গোল্ড ফেসিয়াল পার্লারে গিয়ে করার মত সময় ও বাজেট দুটোই কম ? তাহলে চিন্তা কি, বাড়িতেই করে নিন না গোল্ড ফেসিয়াল। জাস্ট কিনে নিন শেহনাজ হুসেনের গোল্ড ফেসিয়াল কিট।
কি ভাবছেন বাড়িতে গোল্ড ফেসিয়াল কি সম্ভব? হ্যাঁ সম্ভব। সেটাই তো শেখাচ্ছি আজ কিভাবে পর পর স্টেপ অনুযায়ী করবেন শেহনাজ হুসেনের গোল্ড ফেসিয়াল বাড়িতে।চটপট দেখে নিন।
কি কি উপকারিতা পাবেন এই গোল্ড ফেসিয়াল কিট থেকে
- স্কিন কমপ্লেকশন উন্নত করে।
- স্কিন টোন লাইট করতে সাহায্য করে।
- স্কিন ড্যামেজ বন্ধ করে।খুব রোদ থেকে যদি সান ড্যামেজও হয়ে থাকে স্কিনে,তাহলে সেটাও ঠিক করবে এই ফেসিয়াল কিট।
- স্কিনের রক্ত সঞ্চালন উন্নত করে।তার ফলে স্কিন হয়ে ওঠে গ্লোয়িং।আর গোল্ড ফেসিয়াল কিটে মুখে সোনার মত একটা আভা দেবে,এটা আর নতুন করে বলার কিছু নেই।
- স্কিনকে রিজুভিনেট করে।
- এটা অ্যান্টি-এজিং হিসাবেও কাজ করে।তার ফলে স্কিন থাকে টানটান ও সতেজ।
কিনুন
উপকরণ:
- গোল্ড ফেসিয়াল স্ক্রাব।
- গোল্ড ফেসিয়াল জেল।
- ময়েশ্চারাইজিং ক্রিম।
- গোল্ড মাস্ক।
পদ্ধতি:
স্টেপ ১
- প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে আপনার রোজের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন বা ক্লিঞ্জার ব্যবহার করলে,মুখ সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।
- কারণ মুখে ময়লা জমে থাকলে কিন্তু গোল্ড ফেসিয়াল করেও সেই গ্লোটা আসবে না। আর স্কিনের আরও ক্ষতি হবে।
- তাই আগে দরকার মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করা।
স্টেপ ২
- মুখ পরিষ্কার। এবার মুখে স্টিম নেবার পালা।বাড়িতে স্টিমার নিশ্চয়ই নেই। তাই প্রথমে একটা পাত্রে জল গরম করুন। বেশ অনেকটা গরম হয়ে গেলে নামিয়ে নিন। এবার মাথার দুপাশে কাপড় চাপা দিন।
- মুখটা পাত্রের কাছে এনে গরম ভাপটা নিন। মাথার দুপাশে কাপড় রাখলে ভালো,যাতে ভাপটা বেড়িয়ে না যায় পাশ দিয়ে। সাথে হাতে রাখুন একটা তুলোর বল।
- ভাপ নেওয়ার সাথে সাথে,তুলোর বল দিয়ে মুখ হালকা করে ঘষে নিন।
- এতে স্কিনের শুষ্ক ভাবটা যাবে এবং স্কিনের ভেতর জমে থাকা ময়লা সম্পূর্ণ পরিষ্কার হবে।
স্টেপ ৩
- অনেক গোল্ড ফেসিয়াল কিটেই গোল্ড ক্লিঞ্জার থাকে। সেটা থাকলে গোল্ড ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। নাহলে গোল্ড স্ক্রাব দিয়ে ফেসিয়াল শুরু করুন। এখানে শেহনাজের গোল্ড ফেসিয়াল স্ক্রাব আছে।
- সেটা দিয়ে মুখ স্ক্রাবিং করে নিন। স্ক্রাব একটু হাতে নিয়ে, মুখের সব জায়গায় লাগান। এবার ওটা ২ থেকে ৩ মিনিট ঘষুন। এর বেশী কিন্তু ঘষবেন না। কারণ যেকোনো স্ক্রাবই ২ থেকে ৩ মিনিটের বেশী ঘষা উচিত নয়।
- চোখের চারপাশ বাদ দিয়ে স্ক্রাবিং করবেন। ঘষা হয়ে গেলে, তারপর ভেজা কাপড় দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন।
স্টেপ ৪
- তারপর গোল্ড ময়েশ্চারাইজিং ক্রিমটা একটু নিন হাতে। পুরো মুখে ভালো করে লাগান। এবার ওই ম্যাসাজ ক্রিমটা দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করুন।
- ১০ থেকে ১২ মিনিট মত ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে তারপর ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিন।
স্টেপ ৫
- ম্যাসাজ ক্রিম দিয়ে মুখ পরিষ্কার করার পর, এবার গোল্ড জেল লাগানোর পালা।শেহনাজের গোল্ড জেল নিন হাতে একটু। তারপর পুরো মুখে ভালো করে জেলটা লাগান।
- বেশী করে লাগাবেন যাতে পুরো মুখ ভালো ভাবে কভার হয়। ভালো ভাবে মুখে জেলটা লাগিয়ে ম্যাসাজ করুন। পুরো মুখ ভালো করে ম্যাসাজ করুন। ১০ থেকে ১২ মিনিট মত ম্যাসাজ করবেন। হালকা হাতে সার্কুলার ভাবে ম্যাসাজ করুন। মানে হাতের তিনটি আঙুল একসাথে করে গোল গোল করে ম্যাসাজ করুন।
- পুরো কপাল থেকে গোল গোল করে ম্যাসাজ করে, হাত নিচের দিকে গালে নামান। গাল থেকে চোয়ালে। এরপর চোয়াল থেকে এই ভাবেই আবার হাত ওপরে উঠবে।
- ম্যাসাজ করার সময় কখনই গাল ওপর থেকে নিচের দিকে ঘষে ঘষে নামাবেন না। সবসময় গালকে নীচ থেকে ওপর দিকে তুলবেন। মানে গালের নীচ থেকে ওপরের দিকে ম্যাসাজ করবেন।
স্টেপ ৬
- এবার একদম লাস্ট স্টেপ। সেটা হল গোল্ড মাস্ক। শেহনাজের গোল্ড মাস্কটা ভালো ভাবে পুরো মুখে লাগিয়ে নিন। গলায়ও লাগাতে পারেন।
- ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।তার বেশী রাখার দরকার নেই। তারপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন ভালো করে। ব্যাস হয়ে গেল গোল্ড ফেসিয়াল।
তাহলে দেখে নিলেন তো কিভাবে করবেন বাড়িতে গোল্ড ফেসিয়াল। এবার জাস্ট একটা ফেসিয়াল কিট কেনার অপেক্ষা। শুধু শুধু পার্লারে কেন ১৫০০ টাকা খরচা করবেন একবার ফেসিয়ালের জন্য, যখন বাড়িতেই শিখে গেলেন ফেসিয়াল।