সব সিরিয়ালের মূলেই থাকে কোনো না কোনো ভালোবাসার গল্প। যেগুলো দিন থেকে রাত একদিনও মিস করেন না। তাই তো? সেই সব সিরিয়ালের বিখ্যাত জুটি! কি ভালোই না লাগে তাদের প্রেম দেখতে, তাই না? তাদের অভিনয় আমাদের এতটাই মুগ্ধ করে, ক্যামেরার সামনে ছাড়াও ক্যামেরার ওপারে তাদের জীবন আমাদের জানতে ইচ্ছা করে। বিশেষত তাদের তাদের রিয়েল লাইফ প্রেম নিয়ে প্রচুর গসিপ চলতেই থাকে। চলুন এর’মই কিছু খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের রিয়েল লাইফ প্রেম দেখে নিই।
ঋষি কৌশিক মানে আপনাদের প্রিয় ধারাবাহিক, ‘কুসুমদোলা’র হিরো। আমরা অনেক মেয়েরা আবার তাঁর হার্ট থ্রব ফ্যান। মনে মনে ভাবি, ইস! এর’ম হ্যান্ডসাম ছেলেটা যার বর হবে তার কি ভালোই না হবে! জানেন কি ইনি কার বর? সেও টেলিভিশন জগতেরই আর একজন স্টার দেবযানী। দু’জন অন স্ক্রিন সংসার না পাতলেও,অফ স্ক্রিন কিন্তু সেটা করে ফেলেছেন। বহুদিন ধরেই দু’জন দু’জনকে ডেট করছিলেন। গাঁটছড়াও বেঁধে ফেলেছেন! ঋষি কৌশিক বিবাহিত শুনে আর ভুরু কুঁচকে কি হবে? আরে হবে হবে! তোমারও এর’ম হ্যান্ডসাম বয়ফ্রেন্ড নিশ্চয়ই হবে!
‘সানন্দা’ টিভির একটি বিখ্যাত সিরিয়াল ‘সবিনয় নিবেদন’। যেটা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন আপনাদের সকলের প্রিয় পাখি, ওরফে মধুমিতা। অনেকদিন আগে এই ধারাবাহিকটিতে জয়দীপ-নয়না মানে, সৌরভ-মধুমিতার প্রেম তো অনেকেই দেখেছেন। তবে ধারাবাহিকের মত রিয়েল লাইফেও কিন্তু তাঁরা চুটিয়ে প্রেম করেছেন। আর ‘সবিনয় নিবেদন’ থেকেই সেই প্রেমের শুরু। জুটিও বেঁধে ফেলেছেন বহুদিন আগে। আরে এতেই চমকালে হবে না আরও আছে!
‘জামাই রাজা’ ধারাবাহিকটি নিশ্চয়ই দেখেছেন আর ভেবেছেন ঘরে ঘরে এর’ম জামাই হলে কি ভালোই না হত! আপনাদের সকলের প্রিয় জামাই ঈশান, ওরফে অর্জুন চক্রবর্তী শুধু জামাই না এখন তিনি বাবাও বটে বাস্তব জীবনে। তার স্ত্রী স্রীজা সেন। স্রীজা তার স্কুল জীবনের বন্ধু।
‘ইচ্ছেনদী’ ধারাবাহিকটি মনে আছে? জানি আপনার খুবই প্রিয় ধারাবাহিক ছিল। আর সেই ধারাবাহিকের মুখ্য চরিত্র ছিল মেঘলা। অল্প কয়েক দিনেই সে দর্শকের মন জয় করেছিল। অন স্ক্রিন তার গাঁটছড়া বাঁধা নিয়ে অনেক কাণ্ড হলেও, অফ স্ক্রিন কিন্তু গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছে মেঘলা ওরফে সোলাঙ্কি রায়ের। অনেকদিন ধরেই সে ডেট করছিল শাক্যকে। বহুদিনের পরিচিত এই বন্ধুর সঙ্গেই বিয়ে সেরে সংসার করছেন চুটিয়ে।
টেলিভিশন জগতের খুব পরিচিত দুটো মুখ হচ্ছে দেবলিনা দত্ত ও তথাগত মুখার্জি। বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকেই তাঁরা অভিনয় করেছেন। বহুদিন ধরেই একে অপরকে ডেট করছিলেন। এবং গাঁটছড়াও বেঁধে ফেলেছেন অনেকদিন আগে।
‘স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে খোকাবাবু অন্যতম ছিল একসময়। আর এই ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র তরী। সেও বেশ মন কেড়েছে দর্শকের। তরীও কিন্তু ক্যামেরার ওপারে ডেট করছে আরেকটি জনপ্রিয় ধারাবাহিকের হিরোকে। সেটি হল ‘স্ত্রী’। ‘জি বাংলা’র এই ধারাবাহিকের নায়কই হল তরী ওরফে তৃণার মনের মানুষ। বহুদিন ধরেই তারা একে অপরকে ডেট করছেন।
আজ এইটুকুই থাক। আস্তে আস্তে আরও প্রচুর হাঁড়ির খবর আপনাদের দিতে থাকবো। আহ! জানি তো মন ভরল না! মন ভরাতে আর কি! নিত্য নতুন ধারাবাহিক দেখুন আর অবশ্যই আমাদেরকে সঙ্গে রাখুন। না হলে এসব হাঁড়ির খবর জানবেন কি করে!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…