ধর্ম ও সংস্কৃতি

স্বপ্নে বাচ্চা দেখা কীসের সঙ্কেত বহন করে আনে জীবনে

স্বপ্নে আমরা অনেক সময়ে অনেক কিছু দেখে থাকি। স্বপ্ন দেখে যেমন আমরা ভয় পাই অনেক সময়ে, অনেক সময়ে আবার বেশ আনন্দও হয়, আবার কখনও কখনও আমরা সেই স্বপ্নের মানেই বুঝতে পারি না। যেমন ধরুন আপনি স্বপ্নে কোনও কুকুর দেখলেন, বা সাপ দেখলেন বা অন্য কিছু, তার অর্থ হয়তো আপনি জানেন না।

আমাদের মধ্যে আবার ভোরের স্বপ্ন নিয়ে কিছু বিশ্বাস বা সংস্কার রয়েছে। আজ আপনাদের এই লেখার মাধ্যমে জানানোর চেষ্টা করব, যদি আপনি স্বপ্নে কোনও বাচ্চা দেখেন, তাহলে তা আপনার জীবনে কী কী ঘটার ইঙ্গিত ডেকে আনতে পারে। তাহলে লেখাটি কিন্তু অতি অবশ্যই মন দিয়ে পড়বেন।

কী স্বপ্নের কী অর্থ হয়

স্বপ্নে আপনি বাচ্চা হিসেবে একজন ছেলেকে দেখলেন না মেয়েকে দেখলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায়, তেমনই আবার যে ব্যক্তি এই স্বপ্ন দেখছেন তিনি কেমন ব্যক্তি তার ওপরেও কিন্তু স্বপ্নের অর্থ পরিবর্তিত হয়ে যায়। দেখে নেওয়া যাক এবার তাহলে কোন স্বপ্ন কী সঙ্কেত বহন করছে আপনার জন্য!

  1. স্বপ্নে কোনও বাচ্চাকে দেখা মানে যিনি দেখছেন তিনি সামান্য কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন সামনে আসা দিনগুলিতে।
  2. কোনও ছোট ছেলেকে দেখলে বুঝতে হবে যিনি দেখছেন তাঁর জীবনে কোনও বিড়ম্বনা আসতে চলেছে গোপন শত্রুর হাত ধরে। সেই শত্রু হয়তো এখন বন্ধু হিসেবে আছে, আপনি চিনতে পারছেন না। কিন্তু তিনি আপনার ক্ষতি করবেন।
  3. যিনি স্বপ্ন দেখছেন তিনি যদি পুরুষ হন ও তিনি নিজেকে শিশু হিসেবে দেখেন মানে নিজের বাচ্চাবেলার কিছু স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন তাঁর আত্মমর্যাদাবোধ লোপ পাবে এবং চক্ষুলজ্জার কথা মাথায় না রেখেই তিনি কিছু কাজ করে বসবেন যা সম্মানহানি ঘটাবে।
  4. আপনি যদি দেখেন আপনি কোনও বাচ্চাকে কোলে নিচ্ছেন তাহলে বুঝবেন আপনি অচিরেই সম্পদশালী হবেন, সরকারী কোনও কাজের তদবির পেতে পারেন যা আপনার জন্য লাভদায়ক হবে।
  5. আপনি যদি দেখেন আপনার সদ্য সন্তান হয়েছে তাহলেও বুঝবেন আপনার জীবনে চিন্তা করার মতো কিছু ঘটনা ঘটতে চলেছে। এর পাশাপাশি আপনি মান-সম্মানের অধিকারীও হবেন।
  6. আপনি যদি স্বপ্নে দেখেন আপনি একটি বাচ্চাকে সাদা জামা বা কিছু পরাচ্ছেন বা সে নিজে সাদা কিছু পরে আছে তাহলে বুঝবেন আপনি জীবনে স্বাধীনচেতা একজন মহিলাকে বিবাহ করতে পারেন।
  7. স্বপ্নে ছোট মেয়ে দেখলে স্বপ্ন যিনি দেখছেন তিনি প্রভূত ধন-সম্পদ পাবেন আর চিন্তা মুক্ত হতে পারবেন। এই স্বপ্ন সার্বিক মঙ্গল ডেকে আনতে পারে। বিশেষ করে দরিদ্র লোকের জন্য এই স্বপ্ন বেশ মঙ্গলজনক।
  8. অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে কোনও বাচ্চা মেয়েকে বহন করতে দেখে তাহলে তিনি অচিরেই সেই রোগ থেকে মুক্তি পাবেন।
  9. ঋণগ্রস্থ ব্যক্তি যদি স্বপ্নে কোনও বাচ্চা মেয়েকে দেখেন তাহলে ধরা হয় তিনি খুব তাড়াতাড়ি সব ঋণ শোধ করতে পারবেন, দুশ্চিন্তা মুক্ত হবেন ও খুব সুন্দর আর স্বচ্ছলভাবে জীবন কাটাবেন।
  10. স্বপ্নে আপনি যদি দেখেন আপনি একটি অসুস্থ বাচ্চা মেয়েকে কোলে নিচ্ছেন, তাহলে এই স্বপ্ন কিছু আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আপনি কোনও খারাপ খবর পেতে পারেন।
  11. কোনও বেকার ব্যক্তি মানে যিনি চাকরি পাননি, তিনি যদি দেখেন তিনি একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়েছেন তাহলে খুব তাড়াতাড়িই তিনি তাঁর যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন আর স্বচ্ছলতায় তাঁর জীবন ভরে যাবে। আর কোনও ব্যবসায়ী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সেই ব্যবসায়ী ব্যবসায়ে খুব উন্নতি করবেন আর অনেক লাভ হবে তাঁর।
  12. কোনও অবিবাহিত মহিলা যদি দেখেন তিনি সন্তান প্রসব করছেন তাহলে ধরতে হবে তিনি খুব শীঘ্রই বিবাহিত হবেন আর তাঁর স্বামী একজন সৎ, ভালো মনের মানুষ হবেন।
  13. স্বপ্নে বাচ্চার কান্নার আওয়াজ শোনা মানে আপনি যে কাজটি করতে চলেছেন সেটি সফল হবেই।
  14. গর্ভাবস্থা ছাড়া সাধারণ সময়ে স্বপ্নে আপনি যদি মৃত সন্তান প্রসব করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি কোনও জটিল, খারাপ পাপ কাজে লিপ্ত হয়ে পড়বেন যা আপনার বিপদ ডেকে আনবে। আর গর্ভাবস্থায় মৃত সন্তান প্রসব করছেন দেখা মানে আপনার সন্তান সুস্থ ভাবে ভূমিষ্ঠ হবে আর সব চিন্তা দূর হবে।
  15. স্বপ্নে বিকলাঙ্গ শিশু দেখলে তা যেমন মানসিক অশান্তি ডেকে আনতে পারে, তেমনই তা আর্থিক অনটনের ইঙ্গিতও দেয়।
অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago