Most-Popular

পুরুষ আপনার শরীরে সর্বপ্রথম কী লক্ষ্য করে? ফার্স্ট ইম্প্রেশনে করুন বাজিমাত!

একজন নবপরিচিত পুরুষের সঙ্গে দেখা হলে মেয়েরা যেমন অনেককিছু লক্ষ্য করে, তেমনই একজন মেয়ের মধ্যেও ছেলেরা অনেককিছু লক্ষ্য করে। আর মনে রাখবেন প্রথম দর্শনেই কিন্তু মনের মধ্যে বিরাট প্রভাব ফেলে। আপনি যদি কোনও পুরুষের মনে ভাল ধারণা তৈরি করতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

কীভাবে নিজেকে ক্যারি করবেন

প্রায়শই ছেলেরা এমন মেয়ে পছন্দ করেন যারা খুব ভালো করে নিজেকে বহন করতে জানে। আপনার আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজের প্রতি যেকোনও ছেলেই পাগল হয়ে যায়। তাই পরের বার যদি কোনও পুরুষের সঙ্গে দেখা করতে যান, তাহলে আপনার আত্মবিশ্বাস এবং বডি ল্যাঙ্গুয়েজের প্রতি বিশেষ নজর রাখবেন।

আপনার হাসি

প্রথমবার একটি মেয়ের সঙ্গে দেখা করার সময় একটি ছেলে বারবার তার হাসিটি খেয়াল করেন। আপনি যদি খুলে হাসেন, মানে প্রাণখোলা হাসি হাসেন তাহলে ছেলেটি মনে করবে আপনি খুবই সুখী, আশাবাদী এবং বন্ধুত্বপূর্ণ একজন মানুষ। আর এর জন্য সে আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে।

আপনার চোখ

যে বলেন, আপনার চোখই হল আপনার মনের জানলা, সে কিন্তু একদম ঠিক কথা বলেন। শব্দের চেয়েও বেশি কথা বলে আপনার চোখ। কোনও ব্যক্তি আপনার দিকে যেভাবে তাকান অর্থাৎ তার দৃষ্টি বা চাহনির মধ্য দিয়ে ব্যক্তির উদ্দেশ্যগুলি প্রকাশ পায়। যদি ছেলেটি সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে আপনার সম্পর্কে আরও জানার ইচ্ছা রাখে।

আপনার চুল

বিশ্বাস করুন বা না করুন ছেলেরা লম্বা এবং ঘন চুলের মেয়েদের বেশি পছন্দ করেন। চুল হল আপনার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর একজন পুরুষ যখনই প্রথম কোনও মহিলার সঙ্গে দেখা করেন, তখনই তাঁর চুলের দিকে লক্ষ্য করেন।

কথা বলার ধরণ

একজন আত্মবিশ্বাসী এবং সুন্দর কথা বলতে পারেন এমন নারীর প্রতি একজন পুরুষ খুব সহজেই আকৃষ্ট হন। পুরুষরা আপনার ভাষা, টোন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে তাঁদের ভাবনা-চিন্তা প্রকাশ করতে পছন্দ করে। তবে এর অর্থ এই নয় যে, আপনি কেবল কথাই বলে চলেছেন। যেসব মেয়েরা অতিরিক্ত কথা বলেন, তাঁদের সঙ্গে কী কথা বলা উচিত, তা বুঝতেই পারেন না ছেলেরা। আর সেই কারণেই তাঁরা ভীষণ বিরক্ত হন।

স্টাইল সেন্স

আপনার পরনের উৎকৃষ্ট পোশাক দ্বারা একজন পুরুষ প্রথম দর্শনে খুব সহজেই আকৃষ্ট হন। আপনি যে ধরণের পোশাক পরেন, তা থেকে বোঝা যায় যে আপনি আপনার নিজের সম্পর্কে কী ধারণা পোষণ করেন। যেকোনও পুরুষের সঙ্গে দেখা করার আগে আপনি এমন পোশাক বাছুন যা পরলে আপনি যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনই আত্মবিশ্বাসও অনুভব করবেন।

পায়ের নখ

আমরা সাধারণত পায়ের নখের দিকে খুব একটা নজর দিই না। তবে ছেলেরা কিন্তু পায়ের নখের দিকে ভীষণ খেয়াল করেন। তবে পায়ের নখ পরিষ্কার রাখার বিষয়টি আপনার কাছে খুব ক্ষুদ্র বিষয় হলেও, ছেলেরা মনে করে যে, যে মেয়ে পায়ের নখ পরিষ্কার রাখতে পারে, সে অন্যান্য সবকিছুর দিকেই মনোযোগ দেবে।

পরের বার কোনও ছেলের সঙ্গে প্রথমবার দেখা করতে যাওয়ার আগে এই ছোট ছোট বিষয়গুলির দিকে বিশেষ নজর রাখবেন। আপনার প্রথম ডেট-এর জন্য ‘অল দ্য বেস্ট’।

অনুবাদিকাঃ ইন্দ্রাণী মুখার্জ্জী

स्वतेजा अडावदकर

A lover of all things colourful and creative, I am a media professional who fell in love with writing at a tender age of 9. The idea of imagining things beyond the universe and to be able to pen them down still fascinates me. A writer by the day, I transform myself into a nail artist by the night and have my nail art(soon to be a studio) ‘Polish and Paper.’ Apart from writing and nail art, I enjoy paper quilling and performing North Indian classical music.

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 years ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 years ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 years ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 years ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 years ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 years ago