একদিন ছাড়া একদিন শ্যাম্পু করাটা নিশ্চয়ই আপনার অভ্যেস হয়ে গেছে!বাইরে বেরোনোর সময় চুলটা যদি ফুরফুরে না লাগে,আপনার মুডটাই অফ হয়ে যায়,তাই তো?কিন্তু বন্ধুরা,শ্যাম্পু তো করছেন জানি। শ্যাম্পুর কল্যাণে আপনার অমন সুন্দর চুলটাও দিব্য ফুরফুরিয়ে উড়ছে। কিন্তু জানেন কি,সর্ষের ভেতরেই যেমন ভূত থাকে,তেমনই আপনার শ্যাম্পুর ভেতরেই আসলে লুকিয়ে আছে চুলের বিপদ?শুনে আকাশ থেকে পড়লেন নিশ্চয়ই?অবাক হবেন না।আপনার সাধের শ্যাম্পুই কিন্তু ডেকে আনতে পারে আপনার চুলের,এমনকি আপনার শরীরের বিপদও।কেন,কীভাবে?জেনে নিন।
শ্যাম্পু তো করছেন,কিন্তু জানেন কি,আপনি যখন শ্যাম্পু করেন তখন আপনার হেয়ার ফলিকল কিন্তু শ্যাম্পুতে থাকা বিভিন্ন কেমিক্যালকে অ্যাবসর্ভ করে নেয়।আর হেয়ার ফলিকল দিয়েই কিন্তু আপনার শ্যাম্পুতে থাকা কেমিক্যালগুলো আপনার রক্তের মধ্যে ঢুকে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে।আর আমরা সব্বাই জানি যে,শ্যাম্পু আমাদের চুলকে পরিষ্কার করে।কিন্তু শ্যাম্পু আদতে আমাদের চুলের গোড়া আর স্ক্যাল্প পরিষ্কার করে।আর আপনি যদি রোজই শ্যাম্পু করেন?ডাক্তাররা কিন্তু বলছেন যে তার থেকে খারাপ আর কিছুই হয় না।কারণ শ্যাম্পু আপনার চুলের গোড়া আর স্ক্যাল্প থেকে ন্যাচারাল অয়েলকে সরিয়ে দেয়,আর তার ফলে আপনার চুল খুবই ড্রাই হয়ে যায়,আর চুলের আগাও ফেটে যায়।
আপনার শ্যাম্পুর বোতলের গায়ে নিশ্চয়ই আপনি প্যারাবেনের নাম দেখেছেন?প্যারাবেন কিন্তু আদতে একটা কেমিক্যাল প্রিজার্ভেটিভ।আর এই প্যারাবেন যদি বেশী মাত্রায় ব্যবহার করেন?আজ্ঞে হ্যাঁ,আপনার ত্বকের বা স্ক্যাল্পের ক্ষতি তো হতে পারেই,সেইসাথে হরমোনাল ইমব্যাল্যান্সেরও কারণ হয়ে দাঁড়ায় এটা।আর যদি খুব কম মাত্রাতেই ব্যবহার করেন?রেহাই নেই কিন্তু তাতেও।কারণ আপনার জননতন্ত্রের ক্ষতি তো করেই,আর সেইসাথে অক্সিজেন টক্সিটি-রও কারণ হতে পারে প্যারাবেন।আর সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে,ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর ম্যাস্টেকটমিক্স করা ৯৯% মহিলার ব্রেস্ট টিস্যুতেই কিন্তু প্যারাবেন পাওয়া গেছে,যা প্রমাণ করে যে প্যারাবেন কিন্তু ক্যান্সারেরও কারণ।
শ্যাম্পুতে যে সালফেট যৌগ থাকে,তার মধ্যে সোডিয়াম লরেট সালফেট কিন্তু অন্যতম,যা শ্যাম্পুর ফেনা তৈরিতে সাহায্য করে আর চুলের ময়লার সাথে মিশে ইমালশন তৈরি করে চুলের ময়লা দূর করে।জানি বলবেন, সালফেট না থাকলে চুল পরিষ্কার হবে কি করে!কিন্তু ওটি যে ভেতরে ভেতরে আপনার ক্ষতিও ডেকে আনছে,সে খবর রাখেন?অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারে তাই আপনার মাথা থেকে ন্যাচারাল অয়েল দূর হয়ে স্ক্যাল্প রাফ আর ড্রাই তো হয়ে যায় বটেই,এমনকি আপনার ডি.এন.এর.-ও ক্ষতি ডেকে আনতে পারে!আর ক্যান্সার?সে কথা আর নাই বা বললাম।প্যারাবেন আর সালফেটের এইসব ক্ষতিকর দিকের কথা ভেবে যখন ইউরোপ আর অ্যামেরিকার অধিকাংশ দেশেই শ্যাম্পু বা বিভিন্নি কসমেটিক প্রোডাক্টে তার ব্যবহার ব্যানড হয়ে গেছে,তখন ভারতে কিন্তু এগুলোর ব্যবহার এখনও দিব্যি রমরমিয়ে চলছে।এবার বুঝে দেখুন,আপনার নিজের চুলের ক্ষতি নিজেই ডেকে আনছেন কিনা!
এতসব পড়ে মাথায় হাত দিয়ে নিশ্চয়ই ভাবছেন,তাহলে উপায়টা কী?চুল তো আপনাকে ধুতেই হবে!আছে বন্ধুরা,উপায় আছে।আর সেটা আপনাদের জানানোর জন্যেই তো আমরাও আছি।এবার থেকে নাহয় শ্যাম্পুকে বাদই দিন।আর আপনার চুলের যত্নে অ্যাড করুন প্রকৃতির পুষ্টি।ব্যবহার করুন রিঠাকে।
রিঠা কিন্তু খুবই সস্তা একটা জিনিস।চুলের যত্নে বহু প্রাচীনকাল থেকেই এটা ব্যবহার করা হয়ে আসছে।আপনার চুলকে অল ইন ওয়ান পুষ্টি দিতে কিন্তু রিঠার জুড়ি নেই।চুলের বাড় কমে গেছে? বা চুল ড্রাই হয়ে গেছে?তাহলে ব্যবহার করুন রিঠা।দু’দিনে আপনার রাফ চুলকে এক্কেবারে সফট আর বাউন্সি করে দেবে।এছাড়া রিঠায় থাকা ভিটামিন এ,ডি,ই,কে আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি তো যোগায়ই,তাছাড়া স্মুদ আর শাইনিও করে তোলে।আর ব্যাকটেরিয়া বা অন্য কোনো ইনফেকশন,খুশকি—সবের থেকেই আপনার চুলকে মুক্ত করতে বেস্ট অপশন হতে পারে রিঠা।আর শ্যাম্পু করে আপনার যে চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা ছিল?তাকেও কিন্তু নিমেষে দূর করে ফেলতে পারে রিঠা।তাই চুল পড়া থেকে খুশকি বা ড্রাই হেয়ার—সবের সমাধানে কিন্তু এখন আপনি শ্যাম্পুর বদলে রিঠাকে অনায়াসে ব্যবহার করতেই পারেন।
উপকরণ
রিঠা ৩-৪ টে,শিকাকাই ২ টো।
পদ্ধতি
হাফ লিটার জলে রিঠা আর শিকাকাই ভালো করে ফুটিয়ে নিন।এরপর ওই জল সারারাত রাখুন।পরদিন সকালে ভালো করে ছেঁকে নিয়ে শ্যাম্পু করে নিন ওই মিশ্রণ নিয়ে।দেখবেন,পুরো শ্যাম্পু করার মতোই এফেক্ট পাচ্ছেন।সপ্তাহে ২ দিন কিন্তু অনায়াসে করতে পারেন।
খাদি অরগ্যানিক রিঠা পাওডার,১৫০ গ্রাম
দাম ১৯০/-
অফারে দাম ১৬১/-
তাছাড়াও বাজারে আপনি রিঠা যুক্ত শ্যাম্পু পাবেনই।
পতঞ্জলি কেশ কান্তি রিঠা হেয়ার ক্লিনজার শ্যাম্পু,২০০ মি.লি.
দাম ৮৫/-
খাদি গ্লোবাল আমলা রিঠা শিকাকাই হেয়ার শ্যাম্পু,২২০ মি.লি.
দাম ১৫০/-
অফারে দাম ১৪৪/-
তাহলে এবার দেরী না করে আপনার ওই বাজে কেমিক্যালওয়ালা শ্যাম্পুকে বিদায় জানান আজই।আর কিনে আনুন রিঠা।দেখবেন,যে সমস্যার সমাধান অতি দামী শ্যাম্পুও করতে পারছিলো না,সেই কাজ কি সুন্দর ভাবে রিঠা করে দিয়েছে!
https://dusbus.com/bn/chuler-jotno-nite-modhur-ghoroya-pack-5-ti/
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…