Most-Popular

শীতকালীন বডি অয়েল বানান ঘরে এই ৫টি উপায়ে

এর আগে বাড়িতে বডি লোশন বানানোর পর্ব দেখে,যারা ভাবছিলেন বডি লোশনের মত বডি অয়েলও কি বাড়িতে বানানো যায়,তাদের জন্য সুখবর।হ্যাঁ নিশ্চয়ই বানানো যায়।তাই তো আজ নিয়ে এলাম বাড়িতে বডি অয়েল বানানোর পদ্ধতি।বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বডি অয়েল,সত্যি শীতে স্কিনকে হাইড্রেড রাখবে,ময়েশ্চারাইজড রাখবে।কিন্তু স্কিনকে একটুও অয়েলি না করে।দেখে নিন কিভাবে বানাবেন বাড়িতে বডি অয়েল।

উপকরণ

একটা পরিষ্কার বোতল,বেস অয়েল,এসেন্সিয়াল অয়েল।

পদ্ধতি

বানানো খুবই সহজ।খালি লাগবে উপকরণগুলো।বেস অয়েল ও এসেন্সিয়াল অয়েল।

পরিষ্কার বোতল

আগে একটা পরিষ্কার বোতল জোগাড় করুন যাতে তেলটা রাখবেন।সেটা ভালোভাবে পরিষ্কার করে নিন এবং সেটা যেন অবশ্যই এয়ার টাইট হয়। একটু ডার্ক বোতল মানে কালো বোতল হলে ভালো।

বেস অয়েল

বডি অয়েল বানানোর জন্য প্রথমে দরকার বেস অয়েল।বেস অয়েল হিসাবে আপনার সুবিধামত অয়েল নিতে পারেন।সেটা হতে পারে আমণ্ড অয়েল,জোজোবা অয়েল,অ্যাভোকাডো অয়েল,গ্র্যাপ সিড অয়েল মানে আঙুরের বীজের তেল,অলিভ অয়েল।বা কিছুই না পেলে নিয়ে নিন নারকেল তেল।প্রতিটা তেলই ভালো।এর মধ্যে যেকোনো অয়েলই নিতে পারেন,আপনার পছন্দ মত।

দাম ১৫০/-

কিনুন

এসেন্সিয়াল অয়েল

বেস অয়েলের পর এবার পালা এসেন্সিয়াল অয়েলের।এবার এর সাথে যোগ করতে হবে এসেন্সিয়াল অয়েল।এক্ষেত্রেও যেকোনো এসেন্সিয়াল অয়েল মেশাতেই পারেন।আপনার সুবিধা মত।ব্যাস দুটো ভালো করে মেশালেই রেডি বডি অয়েল।এখানে দেওয়া হল কিছু পদ্ধতি।তার আগে দেখে নিন একটি এসেন্সিয়াল অয়েল যা অ্যামাজন থেকে কিনতে পারেন।ডিসকাউন্টে পেয়ে যাবেন।

দাম ২৯৯/-

অফারে দাম ২০০/-

কিনুন

স্টেপ ১

দাম ১৯৯/-

কিনুন

পদ্ধতি

প্রথমে যতটা অয়েল আপনি বানাতে চান,সেই অনুযায়ী বেস অয়েল নিয়ে নিন।প্রথমে অল্প নেওয়াই ভালো।ছোট যে ১০০ গ্রাম অয়েলের বোতলগুলো হয়,সেই বোতলের হাফ বোতল তেল নিন।যেকোনো বেস অয়েল নিন আপনার পছন্দ মত।এবার এতে এসেন্সিয়াল অয়েল মেশান।এতে ১০ ফোঁটা রোজ অয়েল ও ৮ ফোঁটা জেসমিন অয়েল মেশান।ভালো করে মেশান।ব্যাস এটা এবার কোন ড্রাই ও ঠাণ্ডা জায়গায় রাখুন।ঠাণ্ডা মানে ফ্রিজে রাখতে হবে না।এমনিই কোন উঁচু জায়গায় তুলে রাখুন।এবার এই অয়েলটা হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করুন।দেখবেন মিষ্টি গন্ধের সাথে,স্কিনও হাইড্রেটেড থাকছে।

স্টেপ ২

দাম ৩৮০/-

অফারে দাম ২১৯/-

কিনুন

পদ্ধতি

এক্ষেত্রেও আপনার পছন্দমত বেস অয়েল নিয়ে নিন।ওপরে যে পরিমাণ বলা আছে সেই পরিমাণ মত।এবার এসেন্সিয়াল অয়েল মেশান।১০ ফোঁটা রোজ অয়েল ও ১০ ফোঁটা জেসমিন অয়েল মেশান।ভালো ভাবে দুটো মিশিয়ে রেখে দিন।ম্যাসাজ করে করে মাখুন।

স্টেপ ৩

দাম ২৫০/-

কিনুন

পদ্ধতি

এক্ষেত্রেও যেকোনো বেস অয়েল নিয়ে নিন।এবার এতে বিভিন্ন এসেন্সিয়াল নিয়ে,যেমন ১০ ফোঁটা স্যান্ডেল উড অয়েল,৬ ফোঁটা পিপারমেন্ট অয়েল,৫ ফোঁটা ব্ল্যাক পেপার অয়েল ও ৯ ফোঁটা দারুচিনি তেল।ভালো করে সবগুলো মেশান।ব্যাস তৈরি আপনার স্পাইসি ম্যাসাজ অয়েল।এবার এটা ভালো করে ম্যাসাজ করুন।

দাম ২২৫/-

কিনুন

তাহলে শিখিয়ে দিলাম কিভাবে বানাবেন বাড়িতে বডি অয়েল।বেস অয়েল তো দোকানে কিনতে পেয়েই যাবেন।এসেন্সিয়াল অয়েলগুলো দোকানে না পেলে,অনলাইন কিনে নিন।আর বানিয়ে ফেলুন বাড়িতেই বডি অয়েল।

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago