শীতকাল মানেই আলমারি বা আলনা সোয়েটার,চাদর,মাফলার,টুপি ইত্যাদি গরম জামাকাপড়ে ভরে যায়।বছরের বেশির ভাগ সময়টা এরা বাক্স বন্দী হয়েই থাকে,কিন্তু শীত পরতে না পরতেই এই সব সব গরম কাপড়গুলি আমাদের প্রয়োজন হয়।যেহেতু বছরের বেশির ভাগ সময়েই এই সব সোয়েটার,জ্যাকেট,চাদর ইত্যাদি বাক্সে বন্ধ অবস্থায় থাকে তাই এদের ব্যবহার করার আগে এবং শীতের শেষে ভালো করে পরিষ্কার করার প্রয়োজন।তা না হলে কিন্তু এই ধরনের পোশাক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।আপনাদের ঘরে নিশ্চয়ই এতদিনে শীতের পোশাক বেরিয়ে পড়েছে।তাই আপনি যাতে ভালোভাবে আপনার শীতবস্ত্রগুলি পরিষ্কার করে রাখতে পারেন তার জন্য কার্যকরী ৬টি টিপস থাকছে আজকের লেখায়।
আমাদের রোজকার জামাকাপড় যেমন আমরা প্রায় প্রতিদিনই ধুয়ে থাকি সেরকম ভাবে উলের সোয়েটার বা ভারী চাদর বা জ্যাকেট কিন্তু প্রতিদিন ধোয়া সম্ভব নয়।কারণ এতে তা নষ্ট হয়ে যাবার ভয় থাকে।এই পোশাকগুলি নিয়মিত একবার করে কিন্তু রোদে মেলে রাখুন।এর ফলে ঘাম বা ধুলো জমে থাকলে তা দূর হয় এবং ফাঙ্গাস জমতে পারে না।রোদ থেকে সরিয়ে নেওয়ার সময় এগুলি ঝেড়ে নিন বা হালকা করে ব্রাশ করে নিন|এতে কিন্তু আপনার শীতের পোশাকগুলি ভালো থাকে এবং পরিষ্কার থাকে।
শীতের পোশাকগুলি কিন্তু কখনই ধোয়ার সময় মেঝেতে মেরে ধোয়া উচিত নয়।খুব সাবধানে হাতে রগরে ধোয়া উচিত।কারণ বেশি মেরে পরিষ্কার করতে গেলে কিন্তু উলের জিনিসগুলি নষ্ট হয়ে যায়।তাই এগুলি সাবান জলে অনেক্ষণ ভিজিয়ে নিলেই কিন্তু এর ময়লা বেশির ভাগটাই পরিষ্কার হয়ে যায়।এর পর হালকা করে একটু হাত দিয়ে বা পা দিয়ে চেপে নিলেই কিন্তু এর ময়লা পরিষ্কার হয়ে যায়।তবে খেয়াল রাখতে হবে কোনো ভাবেই যেন এতে সাবান লেগে না থাকে।তাই জল দিয়ে বার বার করে ধুয়ে পরিষ্কার করা উচিত।ভারী উলের সোয়েটার বা চাদরের ক্ষেত্রে হালকা করে জল ঝরিয়ে তা হ্যাঙ্গারে,বিশেষ করে কাঠের হ্যাঙ্গারে মেলে দেওয়া উচিত।এতে বিশেষ করে উলের সোয়েটারের শেপ নষ্ট হয় না।
লেদারের জ্যাকেট খুব দামী হয়।তাই এই ধরনের জ্যাকেট ড্রাই ক্লিন করাই সবথেকে ভালো।তবে বাড়িতে ধুতে চাইলে সমপরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করুন।এছাড়া হালকা গরম জলে ১-২ চামচ ডিশ ওয়াশার মিশিয়ে তাতে তোয়ালে বা নরম কাপড় ভিজিয়ে লেথারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন।ধোয়া হলে তা রোদে মেলে রাখুন।এতে এই ধরনের পোশাক ভালো থাকে।
গরম কাপড়গুলি কিন্তু আপনি ড্রাইক্লিন করতে পারেন।এতে তা ভালো থাকে।তবে বাড়িতেও কিন্তু আপনি সহজেই ধুয়ে ফেলতে পারেন।তবে আমাদের রোজকার জামাকাপড় ধোয়ার জন্য আমরা যে ডিটারজেন্ট ব্যবহার করি সেগুলি কিন্তু এই ধরনের পোশাকের জন্য ঠিক নয়।ইজি বা বেবি শ্যাম্পু কিন্তু সব থেকে ভালো উপাদান আপনার শীতের পোশাকগুলি পরিষ্কার করার জন্য।মেশিনে কাচতে চাইলেও কিন্তু আপনি ইজি ব্যবহার করতেই পারেন,তবে সেক্ষেত্রে উলেন অপশনে কাচুন।
শীতের পোশাকগুলি খুব বেশি ডেলিকেট বা নরম হয়।তাই কখনই এদের গরম জলে ভিজিয়ে রাখা বা কাচার সময় গরম জল ব্যবহার করা উচিত নয়।এতে এই ধরনের পোশাক নষ্ট হয়ে যাবার ভয় থাকে।খুব বেশি ময়লা হলে হালকা গরম জলে অল্পক্ষণ ভিজিয়ে রেখে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা উচিত।
সোয়েটার বা লেদার জ্যাকেট’এ যদি কোনো রকম দাগ লেগে যায় তাহলে তা ভেজা তোয়ালে দিয়ে হালকা করে ঘষে তুলে ফেলুন।পরে তা রোদে মেলে দিলে যে কোনো ধরনের দাগ সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে।
শীতের কাপড়গুলি যেমন দেখতে সুন্দর হয় তেমনি এগুলি কিন্তু খুব ডেলিকেট হয়।তাই এই ধরনের কাপড়ের বিশেষ যত্নের প্রয়োজন হয়।শীতের শেষে যখন কাপড়গুলি তুলে রাখবেন তখন এটি অবশ্যই তা ধুয়ে রাখা উচিত।দু তিন মাসে একবার করে রোদে দিলে কিন্তু এই ধরনের পোশাকের আয়ু অনেক বেশি বেড়ে যায়।এগুলি আলমারিতে বা বাক্সে রাখার সময় কাগজে বা কাপড়ে মুড়িয়ে রাখলে তা ভালো এবং তার সাথে ন্যাপথলিন ব্যবহার করুন।এতে প্রতিবার ব্যবহার করার সময় আপনার শীতের পোশাক গুলি নতুনের মত মনে হবে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…