সামনেই তো পুজো চলে এল। এই পুজোয় বিউটি পার্লার যাওয়ার কথা খুব একটা বোধহয় ভাবছেন না নিশ্চয়ই। টাকা আর নিরাপত্তা দুটোই তো দেখতে হবে এই করোনার মধ্যে। কিন্তু তাই বলে কি পুজোয় রূপচর্চা হবে না! ঘরে বসেই ট্রাই করে ফেলুন এই তিনটি প্যাক, আর পেয়ে যান বিউটি পার্লারের মতো জেল্লা।
মুখে ন্যাচারাল গ্লো আনার প্রথম ধাপ হল মুখ থেকে ডেড স্কিন সেল তুলে দেওয়া। আর সেই কাজ খুব ভাল করে করবে নিম। তার সঙ্গে তুলসী দেবে সজীবতা। নিম আর তুলসী এই দুই উপাদানের মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপকরণ আবার সহজেই মুখে ব্যাকটেরিয়াল কোনও সমস্যা থাকলে সেখানেও উপকার দেবে। তেলতেলে স্কিন হলে এটা সবচেয়ে ভাল।
নিমপাতা আর তুলসী পাতা ভাল করে বেটে আগে একটা পেস্ট করে নিন। কিছু তুলসী আর নিমপাতা একটু ছিঁড়ে রেখে দেবেন পেস্ট করার আগে। পেস্ট করার পর ওই ছেড়া পাতা পেস্টের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে, গলায়, হাতে ভাল করে মেখে হাল্কা হাতে ম্যাসাজ করুন। নিম আর তুলসীর ছেঁড়া পাতা একটা খড়খড়ে ভাব আনবে, যাতে মুখ থেকে ময়লা উঠে আসবে। চাইলে সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস নিতে পারেন। ২০ মিনিট মতো রেখে দিয়ে অল্প উষ্ণ জলে আগে, তারপর সাধারণ জলে মুখ ধুয়ে নিন। এতে দেখবেন মুখ অনেক পরিষ্কার, ফ্রেশ আর উজ্জ্বল লাগছে।
এবার আসল ধাপ। মুখ পরিষ্কার করার পর এবার মুখে জেল্লা আনার পালা। বাছাই করা এমন সব উপাদানের নাম বলব, শুনেই মনে হবে জেল্লা বেড়ে গেল।
কাঁচা হলুদ বাটা এক্ষেত্রে লাগবে। না হলে অরগানিক হলুদ গুঁড়ো। এর বাইরে কিচ্ছু না। আগে হলুদ নিয়ে তার মধ্যে মধু, চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। চন্দন গুঁড়ো না থাকলে চন্দন বেটেও দেওয়া যায়। আগে থেকে দুধে কেশর ভিজিয়ে রাখুন। সেই কেশর দুধ সমেত দিয়ে দিন। গোটা মিশ্রণ তৈরি করুন দুধ দিয়ে। একটা ঘন মিশ্রণ তৈরি হবে। এর ওপর অরেঞ্জ পিল গুঁড়ো দিয়ে আবার ভাল করে মেশান। অন লাইনে অরেঞ্জ পিল পেয়ে যাবেন। এই মিশ্রণ মুখে মেখে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। আপনার ন্যাচারাল গ্লো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।
যে জেল্লা আপনি পেলেন, এবার সেটা তো ধরে রাখতে হবে। তার জন্য এই প্যাক। ড্রাই স্কিন যাদের তাঁরা এটি অবশ্যই করুন।
বাড়িতে গাছ থাকলে অ্যালোভেরা জেল নিয়ে নিন। না থাকলে ভাল ব্র্যান্ডের আনিয়ে নিন। এর সঙ্গে টক দই মিশিয়ে একটা খুব ঘন প্যাক তৈরি করুন। এই ঘন প্যাক মুখে লাগিয়ে দুই ঘণ্টা অপেক্ষা করুন। যখন একদম শুকিয়ে যাবে, তখন অল্প অল্প জল নিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। সাধারণ জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। অ্যালোভেরা জেল মুখ ময়েশ্চারাইজড করে আর দই ঠাণ্ডা ভাব বজায় রাখে। এবার গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করলেই আপনি একদম রেডি।
আপনি এই তিনটি প্যাক পরপর ব্যবহার করতে পারেন। না চাইলে যে কোনও একটি প্যাক ব্যবহার করলেও হবে। ন্যাচারাল গ্লো পেয়ে যাবেন। কিন্তু দুই নম্বর প্যাকটা অবশ্যই একবার করে দেখবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…