হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আর তার পরই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো হল বাঙালির ভ্যালেন্টাইনস ডে। আর এই বিশেষ দিনে নিজেকে সুন্দর দেখাতে আজ থেকেই বাড়িতে ট্রাই করুন এই ২ ধরণের হোম মেড ফেসিয়াল। তাহলে আর অপেক্ষা না করে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে করবেন এই ফেসিয়াল।
ফেসিয়ালের ক্ষেত্রে ফেস স্ক্রাবিং করাটা খুবই জরুরী আর ঘরে বসে স্ক্রাব বানাতে যা যা প্রয়োজন তা হল-
প্রত্যেকটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়েই স্ক্রাবটি সারা মুখে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনার ফিঙ্গার টিপের সাহায্যে আপওয়ার্ড মোশন অর্থাৎ নীচ থেকে ওপরের দিকে মাসাজ করে নিন। এতে করে আপনার ত্বক ঝুলে যাবে না।এইভাবে মিনিট পাঁচেক মাসাজ করার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন।
দাঁড়ান দাঁড়ার এখানেই শেষ নয়। যে গোলাপের পাপড়ি গুঁড়ো আপনারা প্যাকে ব্যবহার করলেন এবার সেই গোলাপের পাপড়ির সঙ্গে মিশিয়ে নিন কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এবার সেই মিশ্রণটা গোটা মুখে অ্যাপ্লাই করে নিন।
এটি একটি ঘরোয়া, চটজলদি এবং অন্যতম সহজ প্যাক, এটা কেবল সরস্বতী পুজো বলে নয়, যেকোনও সময় আপনারা ব্যবহার করতে পারেন। প্যাকটা এইভাবে ২০মিনিট রাখুন, তবে ত্বকে টান অনুভব করলে তার আগেও ধুয়ে নিতে পারেন।
প্যাক লাগানোর পর ত্বকে আপনার পছন্দসই টোনার অ্যাপ্লাই করতে পারেন। চাইলে আপনারা গোলাপজলও ব্যবহার করতে পারেন। গোলাপের মধ্যে থাকে ভরপুর ভিটামিন সি, যা ত্বতের জন্য খুবই প্রয়োজনীয়, যাদের ব়্যাশ-ব্রণ-এর সমস্যা লেগেই থাকে অর্থাৎ যাদের অত্যন্ত সেনসিটিভ স্কিন তারা এটি অবশ্যই ট্রাই করুন।
সরস্বতী পুজো এবছর মাঘ মাসে না পড়লেও প্রকৃতি থেকে শীত কিন্তু এখনও বিদায় নেয়নি। এইসময় ত্বকের চাই বিশেষ যত্ন, আর সরস্বতী পুজোর আগে এই রেমিডি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এর জন্য লাগবে-
এই সবকটা উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে অ্যাপ্লাই করুন এবং ২০মিনিট পর্যন্ত রেখে দিন। এরপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। ঠাকুমা-দিদিমার আমল থেকে চালের গুঁড়ো, টকদই রূপচর্চার অন্যতম অঙ্গ হিসাবে কাজ করে আসছে। আর এই ফর্মুলায় একটু টুইস্ট আনতে পারে কফি পাউডার। কফির মধ্যে থাকা ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
শুধু তাই নয় যাদের অ্যাকনে-প্রো স্কিন, বা যাদের অত্যন্ত ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তারা অবশ্যই ঘরোয়া স্কিনকেয়ার রেমিডি-তে কফি যোগ করুন। পাশাপাশি টকদইতে রয়েছে ভরপুর ল্যাকটিক অ্যাসিড অবং হাইড্রক্সি অ্যাসিড, যা মৃত কোষকে দূরে সরাতে বিশেষভাবে কার্যকরী। শুধু তাই নয় দইতে রয়েছে ক্যালসিয়াম, যা ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায় এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
কেবল ত্বকের যত্ন নিলেই হবে না বন্ধু, আপনার ঠোঁটদুটিকেও করে তুলতে হবে লাল টুকটুকে। আর এর জন্য লিপ স্ক্রাব করাটা খুবই প্রয়োজন। আর কম সময়ে সহজ উপকরণে লিপ স্ক্রাব করার জন্য আপনারা বেছে নিতে পারেন মধু-চিনির লিপ স্ক্রাব।
এর জন্য একটি পাত্রে এক চা চামচ মধুর সঙ্গে ২ চা-চামচ চিনি মিশিয়ে নিন। এবার আঙুলের সাহায্যে স্ক্রাবটা ঠোঁটে অ্যাপ্লাই করে হালকা হাতে রাবিং করতে থাকুন,মাত্রাতিরিক্ত চাপ দেবেন না। এইভাবে আগামী এক সপ্তাহ করার পরই আপনারা ফল পাবেন হাতেনাতে।
ব্যাস বন্ধুরা, তাহলে বুঝে গেলেন তো, যে কীভাবে মাত্র এক সপ্তাহের মধ্যে সহজ কিছু হোম রেমিডির সাহায্যে পেয়ে যেতে পারেন, সুস্থ সুন্দর ও জেল্লাদার ত্বক। তাহলে আর অপেক্ষা না করে আজ থেকেই শুরু করে দিন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
আমার মুখে মাঝে মাঝে একটা একটা আছিল দেখা যাই থুজা হোমিওপ্যাথি খাই ভালহয় কিন্তু আবারকিছুদিন পর অন্য জায়গায় বোরোই কোনো একটা টোটকা বলুন না তাহলে খুব উপকার হয়