Most-Popular

বুড়ো আঙুলের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্বের কথা! আপনি ঠিক কেমন মানুষ!

সৃষ্টিকর্তার অমোঘ নিয়মে প্রত্যেক মানুষ নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়েই জন্মায়। এই জন্য প্রত্যেক মানুষ অন্যজনের চেয়ে আলাদা ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়। কাজেই সবার মধ্যেই এক অনন্য শ্রেষ্টত্ব নিহিত রয়েছে যা কেবল অপেক্ষায় আছে আবিষ্কারের।

যদি বলি সেটা বলে দিতে পারে আপনার বুড়ো আঙুল! চমকে যাবেন তাই না? বুড়ো আঙুল লবডঙ্কার প্রতীক হওয়া ছাড়াও আপনার ব্যক্তিত্বের অজানা বিষয়ের কথা বলে দিতে পারে অনায়াসে। বুড়ো আঙুলের আকার দেখে নিজের সাথে সাথে অপরের ব্যক্তিত্ব জেনে নিন সহজেই। কিভাবে? পড়ে দেখুন।

বুড়ো আঙুলের প্রকার:

আমাদের বুড়ো আঙুলে মোট দুটো গাঁট রয়েছে। তার উপর ভিত্তি করে তিনভাগে বুড়ো আঙুলের শ্রেণী ভাগ করা যায়।

  • প্রথম টাইপ: এই প্রকারের বুড়ো আঙুলের উপরের গাঁট বা ভাঁজের দৈর্ঘ্য নীচের গাঁটের চেয়ে বেশি হয়।
  • দ্বিতীয় টাইপ: এই প্রকারের বুড়ো আঙুল এর উপরের ও নীচের উভয়ের দৈর্ঘ্য সমান হয়।
  • তৃতীয় টাইপ: এই টাইপের আঙুলে উপরের অংশের তুলনায় নীচের পার্ট বেশি লম্বা হয়ে থাকে।

এবার ছবি অনুযায়ী মিলিয়ে নিন আপনার আঙুল কোন প্রকারের।

প্রথম টাইপ:

  • আপনার বুড়ো আঙুলের প্রকৃতি এই রকম হলে আপনার মধ্যে আত্মপ্রত্যয় ও উৎসাহের অন্ত হবেনা।
  • আপনি জীবনে খ্যাতি, সম্মান, প্রতিষ্ঠা পাবেন এবং তার জন্যে মেহেনত করতেও রাজি।
  • যেকোনো কাজে আপনাকেই সবার আগে পাওয়া যায়। তাই আপনার মধ্যে সাহসের কমতি নেই।
  • বেশ ডাকাবুকো বলেই পরিচিতি আপনার। প্রেমের ব্যাপারে তবে আপনি খুবই পজেসিভ।
  • সঙ্গীর উপর নজরদারী করতে ভালোবাসেন। ক্ষণিক এর বিরহ ও আপনার অসহ্য হয়ে ওঠে

দ্বিতীয় টাইপ:

  • আপনার বুড়ো আঙুল এই রকম হলে আপনি জীবনে আসা সমস্যা ও দুর্যোগ নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন থাকেন। চিন্তা করতে ভালোবাসেন।
  • প্ল্যানিং করা আপনার হবি, সে পড়াশোনা হোক কি হলিডে ট্রিপ।
  • মেজাজ এর ব্যাপারে শর্ট টেম্পার্ড কোনোভাবেই বলা চলে না আপনাকে। বরং কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আপনি তার সমাধান খোঁজার তাগিদ দেখান।
  • এইভাবেই জীবনে সফলতাকেও আপনি করে ফেলেন মুঠোবন্দী।
  • আবেগ চট করে আপনাকে স্পর্শ করেনা।
  • ভালোবাসার ব্যাপারেও চটজলদি কিছু করতে আপনি নারাজ।
  • প্রমান নির্ভর বিবেচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে ভালোবাসেন আপনি।

তৃতীয় টাইপ:

  • আপনার বুড়ো আঙুল এরকম হলে আপনি আপনার বন্ধু ও পরিচিত মহলে একজন ভীষণই আস্থাভাজন ও বিশ্বস্ত মানুষ।
  • সবাই নিজেদের গোপন কথা আপনার সাথে ফ্রিলি শেয়ার করে।
  • সহজেই লোকের মন জয় করে ফেলার আশ্চর্য ক্ষমতা রয়েছে আপনার মধ্যে।
  • এই জন্য আপনার জনপ্রিয়তা ও খুবই রয়েছে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতার জবাব নেই।
  • কোনো সূক্ষ জিনিস আপনার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনা।
  • যেকোনো ব্যাপারে আপনি থাকেন সজাগ।
  • প্রেমের ব্যাপারে আপনি সঙ্গীর লয়ালটি খোঁজেন এবং চান যে সেও আপনাকে যেন বোঝে।
  • তবে কম্প্রোমাইজ এর রাস্তা আপনার মোটেই নাপসন্দ।

এক নজরে বুড়ো আঙুল নিয়ে মনোগ্রাহী ইনফো:

  • বুড়ো আঙুলের মাঝের গাঁট আমাদের সাবকনসাস বা অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে।তাই এটার দৈর্ঘ্য বেশি হলে সেটা আপনার বলিষ্ঠ পার্সোনালিটির প্রতিভাষিক।
  • বুড়ো আঙুলের ঊর্ধাংশ বা যার পেছনে নখ থাকে সেটা আমাদের বিচারবুদ্ধির পরিচায়ক।এটির দৈর্ঘ্য বেশি হলে ব্যক্তির নিজের চরিত্রের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যায়।
  • বুড়ো আঙুল থেকে অন্য আঙুল গুলি যত দূরে থাকে তার ব্যক্তিত্বের গভীরতা ও প্রখরতা তত বেশি হয়। তর্জনী বৃদ্ধাঙ্গুলির থেকে ৯০° কোনে থাকলে সেই মানুষ সহজেই মানুষ এর প্রতি বিশ্বাসভাজন ও সরলমতী হয়।
  • এই কোণ ৪৫০° এর কম হলে মানুষের বোধশক্তি দুর্বল হয়ে যায়। এমনকি মানসিক দিক দিয়ে জড়বুদ্ধিসম্পন্ন হতে পারে।
  • যাদের বুড়ো আঙুল বেশি লম্বা হয় তারা হৃদয়ের থেকে মস্তিষ্কের কার্যকারিতার উপর বেশি নির্ভর করে।
  • অনুভব এর তুলনায় তাদের চালিকাশক্তি হয় বিচার ও বিশ্লেষণী ক্ষমতা।
  • আবার যাদের বুড়ো আঙুল একদম ছোট হয় তারা বদমেজাজি বা অসহিষ্ণুত হয়ে উঠতে পারে।

নাভির আকার বলে দেবে আপনি কেমন মানুষ

Biswarup Parichha

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago