অনেকেই ভাবছেন শীত মানেই সুন্দর পোশাককে সোয়েটার দিয়ে ঢেকে রাখা।যতই সুন্দর পোশাক পরি না কেন,ওপরে সেই সোয়েটার তো চাপাতেই হবে।কিন্তু সামনেই আছে অফিস পার্টি কিম্বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবার প্ল্যান।আবার একটা বনভোজনের তো প্ল্যান রয়েছে।রোজকার কাজে সোয়েটার পরলেও এসব জায়গায় সোয়েটার পরতে কি ভালো লাগে? কিন্তু না পরেও তো উপায় নেই।তাহলে উপায়?আমি বলব উপায় আছে। কারণ এবছর আপনার ডিজাইনার পোশাকের মত, ডিজাইনার সোয়েটারও কিন্তু প্রচুর এসেছে।
হাল ফ্যাশানে উলের পোশাকের চাহিদা যেমন রয়েছে, তেমনই রয়েছে মিক্সের চাহিদা।উলের পোশাকেও নানারকম বাহারি ডিজাইন।এখন বিভিন্ন নেকলাইনের ডিজাইনার সোয়েটার এসেছে।রাউণ্ড থেকে হাইনেক,হাতে ও গলায় কুচি দেওয়া থেকে কোমরে বেল্ট বা টি শার্ট সোয়েটার।এছাড়াও রয়েছে স্ট্রাইপড ডিজাইন যা বেশ চলছে।হাতার ক্ষেত্রেও ফুল,হাফ বা স্লিভলেস সোয়েটারও এসে গেছে।কলার দেওয়া সোয়েটার বেশ ফ্যাশানে ইন।আর ঝুলের ক্ষেত্রে হাঁটু পর্যন্ত লম্বা সোয়েটারও বেশ চলছে। ডিজাইনেরে সঙ্গে পাল্লা দিয়ে রঙেও এসেছে বৈচিত্র্য।ফ্যাশান হাউস গুলোতে চোখ ধাঁধানো রঙ যেমন,অ্যাপেল রেড,কোবাল্ট ব্লু,মিক্স ইয়োলো,অর্কিড আরও বিভিন্ন কালারের সোয়েটার তাক লাগার মত।
অন্য বারের তুলনায় এবার রয়েছে রাউণ্ডনেকের চাহিদা।লম্বা বা ছোট ঝুলের রাউণ্ডনেক সোয়েটার রোজকার আউটফিটের জন্য পারফেক্ট। এছাড়া এরম একটা লম্বা ঝুলের রাউণ্ডনেক কিন্তু বেশ স্টাইলিশ।শীতের যে কোনো স্পেশাল প্রোগ্রাম হোক বা রোজের অফিস,দুটোতেই এটা পারফেক্ট।তবে রাউণ্ডনেকের মত ভি নেকও এখন চলছে।এগুলোর দাম ঝুলের ওপর নির্ভর করে।
স্ট্রাইপড ডিজাইনের যে কোনো পোশাক বরাবরই ফ্যাশানেবল।তাই সোয়েটারেও এখন চলে এসেছে এই ডিজাইন।বিভিন্ন কালারের স্ট্রাইপড বা সাদা কালোর ওপর স্ট্রাইপড বেশ ভালো লাগে দেখতে।হালকা শীতে পরার জন্য স্ট্রাইপড ফুলহাতা গেঞ্জি বেশ ভালো।যারা বেশ কালারফুল পোশাক পছন্দ কর,তাদের ক্ষেত্রে চারপাঁচ রঙের স্ট্রাইপড বেশ মানাবে।না হলে সাদাকালো স্ট্রাইপড তো রয়েছে।এগুলো মোটামুটি ওই ৬০০ বা ৭০০ থেকে শুরু।
বরাবরের মত এবারও রয়েছে হাইনেকের চাহিদা।বিভিন্ন ডিজাইনার হাইনেক এসেছে বাজারে।এটা শর্ট হাইনেক সোয়েটার।এরম লং হাইনেক আরও স্টাইলিশ।এবার শীতে একটু অন্যরকম স্টাইলের সন্ধানে থাকলে, লং হাইনেক সোয়েটার দেখতেই পারেন।হাঁটু পর্যন্ত লম্বা,সঙ্গে বিভিন্ন ব্রাইট কালার বেশ মানাবে।এগুলোর দামও যেমন লম্বা বা ডিজাইন এবং কোয়ালিটি হবে, সেই অনুযায়ী নির্ভর করে।
অফিসে একদিন ছাড়া রোজই ফর্মাল পরতেই হয়।মন খারাপ না করে কিনে নিন উলের কুর্তি।বিভিন্ন ডিজাইন,বিভিন্ন প্রিন্টের উলের কুর্তি এখন এসেছে মার্কেটে যে গুলোতে ফর্মাল লুকটাও বজায় থাকল,আবার স্টাইলটাও।এরম ব্ল্যাক রেডের কম্বিনেশনও কিন্তু রোজের জন্য দারুণ। দামও সাধ্যর মধ্যে।৬০০ থেকে স্টার্ট করে বিভিন্ন দামের রয়েছে।
কার্ডগান শুনে পুরনো স্টাইল মনে করার কিছু নেই।এখন বিভিন্ন স্টাইলের কার্ডগান এসেছে মার্কেটে।বিভিন্ন হাইট।তবে এরম একটা লং কার্ডগান কিন্তু দারুণ স্টাইলিশ।বন্ধুদের সঙ্গে পার্টি?জিন্স আর শর্ট টপের ওপর জাস্ট পড়ে নিন এরম একটা কার্ডগান।জাস্ট পার্টিতে ঢোকার আগে বোতামগুলো এরম খুলে রাখুন।দারুণ স্টাইলিশ লাগবে।এগুলো মোটামুটি ৭০০ বা ৮০০ থেকে শুরু।
তাহলে আজ অনেক নতুন ডিজাইনের সন্ধান দিলাম।এগুলো দেখার পর নিশ্চয়ই আর বলবেন না শীত মানেই স্টাইলের দফারফা।বরং আমি তো বলব,শীতকালই হচ্ছে নিজের স্টাইলের আদর্শ সময়।এবার আপনার পছন্দ করার পালা।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…