Most-Popular

শ্যাম্পু করার পর আপনার চুলের ফ্রিজিনেস ম্যানেজ করবেন কীভাবে?

আপনার চুল কি ফ্রিজি? কোঁকড়ানো? কোঁকড়ানো চুলকে ম্যানেজ করা সত্যি একটু সমস্যার। আর তারপর যদি আপনি সিল্কি, স্ট্রেট, বাউন্সি চুল চান, আর তার বদলে আপনার ভাগ্যে জোটে ফ্রিজি চুল? তাহলে সত্যিই সমস্যাটা আরও খানিক গুরুতর আকার নেয় বৈকি! ভাবুন তো, শ্যাম্পু করলেন তো দিব্যি, কন্ডিশনারও লাগালেন কষে। বিকেলেই পার্টিতে যাবার কথা। কিন্তু হাজার ক্লিপ গুঁজেও আপনার অবাধ্য চুলকে কিছুতেই ম্যানেজ করতে পারলেন না! ফলে পার্টিতে যাবার আগে মুডটাই অফ! আজ তাই শুধুমাত্র আপনারই জন্য আমরা নিয়ে এসেছি শ্যাম্পু করার পর আপনার ফ্রিজি চুলকে ঘরেই ম্যানেজ করার টিপস। চটপট দেখে নিন।

চুল কেন ফ্রিজি হয়? 

ফ্রিজি চুল বা কোঁকড়ানো চুল আপনার জন্মগত হতে পারে। আবার শ্যাম্পু করার পর আপনার চুলে যদি ময়েশ্চারাইজার না থাকে, তাহলেও কিন্তু চুল ফ্রিজি হয়ে যেতে পারে। তাই আপনার ফ্রিজি চুলকে নর্মাল সিল্কি, বাউন্সি যদি বানাতে চান, তাহলে বুঝতেই পারছেন, প্রথমেই দরকার ময়েশ্চারাইজার। তাই ময়েশ্চারাইজার যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। আর যদি তাতেও সমস্যার সমাধান না হয়? তাহলে দেখে নিন ‘দাশবাসে’র স্পেশাল টোটকা!

কলা

কলা মাথায় মাখার কথা ভাবলেই বমি পাচ্ছে নাকি? কিন্তু জানেন কি, কলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল, পটাশিয়াম, কার্বোহাইড্রেট আর ভিটামিন থাকে। আর সে কারণেই কলা আপনার চুলকে ন্যাচারালি কন্ডিশনড করে সিল্কি বানাতে সাহায্য করে।

উপকরণ

কলা ১ টা, দই ১/৪ কাপ, মধু ২ চামচ, অলিভ অয়েল ২ চামচ।

পদ্ধতি

কলা ভালো করে চটকে নিন। দেখবেন ওতে যেন কোনো লাম্প না থাকে। এবার ওতে দই, মধু আর অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে চুলে আর স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন করুন, দেখবেন উপকার পাচ্ছেন।

বিয়ার 

আজ্ঞে হ্যাঁ। ঠিকই শুনছেন। বিয়ার দিয়ে চুলে শ্যাম্পু করা যে ভালো, এটা তো আপনাদের আগেই বলেছি। কিন্তু ফ্রিজি হেয়ারের টোটকায় বিয়ার? সেটাও সম্ভব। বিয়ারে এতো অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেলস, অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যে তা আপনার চুলকে আপনিই ময়েশ্চারাইজ করে।

উপকরণ

বিয়ার পরিমাণ মতো।

পদ্ধতি

চুলে বিয়ার লাগান। তারপর মিনিট পাঁচেক রেখে ঠাণ্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিন। না না, ঘন ঘন আপনাকে বিয়ার লাগাতে একদম বলছি না। কিন্তু ২ সপ্তাহে ১ বার লাগান। তফাৎ নিজেই বুঝতে পারবেন।

অ্যাভোক্যাডো

বাজারে সহজে অ্যাভোক্যাডো পাবেন না জানি। বা পেলেও তার বেশ দাম হবে। কিন্তু এতো গুচ্ছ দামী দামী ট্রিটমেন্ট তো করলেন ফ্রিজি হেয়ারকে নর্মাল করার জন্য। ফল যখন পাননি, এবার অ্যাভোক্যাডোই ব্যবহার করে দেখুন না। অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা আপনার ফ্রিজি হেয়ারকে খুব সহজেই ম্যানেজ করতে পারবে। তাছাড়া অ্যাভোক্যাডোতে থাকা ফ্যাটি অ্যাসিডও আপনার চুলে ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে।

উপকরণ

১ টা পাকা অ্যাভোক্যাডো, ১ চামচ অলিভ অয়েল।

পদ্ধতি

অ্যাভোক্যাডো ভালো করে ম্যাশ করে নিন। এরপর ওতে অলিভ অয়েল মেশান। চুলে শ্যাম্পু করার পর এটা মাথায় ভালো করে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

কার্বোনেটেড ওয়াটার

অবাক হচ্ছেন? আপনার ফ্রিজি চুলকে টাইট দিতে কার্বোনেটেড ওয়াটার কিন্তু সহজ সমাধান হতেই পারে। চাপ দিয়ে কার্বন-ডাই-অক্সাইড জলে মিশিয়ে কার্বোনেটেড ওয়াটার তৈরি হয়। এতে পি.এইচ.-এর মাত্রা কম থাকায় তা চুলের ময়েশ্চারাইজারকে নিয়ন্ত্রণও করতে পারে।

উপকরণ

কার্বোনেটেড ওয়াটার পরিমাণ মতো।

পদ্ধতি

চুলে শ্যাম্পু করার পর মাথায় কার্বোনেটেড ওয়াটার লাগিয়ে নিন। দেখবেন ইন্সট্যান্ট উপকার পাচ্ছেন!

নারকেলের দুধ

চুলে নারকেল তেল লাগিয়ে উপকার তো পেয়েছেন। কিন্তু জানেন কি, নারকেলের দুধও আপনার ফ্রিজি হেয়ারের সমস্যায় মুশকিল আসান হতে পারে। নারকেলের দুধে প্রচুর পরিমাণে প্রোটিণ থাকে, যা আপনার রাফ হেয়ারকে ম্যানেজ করতে সাহায্য করে। তবে বাজার থেকে কিনে আনা কোকোনাট মিল্ক পাওডার দিয়ে নয়, ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করুন।

উপকরণ

২ চামচ নারকেলের দুধ

পদ্ধতি

নারকেলের দুধ হালকা করে গরম করে নিন। এবার ওটা মাথায় লাগিয়ে একটা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। সারারাত রাখার পর সকালে উঠে শ্যাম্পু করে নিন। তবে হ্যাঁ। চুল শুকোনোর জন্যে কিন্তু ড্রায়ার ব্যবহার করবেন না। সপ্তাহে ২ দিন করুন। দেখবেন বাউন্সি চুল আপনার হাতের মুঠোয়।

অ্যাপল সিডার ভিনিগার

অ্যাপল সিডার ভিনিগারে থাকা অ্যাসিড কিন্তু আপনার চুলের ফ্রিজি ভাব কমাতে পারে, আর চুলকে সিল্কি, বাউন্সি নিউ লুক দিতে পারে।

উপকরণ

অ্যাপল সিডার ভিনিগার ১/৪ কাপ, জল ১/৪ কাপ।

পদ্ধতি

অ্যাপল সিডার ভিনিগারের অ্যাসিড ভাব কমানোর জন্যে ওতে জল মিশিয়ে মাথায় শ্যাম্পু করার পর দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ২ সপ্তাহে ১ বার করুন। দেখবেন আপনার চুলের সব ফ্রিজিনেস গন!

তাহলে জেনে নিলেন চুলের ফ্রিজি ভাব কমানোর জন্য ঘরোয়া টোটকা। এবার অবাধ্য চুলকে টাটা বলুন। আর চুলকে বাধ্য, শান্ত বানান। দেখবেন আপনার বন্ধুরাও কিন্তু আপনার চুলের এই নতুন রহস্য জানার জন্যে পাগল হয়ে গেছে!

https://dusbus.com/bn/lalche-chul-kalo-korar-5-ti-upay/

ইন্দ্রাণী ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago