সালোয়ার কামিজ সাধারণত আজকাল রেডিমেড খুব কম মহিলায়ই পরেন। কারন মনের মত ডিজাইনে পাওয়া সব সময় সম্ভব হয় না। তাই যারা কাপড় কিনে দর্জি দিয়ে বানানোর দলে, তাদের জন্য কিছু নজরকারা গলার ডিজাইন আজ রয়েছে। পছন্দ মত বানাতে পারবেন।
সিম্পল দেখতে হলেও খুব ক্লাসি একটা লুক দেবে আপনার সালোয়ার কামিজকে। এরকম স্টাইলে সামনের ডিজাইন বানাতে পারেন। হাতা ফুল, স্লিভ ইচ্ছে মত হতে পারে।
গলার ডিজাইন এত ইউনিক যে, গলায় আলাদা করে কোন গয়না পরার দরকার নেই। এরকম ডিজাইন বানালে অবশ্যই সিল্ক, সিফন, মসৃণ কাপড়ে বানাবেন। সুতির কাপড়ে বেশি মানাবে না।
স্টাইল ও ক্লাস দুই পাবেন এই ডিজাইনে। একরঙের কাপড়ে এই গলা দারুন দেখতে লাগে। এরকম ডিজাইনের সাথে গলায় চোকার জাতীয় নেকলেস বেশি পারফেক্ট দেখতে হয়।
কাপড়ের সাথে ম্যাচ করে নেট লাগাবেন অবশ্যই। আর ছোট ছোট মুক্ত দিয়ে গলার এরকম সুন্দর কাজ করতে ভুলবেন না। এটি এই ডিজাইনের মূল সৌন্দর্য।
গলার কাট গোল আকারে খুবই ছোট হবে ও সাইডে ছোট কাট থাকবে যা একটি মাত্র বোতামের সাহায্যে আটকাবে। পছন্দ হলে বানিয়ে নিন জলদি অন্য কেউ বানানোর আগে।
সাধারণত সবাই ব্যাক সাইডে দড়ি বাঁধার স্টাইল ফলো করে। কিন্তু সামনেও এটি অসাধারণ দেখতে লাগে। ছবি দেখিয়ে দর্জিকে দিয়ে বানিয়ে নিন একটা এরকম সালোয়ার কামিজ।
এম্বয়ডারি কাপড়ের সালোয়ার যদি বানানোর কথা ভাবছেন তাহলে এরকম গলা অবশ্যই বানাবেন। আলাদা আভিজাত্য রয়েছে এতে।
রোজকার কলেজ, অফিসে পরার সালোয়ারে এই ডিজাইন খুবই আনকম। আপনি এরকম একটা বানিয়ে নিন। সিম্পল কিন্তু ক্লাসি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Daruun design
Thank You.