল এবং এন্টি অক্সিডেন্ট এ পরিপূর্ণ। ফটোএজিং ও এলোপেশিয়া ও ভালো করে। দুধে উপস্থিত ল্যাকটিক এসিড ও কেসিনোজেন স্কিন টেক্সচার ও দৃঢ়তা বাড়িয়ে দেয়।
শসা খুবই উত্তম খাদ্য কেবল আপনার দেহের জন্যই নয় বরং আপনার স্কিনের জন্যও। শসার রস ত্বকের হাইড্রেসন করে ও ক্ষতিকর টক্সিন ধ্বংস করতে সাহায্য করে। সূর্যের রশ্মির ফলে ট্যান ও রিঙ্কেল আটকাতেও এর জুড়ি মেলা ভার।
অলিভ অয়েল ফ্ল্যাভেনইড ও ফেনলিক এসিডে ভর্তি যা স্কিনের পুনর্গঠন ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।
অ্যালোভেরাতে ভিটামিন এ, সি ও ই থাকে। এছাড়াও ১৮ এরও বেশি আমিনো এসিড ও স্যালিসাইসিক এসিড ও এনজাইম থাকে। কোলাজেন স্কিনে সংশ্লেষ ঘটায় ও সূর্যের ক্ষতিকারক ইউভি রে থেকে ত্বককে রক্ষা করে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…