অনেক সময় এমন হয় যে, শাড়িটি ভাল থাকলেও ব্লাউজটি হয় খুব টাইট বা ছিলে হয়ে যায়। কখনও কখনও আবার ব্লাউজের কিছু অংশে কাপর খানিকটা ফেটেও যায় বা ধারের অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে নিশ্চয় আপনি শাড়ির সঙ্গে মিলিয়ে নতুন একটি ব্লাউজ কিনে এনেছেন আর পুরনো ব্লাউজটি হয়তো ফেলে দিয়েছেন।
এখন থেকে কিন্তু আর পুরনো ব্লাউজ ফেলে দেওয়ার দরকার পড়বে না। আপনি যদি চান, আপনার পুরানো ব্লাউজটিই বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন।
আজকাল মুখোশ যতই থাক না কেন, ততই কম। তাই পুরনো ব্লাউজ দিয়ে মাস্ক বানিয়ে নেওয়াটা আপনার পক্ষে খুব সহজ হবে। ব্লাউজের হাতা কাটুন। এবার এটাকে খুলে দিন। এবার সবদিকে পাইপিন লাগিয়ে দিন। এবং ধারগুলিকে ভেতরের দিকে মুড়ে সেলাই করে দিন। দু’দিকে সুতোর লেস বা ইলাস্টিক লাগান। আপনার মাস্ক তৈরি।
ব্লাউজের সামনের এবং পিছনে অংশ এবং হাতা, কেটে আপনি সহজেই তৈরি করে নিতে পারেন বড় ক্লাচ। সবার প্রথমে ব্লাউজের উভয় পাশের বোতামের স্ট্রিপটি কেটে আলাদা করুন। হাতাটাও কেটে সরিয়ে ফেলুন। এই সব টুকরোগুলিকে এমনভাবে কাটুন যাতে, আপনি আয়তক্ষেত্রাকার টুকরো পেয়ে যাবেন। দুটি সমান আয়তক্ষেত্রাকার টুকরোকে টেইন লাগিয়ে সেলাই করে নিন। একইভাবে, হাতাতেও চেইন লাগিয়ে ক্লাচ বানিয়ে নিতে পারেন।
ব্লাউজ হাতা এবং বোতামের পট্টিটি সরিয়ে ফেলুন। বোতাম পট্টিটি যেখানে আটকানো ছিল সেখানটা দৈর্ঘ্য বরাবর সেলাই করে নিন। ব্লাউজটি উল্টো করে নিয়ে নীচের দিক থেকে সেলাই করে নিন।এবার ওপর থেকে কাপড়টি এমনভাবে সরিয়ে ফেলুন যাতে এটি একটি টোট ব্যাগের মতো ‘U’আকারের হয়ে যায়। এবার এতে পাইপিং দিয়ে দিন এবং একটা দড়ি লাগিয়ে দিলেই আপনার টোট ব্যাগ প্রস্তুত।
বাচ্চাদের জন্য ব্লাউজ দিয়ে শ্রাগ বানাতে সবার প্রথমে ব্লাউজের বোতাম পট্টিটি সরিয়ে ধারগুলি সেলাই করে নিন। বুকের মাঝে যেখানে সেলাইটা রয়েছে সেটা খুলে ফেলুন। ব্লাউজের নীচের অংশে একটা বড় ফ্রিল লাগিয়ে দিন। যদি গলা বড় হয়ে যায় তবে সেদিকে একটি স্ট্র্যাপ লাগিয়ে ছোট করে দিতে পারেন।
আপনার যদি এমন কোনও পুরনো ব্লাউজ থেকে থাকে যার মধ্যে অসাধারণ সুতোর কাজ রয়েছে, তাহলে আপনি তা থেকে জ্যাকেট বানিয়ে নিতে পারেন। সবার প্রথমে ব্লাউজের বোতাম পট্টিটা কেটে আলাদা করে দিন। এবার এটিকে ভিতরের দিকে ভাঁজ করুন। এবার মাঝখানে একটি বা একাধিত স্ট্রিং লাগিয়ে দিন। ব্লাউজের বুকের সেলাইটা খুলে দিন। এবার এটিকে যেকোনও ধরণের কুর্তির সঙ্গে ক্লাব করুন।
একটা ব্লাউজকে একটি সুন্দর ক্রপ টপে পরিণত করতে চাইলে কেবল ব্লাউজের হাতাদুটি খুলে ফেলুন। প্রান্তগুলি ভিতরের দিকে ভাঁজ করুন। এবার দু-দিকেরই কাঁধের সেলাই খুলে দিন। আপনার আকার অনুযায়ী উভয় কাঁধে একটি প্রশস্ত পট্টি লাগিয়ে দিন। আপনার ক্রপ টপ রেডি। স্কার্ট, প্যান্ট বা লেহেঙ্গার সঙ্গে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন।
যদি পুরানো ব্লাউজটি ভাল অবস্থায় থাকে, কিন্তু আপনি যদি তা পরতে না পছন্দ করেন , তাহলে তা থেকে একটি আনারকলি কুর্তি তৈরি করুন। এই জন্য যে কোনও স্কার্ট নিন। তার কোমরের দিকে ব্লাউজটা সেলাই করে লাগিয়ে দিন। আপনার আনারকলি কুর্তি তৈরি।
উৎসবের মরশুম, এইসময় অনেককে অনেক উপহার দেওয়ার থাকে। উপহারগুলিকে পুরনো ফ্যাশনের ব়্যাপিং পেপার দিয়ে না মুড়িয়ে আপনার পুরনো সিল্ক বা সুতোর কাজ করা সাবেকি ব্লাউজের কাপরে মুড়িয়ে দিতে পারেন। উপহারগুলি যদি ছোট হয় তবে ব্লাউজের একটি হাতা ব্যবহার করুন। বড় আকারের হলে সামনের বা পিছনের দিকগুলি কেটে তাতে উপহার মুড়িয়ে দিন এবং রিবন দিয়ে বেঁধে দিন।
আপনি পুরনো কড়াবা চুড়িগুলিকে আপনার পুরনো ব্লাউজের সাহায্যে একটি নতুন চেহারা দিতে পারেন। আপনার যদি কোনও পুরনো সিল্কের ব্লাউজ থাকলে তা থেকে সরু সরু স্ট্রিপ কেটে নিন চুড়ি বা কড়ার গায়ে পেঁচিয়ে নিন। অথবা আপনি আপনার জরির ব্লাউজ থেকে জরিগুলি বের করে নিয়েও কড়া আর চুড়ির গায়ে তা লাগাতে পারেন।
পুরনো ব্লাউজগুলিকে ব্যবহার করার একটি উপায় হল সেগুলি থেকে মোবাইলের কভার তৈরি করা। যদি আপনার ব্লাউজটি সুতি, সিল্ক বা জরির হয় তবে সেগুলির সামনে এবং পিছনের অংশ সেলাই করে সুন্দর মোবাইল কভার তৈরি করতে পারেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
make vedio plz