Personal Care

গোলাপজলের ১০টি উপকারিতা

আমাদের রোজকার ব্যস্ত জীবনে নিজেকে সুন্দর দেখতে আমরা সবাই চাই। কিন্তু ত্বকের যত্ন করতে প্রায় ভুলেই যাই।সময়ের অভাবে।কিন্তু তার জন্যই ত্বকের নানান সমস্যায় ভুগতে হয়।আর এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়।আজ বলব এমন কিছু সমাধান যা মিনিটের মধ্যেই আপনার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করবে।গোলাপ জলের নাম তো সবাই জানি কিন্তু আসলে গোলাপ জল ঠিক কিভাবে সাহায্য করে আসুন দেখে নেওয়া যাক।

গোলাপ জলের ব্যবহার কমবেশি আমরা সবাই করি বা করেছি কখনো না কখনো।গোলাপজল ত্বকের সমস্যা থেকে মুক্তিতো দেয়ই এছাড়া গ্লোয়িং এবং হেলদি্ রাখতেও ভীষন ভাবে সাহায্য করে।

১. গোলাপজল টোনারের কাজ করে 

গোলাপজলকে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন এটি ত্বকের পিএইচ ভারসাম্য কে ঠিক রাখে। ফেসিয়ালের সময় ব্যবহার করুন ব্রন কমে যাবে এবং ব্রন ওঠাও কমবে। এবং ফেসিয়ালের পর যদি মুখে ফুসকুড়ি হয় তাহলে গোলাপজল লাগিয়ে নিন কমে যাবে।

২. গোলাপজল ও তৈলাক্ত ত্বক 

তৈলাক্ত ত্বকের সমস্যা অনেকেরই আছে এর ফলে নানান সমস্যায় পড়তে হয়।অনেক কিছু করেও অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করা যায়না।এই অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করুন গোলাপজল অনেকটাই মুক্তি পাবেন।গোলাপজল অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে আর ত্বকের ছিদ্র গুলিকে প্রয়োজন মত খুলে দেয় যার ফলে বাতাস চলাচল করতে পারে।

৩. গোলাপজল ও ক্লিনজার 

টোনারের সঙ্গে ক্লিনজার হিসাবেও খুব ভালো কাজ করে গোলাপজল।ফেসওয়াশ দিয়ে মেকআপ তোলার পরিবর্তে গোলাপজল ব্যবহার করুন এতে সুন্দর ভাবে মেকআপ উঠে যায় আর ত্বক নরমও থাকে।এছাড়াও মুখে জমে থাকা ময়লা যেগুলো সাধারণ ভাবে ওঠেনা সেগুলোকে গোলাপজল খুব সুন্দর ভাবে তুলে ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। হেলদি্ স্কিনের জন্য সবথেকে আগে দরকার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার রাখা।এই ময়লা জমে নানারকম সমস্যা আসতে থাকে তাই স্কিনকে আগে পরিষ্কার করুন গোলাপজল দিয়ে।

৪.গোলাপজল ক্লান্তি দূর করে 

অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগে? এতেও ব্যবহার করুন গোলাপজল।স্নানের জলে একটু গোলাপজল মিশিয়ে স্নান করুন দেখবেন অনেক ফ্রেশ লাগছে।এতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীর ও মনের ক্লান্তি দূর করে এক সতেজ অনুভূতি দেয়।

৫. গোলাপজল ও ত্বকের সমস্যা 

গোলাপজলে রয়েছে অ্যাণ্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বককে সুন্দর রাখার পাশপাশি ত্বকের বিভিন্ন রোগ যেমন ডারমাটাইটিস এর মত রোগ সারাতে সাহায্য করে।

৬. গোলাপজল ও বিভিন্ন দাগ 

এছাড়াও ব্রন বা অন্যান্য ফুসকুড়ি, বিভিন্ন দাগ, ত্বক ফেটে যাওয়া, ডার্ক সার্কেলের মত সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করে।

৭. গোলাপজল ঘুমোতে সাহায্য করে

আপনার কি ঘুমের সমস্যা আছে? কিছুতেই ভালো ঘুম হয়না? আর ওষুধ খেতেও ভালো লাগেনা? তাহলেও ব্যবহার করুন গোলাপজল। বালিশে কয়েকফোঁটা গোলাপজল দিন এর মিষ্টি সুবাস আপনার মেজাজ ফুরফুরে করে আপনকে ভালো ঘুমোতে সাহায্য করে।

৮. গোলাপজল ও শুষ্ক ত্বক  

ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে বা শুষ্ক ত্বক? চিন্তা নেই লাগান গোলাপজল এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ফলে ত্বক তার নিজের আদ্রতা ফিরে পায়। আপনার ত্বক হয়ে উঠবে দারুণ মসৃণ।

৯. গোলাপজল ও অন্যান্য সমস্যা 

ছেলেদের শেভিং করার পর ত্বক শুষ্ক,লাল হয়ে যায়।অনেক সময় চুলকানি হয় এই সমস্যা থেকে আপনকে মুক্তি দেবে গোলাপজল।ত্বককে নরম তো করবেই তার সঙ্গে একটা সুন্দর উজ্জলতা দেবে যা বাজারের ক্রিমের থেকে অনেক ভালো কাজ করবে।

১০. গোলাপজল চুলের জন্য

সবশেষে বলব গোলাপজলের খুব ভালো গুণ হল এটি ত্বকের সঙ্গে চুলেরও খেয়াল রাখে। লম্বা চুলের স্বপ্ন সবারই থাকে কিন্তু এই চুল মনের মত করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়। যদি চুল সহজে না বারে তাহলেও গোলাপজল আর যদি খুশকির সমস্যা থাকে তাহলেও গোলাপজল ম্যাজিকের মত কাজ করবে।একটু গোলাপজল আর একটু নারকেল তেল নিয়ে খুশকির জায়গায় দিন হালকা ম্যাসাজ করুন  দেখবেন কিছু দিনের মধ্যেই খুশকি উধাও।

গোলাপ জলের গুণ যেগুলো আপনি হয়তো জনতেন না আজ জেনে নিলেন লেখাটি পড়ে। তাই আর দেরি কিসের! গোলাপের মত সুন্দর হতে চান তাহলে আজ থেকেই শুরু করে দিন গোলাপ জলের ব্যবহার।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago