ফ্যাশন

সিকুইন্ড ওয়ার্ক বলিউড স্টাইল ট্রান্সপারেন্ট ১০টি শাড়ি

নায়িকাদের আছে ডিজাইনার, আর আমাদের আছে দর্জি। মনের মত পোশাক বানাতে আমাদের দর্জিই যথেষ্ট। তবে এখন অনলাইনের যুগে আমাদের পছন্দের পোশাকের জন্য শুধু দর্জির কাছে যেতে হয় না। নানা রকমের ও নানা স্টাইলের ফ্যাশান ট্রেন্ডি কাপড়-জামা অনলাইন থেকেই কিনে নেওয়া যায়। আর শাড়ির ক্ষেত্রে এ বিষয়ে আমাদের চয়েস করার সুযোগও বেশি।

বলিউড নায়িকাদের প্রায়শই দেখবেন ট্রান্সপারেন্ট শাড়ি লুকে পেপার বা ম্যাগাজিনের ফ্রন্ট পেজে উঠে আসতে। আপনি আমি কেন পিছিয়ে থাকবো! চলুন বকবকম বন্ধ করে দেখে নেওয়া যাক সিকুইন্ড ওয়ার্ক বলিউড স্টাইল ট্রান্সপারেন্ট ১০টি শাড়ি।

১. পীচ কালার নেট এম্বলিসড শাড়ি

এই শাড়ির ফ্রেব্রিক হচ্ছে নেট। পীচ রঙের উপর সুন্দর সিকুইন্ড ওয়ার্ক করা। সাথে রয়েছে ম্যাচিং ব্লাউজ পিস।

২. ব্ল্যাক পলি জর্জেট সিকুইন্ড ওয়ার্ক শাড়ি

শুভ দিনে আবার কেউ কালো পরে? এসব বাজে কথায় কান না দিয়ে আমার মত যাদের প্রিয় রঙ কালো তারা দেখে নিতে পারেন এই শাড়িটি।

৩. কোরাল কালার এম্বলিসড শাড়ি

সিফন কাপড়ের উপর ওমরে প্যাটার্নে এম্বলিসড ও সিকুইন্ড ওয়ার্ক করা। শাড়ির কালার ছবির মতই অপূর্ব সুন্দর। স্টীচড ব্লাউজ পেয়ে যাবেন এই শাড়ির সাথে। চাইলে সিল্ভার কালারের ব্লাউজ দিয়েও এটি পরতে পারেন, আরও বেশি সুন্দর দেখাবে আপনাকে।

৪. গোল্ডেন নেট সিকুইন্ড ওয়ার্ক এম্বলিসড শাড়ি

নেট সিকুইন্ড ওয়ার্ক এম্বলিসড শাড়ি এই শাড়ির রঙ খুবই আনকমন ও অভিনব।

৫. লাল এম্বলিসড পলি জর্জেট শাড়ি

লাল রঙ যাদের প্রিয় তারা জর্জেটের এই এম্বলিসড সিকুইন্ড ওয়ার্ক শাড়িটি দেখতে পারেন। নব-বধুর অষ্টমীর অঞ্জলির জন্য একদম পারফেক্ট এই শাড়ি।

৬. বেজ কালার স্টাইলিশ এম্বলিসড শাড়ি

স্টাইলিশ এম্বলিসড এই শাড়িটি ডিজাইনার শাড়ি। নবমীর রাতের সাজে সঙ্গী হতে পারে এটি।

৭. গোলাপি ও সোনালী নেট এম্বলিসড শাড়ি

ছবির মতই সুন্দর নেটের এই ট্রান্সপারেন্ট শাড়িটি। এতে জারদসি অরনামেণ্টেশানের সুন্দর নক্সা করা।

৮. হলুদ পলি জর্জেট সিকুইন্ড ওয়ার্ক শাড়ি

জরি দিয়ে বর্ডারের কাজ করা হলুদ পলি জর্জেট সিকুইন্ড ওয়ার্ক এই শাড়ি পুজোয় পরার জন্য খুবই মানানসই।

৯. মেজেন্ডা ও গোল্ড কালার এম্বলিসড শাড়ি

সাটিন কাপড়ের মেটিরিয়াল দিয়ে বানানো সুন্দর এই মেজেন্ডা ও গোল্ড কালার এম্বলিসড শাড়ি।

১০. সান সাইন এম্বলিসড বিউটিফুল শাড়ি

একেবারে বলিউডি স্টাইলের ধাঁচে তৈরি করা ট্রান্সপারেন্ট সান সাইন এম্বলিসড বিউটিফুল এই শাড়িখানা।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago