Most-Popular

শাড়ির যত্ন নিন ঘরোয়া কয়েকটি উপায়ে

আপনার আলমারিটি নিশ্চয়ই শাড়ি দিয়ে ভর্তি! তবে শুধু শাড়ি কিনে আলমারিতে ভরলেই হবে? যে শাড়ি নারীকে সুন্দর বানায় সেই শাড়িরও তো যথোপযুক্ত সম্মান থুড়ি যত্ন দরকার| আপনি আলমারিতে শাড়ি রেখে ভাবছেন শাড়ি আপনার ভালই থাকবে। কিন্তু আলমারির ভেতরেও যদি ঠিক মত না রাখা হয় তাহলেও কিন্তু আপনার শাড়ি নষ্ট হয়ে যেতে পারে| জানেন কি আমার দিদিমা, ঠাকুমার শাড়ি কিন্তু এখনও আমার কাছে যত্নে এবং একেবারে নতুন অবস্থায় আছে!

ভাবছেন মিথ্যে বলছি, একেবারেই না। ভাবলাম আজকে এই সিক্রেট আপনাদের সাথেও শেয়ার করি| কারণ আপনার শাড়িগুলি যে আপনার কাছে কত প্রিয় তা আমি খুব ভালো করেই জানি| তাই বাড়িতে শাড়ির যত্ন কীভাবে নেবেন তার কিছু টিপস রইলো আপনাদের জন্য|

শাড়ি খারাপ হওয়ার কারণ

শাড়ির যত্ন ঠিক মত না নিলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়| যেমন, বর্ষাকালে শাড়িতে ফাঙ্গাস হয়ে যায়, ভাঁজে ভাঁজ পরে শাড়ি ছিঁড়ে যায়, অনেক সময় অনেকদিন ধরে একভাবে থাকতে থাকতে শাড়ির রঙও নষ্ট হয়ে যায়|

তাহলে উপায়?

শাড়ির ধরণ যেমন আলাদা, তেমনি তার যত্নের ধরণও কিন্তু আলাদা| তবে ঘাবড়ানোর মতো কিছুই নেই। খুব সহজেই আপনি আপনার শাড়ির যত্ন বাড়িতেই করে ফেলতে পারবেন|

১. সুতির শাড়ির যত্ন

সুতির শাড়ির কিন্তু বেশ একটা আঁতেল আঁতেল ভাব আছে| কিন্তু তা ম্যাড়মেড়ে হয়ে গেলে সব কায়দাই শেষ! তাই সুতির শাড়ির রঙ এবং কাপড় যাতে একেবারে কড়কড়ে থাকে তা কিন্তু খুব জরুরি|

পদ্ধতি

১. যেহেতু এই শাড়ি বাড়িতেই ধুয়ে ফেলা যায় তাই প্রথম বার যখন শাড়ি ধোবেন তখন উষ্ণ গরম জলে খানিকটা বিট লবণ মিশিয়ে ১৫-২০ মিনিট শাড়িটি ভিজিয়ে রাখবেন| এতে শাড়ির রঙটি একেবারে পাকা থাকবে পরবর্তীকালে বারবার ধোবার পরেও|

২. ঘেমে নেয়ে বাড়ি এসে যদি শাড়ি ধুতে না ইচ্ছে করে তাহলে জলে অল্প রিঠা মিশিয়ে শাড়ি কিছুক্ষণ ভিজিয়ে মেলে দিন| এতে শাড়ি অনেকদিন অবধি ফ্রেশ এবং দীর্ঘজীবি হয়|

৩. সুতির শাড়ি প্রতিবার ধুতে যাওয়ার সময় অবশ্যই তাতে হালকা করে মাড় দেওয়া জরুরী| এছাড়া সুতির শাড়ি প্রতিবার পরার পর যদি আয়রণ করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে আলমারিতে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকদিন অবধি আপনার শাড়ি ভালো থাকবে|

২. শাড়ি যদি হয় সিল্কের

সিল্কের শাড়ির কিন্তু অভিজাত্যই আলাদা| এই আভিজাত্যে যাতে কোনো দাগ-ছোপ না পড়ে সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া উচিত|

পদ্ধতি

১. সিল্কের শাড়ি কোনো ভাবেই মেটালের হ্যাঙ্গারে ঝোলানো উচিত নয়| এতে শাড়িতে মরচের দাগ পড়ে যেতে পারে|

২. বাড়িতে না ধুয়ে ড্রাই ওয়াশ-ই বেস্ট অপশন|

৩. সিল্কের শাড়িগুলিকে মাঝে মাঝেই বাইরে বের করে ছায়ায় রাখা উচিত| এতে শাড়িতে ফাঙ্গাস বা বাজে গন্ধ বেরোবে না|

৪. সিল্কের শাড়ি মাঝে মাঝেই ভাঁজ পাল্টে সুতির কাপড়ে মুড়িয়ে সরাসরি আলমারির শেল্ফে রাখলে তা বেশী ভালো থাকবে| এছাড়া আলমারিতে ন্যাপথলিন রাখলে ভালো তবে তা সরাসরি শাড়ির সাথে না রেখে অন্য কোথাও রাখলেই ভালো|

৩. এমব্রয়ডারি বা জরির কাজ করা জর্জেট বা সিল্কের শাড়ির যত্ন

এরকম শাড়ি সবার একটা বা দুটো থাকে| তাই এদের খেয়াল একটু বেশী করেই রাখা ভালো|

পদ্ধতি

১. এই শাড়ি যেহেতু বেশী কাজ বা জরির ভারে ভারী হয় তাই এদের কোনো ভাবেই হ্যাঙ্গারে না রেখে মলমলের কাপড়ে মুড়িয়ে আলমারির তাকে রাখলে সব থেকে বেশী ভালো থাকে| বিশেষ করে এর জরির পাড়গুলি যেন মলমলে মোড়ানো থাকে|

২. ২-৩ মাস অন্তর এই শাড়িগুলি খুলে নতুন করে ভাঁজ করা প্রয়োজন। না হলে জর্জেট এবং সিল্ক দুইয়েরি ছিঁড়ে যাবার ভয় থাকে| মনে রাখবেন এর জরির পাড় বা কাজ করা অংশ যেন ভাঁজের ভেতরের দিকে থাকে|

৩. এই ধরণের শাড়িগুলি যদি আপনি বাড়িতে আয়রণ করতে চান তাহলে শাড়ির ওপর কোনো নরম সুতির কাপড় রেখে তার ওপর দিয়ে আয়রণ করা উচিত|

শাড়ি পরে শুধু স্টাইল করলে আর শাড়ির যত্ন না নিলে কিন্তু দ্বিতীয় বার আর স্টাইল ঠিক জমবে না| বারে বারে যাতে শাড়িতে আপনি সুন্দরী নারী হয়ে উঠতে পারেন তার জন্য এখন থেকেই আমার কথা মতো শাড়ির যত্নে লেগে পড়ুন আর শাড়িতেই হয়ে উঠুন অনন্যা!

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago