Most-Popular

‘স’ বা ‘S’ অক্ষর দিয়ে অর্থসহ ২৫টি কন্যা সন্তানের নাম

সন্তান নিয়ে প্রত্যেকেরই নানান রকম আশা আকাঙ্ক্ষা থাকে। অনেকে ভাবেন সন্তানের নামে নতুনত্ব রাখবেন, নতুন কিছু নাম রাখতে গিয়ে সবাই অভিধান খোঁজেন। আবার অনেকে পরিবারের ঐতিহ্য মেনে বা স্বামী-স্ত্রীর নামের আদ্যক্ষর মেনে সন্তানের নাম ‘স’ বা ইংরেজির ‘S’ দিয়ে রাখতে চান।

এখন ‘স’ দিয়ে ইউনিক নাম খুঁজতে গিয়ে সকলেরই নাজেহাল দশা হয়। তাই বন্ধুরা আপনাদের মুশকিল আসান করতে আজ আমি হাজির। আজ আমি কন্যা সন্তানের কতগুলো অভিনব নাম ও তাদের নামের চমৎকৃত অর্থের কথা বলব। চলুন জেনে নিন বাংলার স বা ইংরেজির S দিয়ে শুরু ২৫টি নতুন নাম যা আপনার কন্যা সন্তানের নাম রাখতে আপনাকে সাহায্য করবে।

১. সৃজা

আপনার কন্যা সন্তানের নাম ‘সৃজা’ রাখতে পারেন। এই নামের অর্থ হলো যিনি সৃষ্টি করেন। এই নামের আরও একটি অর্থ আছে তা হলো দেবী লক্ষী।

২. স্বস্তিকা

আপনার ফুটফুটে কন্যা সন্তানের নাম স্বস্তিকা রাখতে পারেন। এই নামের অর্থ হল যিনি কল্যাণ করেন, এই নামের আরো একটি অর্থ আছে তা হলো শুভ।

৩. সমর্পিতা

কন্যা সন্তানের এই নামটি রাখলে সন্তানের ওপর ভগবানের আশীর্বাদ সব সময় বর্ষিত হবে। কারণ এই নামের অর্থই হল ‘ঈশ্বরের দান’‌। ঈশ্বরের প্রতি যিনি সমর্পিত, তিনিই সমর্পিতা।

৪. সুলগ্না

এই নামটিও সচরাচর খুব একটা শোনা যায় না। এই নামটির অর্থ হল শুভ বা ভালো সময়। আপনার সদ্যোজাত কন্যা সন্তানের জন্য এই নাম শুভ সময়ের আগমন বার্তা নিয়ে আসতে পারে।

৫. সুবর্ণা

এই নামের অর্থটি ভীষণ সুন্দর। এই নামের অর্থ হল সুন্দর বর্ণ যুক্তা।

৬. সৌরভী

ছেলেদের মধ্যে প্রায়ই সৌরভ নামটা শোনা গেলেও মেয়েদের মধ্যে সৌরভী নামটি ভীষণ আনকমন। এই নামের অর্থটি ও খুব সুন্দর। এই নামের অর্থ হলো সুবাসিনী অর্থাৎ সুগন্ধযুক্তা।

৭. সংস্কৃতি

এই নামের মধ্য দিয়ে শিক্ষা ও বিদ্যাবুদ্ধির উৎকর্ষ কে বোঝায়। আপনার সদ্যোজাত ফুটফুটে কন্যা সন্তানের নাম যদি সংস্কৃতি রাখেন তবে সেটা অবশ্য‌ই একটা অভিনব ব্যাপার হবে।

৮. সুরভী

পুরাণে বর্ণিত কামধেনুর নাম হল সুরভী। এই নামের একটি অর্থ‌ও আছে তা হল সুগন্ধযুক্তা। আপনি অনায়াসে আপনার কন্যা সন্তানের জন্য এই নামটি রাখতে পারেন।

৯. সুনন্দা

যিনি সবসময় আনন্দে থাকেন তাকে বলা হয় সুনন্দা। হ্যাঁ এই নামের অর্থ‌ই হল আনন্দময়ী। এছাড়া এই নামের অর্থ হল সুন্দর স্বভাবের নারী।

১০. সুকৃতি

আপনার মেয়ের যদি অভিনব একটি নাম রাখতে চান তবে সুকৃতি নামটি রাখতেই পারেন। এই নামের অর্থ হল সৎ কর্মকারিণী।

১১. সুহাসিনী

কন্যা সন্তানের নাম হিসেবে এই নামটি ভীষণ রকম অপ্রচলিত একটি নাম। এই নামের অর্থটি ও ভীষণ সুন্দর। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুহাসিনী।

১২. সংবৃতি

‘স’ দিয়ে যতগুলি নাম আছে, তার মধ্যে এই নামটি অত্যন্ত সুন্দর এবং অভিনব একটি নাম। এই নামের অর্থ হলো আবরণ। সদ্যোজাত কন্যা সন্তানের জন্য যদি আপনি এই নামটি রাখেন তাহলে সেটা অবশ্যই অভিনব হবে।

১৩. সংযুক্তা

সবকিছু মিলে যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় সংযুক্তা অর্থাৎ সংযোগ বিশিষ্ট। সন্তান সব সময় পিতা-মাতার সঙ্গে সংযোগ বিশিষ্ট হয়, তাই সেই দিক থেকে কন্যা সন্তানের জন্য এই নামটি ভীষণভাবে পার্ফেক্ট।

১৪.সানভী

অত্যন্ত অভিনব এই নাম সানভী, যা সচরাচর শোনা যায় না। এই নামের অর্থ গুলি খুব সুন্দর। একের অধিক অর্থ আছে এই নামের। সানভী শব্দের অর্থ হলো আকর্ষণীয়, অপূর্ব। একই সাথে এই শব্দের অর্থ হলো দেবী লক্ষ্মী ও পার্বতী। বলা হয় যে কোন নারী লক্ষ্মী ও পার্বতীর মিলিত রূপ তাই কন্যা সন্তানের জন্য চোখ বুজে এই নাম রাখা যায়।

১৫. সোনাল

সন্তান পুত্র হোক বা কন্যা পিতা-মাতার কাছে সে সবসময় স্বর্ণের মতো দামি। সমাজকে এই সচেতন বার্তা দিয়ে দিন কন্যা সন্তানের নামের মধ্যে দিয়েই, নাম রাখুন সোনাল। এই নামের অর্থ হলো স্বর্ণ সমান মূল্যবান।

১৬. সর্বজয়া

দেবশ্রী রায় অভিনীত সাম্প্রতিক কালে জি বাংলার একটি ধারাবাহিকের নাম সর্বজয়া। এই নামের অর্থ হল যিনি সবকিছুকে জয় করেন।

১৭. সুতনু

কন্যা সন্তানের জন্য সুতনু নাম টি রাখতেই পারেন। এই নামের অর্থ হলো সুন্দর দেহের অধিকারিণী।

১৮. স্বাতী

স্বাতী একটি নক্ষত্র বিশেষ। এছাড়া এই নামের অর্থ হলো আকাশ থেকে সমুদ্রে পড়া বৃষ্টিপাতের প্রথম ফোটা যা মুক্তোতে পরিণত হয়।

১৯. সৌদামিনী

সৌদামিনীর অর্থ হল বিদ্যুৎ আর বিদ্যুৎ মাত্রই আলোকচ্ছটা। এই নামের মধ্যে দিয়ে আপনার সন্তানের মধ্যে এক অনন্য ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে।

২০. সঙ্ঘমিত্রা

কন্যা সন্তানের জন্য এই নামটি রাখতেই পারেন। এই নামটি বহু পুরনো হলেও এই নামের অর্থটি কিন্তু খুব সুন্দর। এই নামের অর্থ হলো যে নারী খুব সহজেই সমাজের সকল স্তরের মানুষের বন্ধু হয়ে উঠতে পারেন।

২১. সৌম্যা

এই নামটিও মেয়েদের ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করা যায় না। আপনার কন্যা সন্তানের জন্য এই নামটি রাখতেই পারেন। এই নামের অর্থ শান্ত ও সুন্দর।

২২. সোহানা

মেয়ে মাত্রই সুন্দর, সে শ্যামবর্ণা‌ই হোক অথবা গৌরবর্ণা, তাই আপনার মেয়ের জন্য ‘সোহানা’ নামটি রাখতে পারেন। এই শব্দের অর্থ হলো সুতনু অর্থাৎ যিনি সুন্দর চেহারার অধিকারিণী।

২৩.সিন্ধুজা

মেয়েদের ক্ষেত্রে এই নামটি খুব একটা শোনা যায় না। আপনার সদ্যজাতের ক্ষেত্রে এই নামটি রাখলে বেশ অন্যরকম শোনাবে। সিন্ধুজা নামের অর্থ হল সমুদ্র কন্যা।

২৪. স্রিয়া

এটি ভীষণ ছোট এবং অভিনব একটি নাম। স্রিয়া নামের অর্থ হলো শুভ চিন্তা ও বুদ্ধির সমাহার।

২৫. সুহী

কন্যা সন্তানের ক্ষেত্রে আপনি এই নামটিও রাখতে পারেন। এই নাম যেমন ছোট তেমনি এই নামের অর্থ‌ও ভীষণ আকর্ষণীয়। এই নামের অর্থ হলো সততার প্রতীক। সুহী নামের আরও একটি মিষ্টি অর্থ আছে সেটি হল চন্দ্রালোক। সূর্যের প্রখর ছটা নয় চন্দ্রের মিষ্টি আলোর মতো আপনার ফুটফুটে সন্তানের জন্য এই নামটি রাখতেই পারেন।

Sangita Chowdhury

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago