সুখবৃষ্টি প্রোজেক্টে পাবেন নিজের নীড়ের সন্ধান। আমাদের সবারই নিজের একটা বাড়ির স্বপ্ন কিন্তু থাকেই। একটা ছোট বারান্দা, দুটো ঘর, রান্নাঘর, ব্যস, এর বেশি কিছু খুব একটা আমরা সাধারণ মধ্যবিত্তরা চাই না। কিন্তু অনেক সময়ে এইটুকুও আমাদের অনেকের পক্ষে করে ওঠা সম্ভব হয় না। আর তার একমাত্র কারণ হল টাকা। কিন্তু এবার আসতে চলেছে এমন সুযোগ যা আপনার এই স্বপ্নকে সত্যি করবে। সাধ্যের মধ্যে টাকায় আপনার নিজের বাড়ির সাধ পূরণ করতে আসছে ‘সুখবৃষ্টি’।
রাজারহাট নিউটাউনে এই সুখবৃষ্টি প্রোজেক্টের কাজ চলছে। প্রাথমিক ভাবে এই কাজ শুরু করে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা সরকারি একটি সংস্থা। তারপর এই প্রোজেক্ট এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে বেঙ্গল সাপুরজি হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড। মোটামুটি ১৫০ একর জমির উপর এই কাজ চলছে যেখানে প্রায় কুড়ি হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে দশ হাজার অ্যাপার্টমেন্ট হয়ে গেছে তৈরি। থ্রি বি.এইচ.কে পর্যন্ত ফ্ল্যাট এখানে পাওয়া যাবে।
আজকের দিনে ফ্ল্যাট কিনতে হলে আপনি ঠিক যে যে সুবিধে খোঁজেন, তার প্রায় সবই আছে এই সুখবৃষ্টি প্রোজেক্টে। নিউটাউনের রাস্তা নিয়ে নতুন করে তো কিছুই বলার নেই। আপনি যে কোনও জায়গা থেকে নিউটাউনে আসতে পারবেন। যদি প্রোজেক্টের অধিকৃত জায়গার কথা বলতে হয় তাহলে বলব, যথেষ্ট ভাল পারকিং করার ব্যবস্থা আছে।
জল, আলো, নিকাশি ব্যবস্থা সব দিক থেকেই গুছিয়ে তৈরি করা হয়েছে এই প্রোজেক্ট। এছাড়া এই প্রোজেক্টের মধ্যেই রয়েছে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা আরও অনেক কিছু। ভিতরে আপনি এ.টি.এম কাউন্টার ও ফার্মেসিও পেয়ে যাবেন।
আমরা কোথাও ফ্ল্যাট কিনতে গেলে বা বাড়ি বানাতে গেলে দেখি যে কীভাবে আমরা যাতায়াত করবে পারব আমাদের কর্মস্থলে। সুখবৃষ্টি যেখানে তৈরি হচ্ছে আপনি কিন্তু সেখান থেকে সহজেই শহরের সর্বত্র যাতায়াত করতে পারেন। বেহালা যাওয়ার জন্য এসি৪এ, হাওড়ার জন্য এসি১২, ধর্মতলা যাওয়ার জন্য এসি৪৭, শিয়ালদা যাওয়ার জন্য কেবি২২, বাবুঘাট যাওয়ার জন্য ৩০ডি, সাঁতরাগাছি যাওয়ার জন্য এসএসবিটি এইরকম অনেক বাস রয়েছে যা আপনার যাতায়াতের জন্য আপনাকে আলাদা করে চিন্তা করাবে না।
আগেই বলেছি, খুবই কম দামে আপনি এখানে ফ্ল্যাট পাচ্ছেন। এখানে ওয়ান বি.এইচ.কে ফ্ল্যাটের, যার নাম রাখা হয়েছে ‘স্পন্দন’ তার দাম শুরু হচ্ছে ৭.৯৮ লাখ টাকা থেকে। একটা বেডরুম আর একটা বাথরুম থাকবে। মোটামুটি ভাবে ৪২৫ স্কোয়ার ফুট জায়গা জুড়ে থাকবে এই ফ্ল্যাট। আর থ্রি বি.এইচ.কে ফ্ল্যাট, যার নাম ‘স্পৃহা’, তার দাম হচ্ছে প্রায় ৩২.৮০ লাখ টাকা। সব ঘরই খুব সুন্দর ভাবে সাজানো এবং মোজাইক করা।
আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন কিট সংগ্রহ করতে হবে, যা ৮০০ টাকার বিনিময়ে আপনি এইচ.ডি.এফ.সি ব্যাঙ্কে পেতে পারেন। এছাড়া অনলাইনে সুখবৃষ্টির নিজস্ব সাইটে গিয়ে রেজিস্টার করেও আপনি ফর্ম পেতে পারেন যেখানে অ্যাপ্লাই করা যায়। তবে মনে রাখবেন লটারির মাধ্যমেই কিন্তু ফ্ল্যাট পাওয়া যাবে আর লটারিতে আপনার নাম উঠলেই তারপর যাবতীয় যা দরকারী কাগজ সব দেখা হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা আছেন, এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তারা কিন্তু সেই সব সুবিধা পেতে পারেন।
তাহলে এখন আর দেরি কিসের! আপনার নিজস্ব একটা ভাল বাসার সন্ধান তো এবার আপনার হাতের মুঠোতেই। যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। দেখবেন এই সুযোগ ফসকালে যেন পরে আফসোস করতে না হয়। আর এরকম আরও অনেক কিছুর সন্ধান পেতে চোখ রাখতে হবে দাশবাসের পেজে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…