Personal Care

বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অজানা বিউটি সিক্রেট

সিনে দুনিয়ায় প্রতিনিয়তই বহু তারকার আবির্ভাব ঘটে। কিন্তু নিজেদের সৌন্দর্যগুণে নতুনদের মাঝেও নিজেদের একইরকমভাবে সুন্দর রাখেন টলিউডের সিনিয়ার অভিনেত্রীরা। তাঁদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এখনও বড়পর্দা কাঁপিয়ে চলেছেন তিনি। এক ঝাঁক নতুনদের ভিড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আজও তাঁর সৌন্দর্যের দ্বারা নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তোলেন।

টলিউডের হিটলিস্টে আজও প্রথম সারিতে নাম উঠে আসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। গতানুগতিক নায়িকার চরিত্র ছেড়ে আজকাল ভিন্ন স্বাদের ছবিতেও অভিনয় করছেন তিনি। সবক্ষেত্রে তাঁর উপস্থিতি কিন্তু আগের মতো সাবলীল। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে, ঋতুপর্ণা সেনগুপ্তের এই গোপন ত্বকের রহস্য কী?

রূপচর্চা

  • একবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে ঋতু শেয়ার করেছিলেন নিজের সুন্দর ত্বকের গোপন রহস্যের কথা। সেখানে ঋতু জানিয়েছিলেন, মেকআপ করার আগে ত্বক সর্বদা ময়েশ্চারাইজড করা উচিত। ময়েশ্চারাইজিং-এর বিশেষ পক্ষপাতী ঋতু কিন্তু কখনওই ময়েশ্চারাইজেশনের পার্টটি ভোলেন না।
  • একটি ভালো মানের ময়েশ্চারাইজার ত্বকের ন্যাচরাল আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকে যদি আপনারা নিয়মিত ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ত্বক দূষণের খারাপ প্রভাব থেকে রক্ষা পায়। আবার কিছু কিছু ময়েশ্চারাইজারে কিন্তু অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানও থাকে, যা ত্বকের ওপর ঢাল হয়ে দাঁড়ায়, যা আপনার ত্বককে যাবতীয় ময়লা-ধুলো দূষণের হাত থেকে রক্ষা করে।
  • প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ময়েশ্চারাইজিং। আর এই রুটিন সর্বদা মেনে চলেন ঋতুপর্ণা। তবে ময়েশ্চারাইজিং-এর আগে ক্লিনজিং-টোনিং মাস্ট।
  • তবে বাইরে বেরোলে ঋতু তাঁর ব্যাগে একটি ছোট বোতলে করে গোলাপ জল ক্যারি করেন। সারাদিনে একাধিকবার এই গোলাপ জল মুখে স্প্রে করে নেন, এতে একটা রিফ্রেশিং এফেক্ট যোগ হয়।

খাওয়া-দাওয়া

  • তবে শুধু রূপচর্চাই নয়, খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও বিশেষ সাবধানী ঋতু। কিন্তু তাই বলে যে ভাজা-ভুজি খান না তাও নয়। যেমন ধরুন, বর্ষার রাতে ঋতুর সবচেয়ে প্রিয় খাবার হল খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা। গরম গরম খিচুরি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারি।
  • বর্ষার দিনে একটু ভাজাভুজি খাওয়া হয়ে যায় তাঁর। তবে সবকিছুই ব্যালান্স করেই মেনটেইন করেন তিনি। সেইসঙ্গে মরশুমি ফল থাকে তার খাদ্য তালিকায় যেমন শীতে কমলালেবু, মৌসম্বি, গরমে আঙুর যখন খুশি খান নায়িকা। আর তাতেই কিন্তু জেল্লা বাড়ে দ্বীগুণ।

মেকআপ

  • সাধারণ কোনও আউটিং বা ইভেন্ট থাকলে একদম সাদামাটা মেকআপই পছন্দ করেন ঋতুপর্ণা। সকালের প্রোগ্রাম হলে কেবল একটা সানস্ক্রিন, ঠোঁটে লিপস্টিক এবং গাড় কাজলে এঁকে নেন চোখ।
  • তবে ঋতু একথাও জানান যে, যতটা সম্ভব মেকআপ করাটা এড়িয়েই চলেন তিনি। খুব প্রয়োজন ছাড়া চড়া মেকআপ একেবারেই না-পসন্দ তাঁর। ঋতু মনে করেন, হাল্কা মেকআপেই ম্যাজিক সৃষ্টি করা যায়।
  • তবে যদি পার্টি মেকআপ করতে চান, তাহলে বিশেষভাবে নজর দেন চোখের মেকআপের ওপর।
  • বিশেষত রাতের অনুষ্ঠানে চোখে আইশ্যাডো লাগানোর পর যেকোনও হালকা বা সাদা রঙের আই লাইনার চোখের কোল বরাবর এঁকে নিন, এতে চোখ হয়ে উঠবে মোহময়ী।
  • একইভাবে মেকআপ তোলার পরও প্রয়োজন সামান্য কিছু রূপচর্চার, যার জন্য ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং মাস্ট।
  • তবে মেকআপ তোলার পর চটচটে বা স্টিকি ময়েশ্চারাইজার কখনওই অ্যাপ্লাই না করার পরামর্শ দেন ঋতুপর্ণা।

চুলের যত্ন

  • চুলের যত্ন নিতে সারা বছরই হট অয়েল মাসাজ করেন নায়িকা।
  • সেইসঙ্গে থাকে শ্যাম্পু এবং হেয়ার কন্ডিশনিংও। সপ্তাহে নিয়মিত তিনদিন করে ফলো করেন এই রুটিন।
  • তবে বর্ষাকালে যেহেতু চুল বেশি পড়ে, তাই নিয়ম মেনে করান হেয়ার স্পা।

ফ্যাশন

  • ফ্যাশনের ক্ষেত্রে কমফর্ট-কেই বেশি গুরুত্ব দেন ঋতু। তাঁর কথায় যে পোশাক পরে আরাম পাওয়া যায় সেই পোশাকই পরা উচিত।
  • উজ্জ্বল রঙের পোশাক ঋতুর বরাবরের প্রিয়।
  • তবে থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং টি-শার্টেই সবচেয়ে কমফর্ট অনুভব করেন নায়িকা।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago