Most-Popular

সাইকোলজি নিয়ে হায়ার স্টাডির কি কি সুযোগ আছে জানুন বিস্তারিত

সাইকোলজি খুব ইন্টারেস্টিং একটি সাবজেক্ট।সাধারণত মানুষের আচরণ, ব্যবহার বা মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বিদ্যা বা অধ্যয়ণ করার হয় বিজ্ঞানের যে শাখায় তা হলো মনোবিজ্ঞান বা সাইকোলজি।সোজা করে বলতে হলে যে বিজ্ঞান মানুষের চেতন ও অবচেতন মনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে তাকেই সাইকোলজি বা মনোবিজ্ঞান বলা হয়।

অনেকেই কিন্তু কেরিয়ার হিসেবে এই সাইকোলজিকে বেছে নেন।মানুষের মনের বিভিন্ন জটিল বিষয় কিন্তু এই মনোবিজ্ঞানের সাহায্যে সহজেই সারিয়ে তোলা যায়।আমার আজকের বিষয় হলো সাইকোলজি বিষয়টি নিয়ে হায়ার স্টাডিসের A টু Z।তোমরা যদি কেউ এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আজকের এই লেখাটি কিন্তু তোমাদের সাহায্য করবে।

সাইকোলজি কী জানুন 

যোগ্যতা

সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইলে কিন্তু উচ্চমাধ্যমিকে সাইকোলজি সাবজেক্ট থাকা প্রয়োজন।আর্টস এবং সাইন্স এই দুটি বিষয় নিয়েই পড়াশোনা করে কিন্তু পরবর্তী কালে সাইকোলজি নিয়ে পড়াশোনা করা যেতে পারে।উচ্চমাধ্যমিকের পর আমাদের দেশে অনেক ভালো ভালো কলেজ আছে যেখানে এই বিষয়টিতে বি.এ/বি.এসসি এবং তারপর এম.এ/এম.এসসি করা যেতে পারে,এবং এর পর যথাক্রমে এম.ফিল এবং পি.এইচ.ডি করা যায়।পরবর্তীকালে কিন্তু আরো গবেষণা করতে চাইলে তারও সুযোগ আছে।বি.এ এবং এম.এ ডিগ্রী যথাক্রমে ২ বছর এবং ৩ বছরের হয়।সাইকোলজির নানা শাখা আছে যা নিয়ে পরবর্তীকালে আরো অনেক দূর পড়াশোনা করা যেতে পারে।

সাইকোলজি নিয়ে ব্যাচেলর ডিগ্রী

আমাদের দেশে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করতে চাইলে অনেকগুলি ভালো কলেজ আছে,যেখানে এই বিষয়টি পড়ানো হয়।কলকাতায় অনেক গুলি ভালো কলেজ আছে যেখানে এই বিষয় টি নিয়ে বি.এ বা বি.এসসি ডিগ্রী কোর্স করানো হয়।সেগুলি হলো আশুতোষ কলেজ,গোখেল মেমোরিয়াল কলেজ,বেথুন কলেজ,বঙ্গবাসী কলেজ,ব্রেবোর্ন কলেজ,জয়পুরিয়া কলেজ,যোগমায়া দেবী কলেজ,মৌলানা আজাদ কলেজ,এছাড়া প্রেসিডেন্সি কলেজ।এছাড়া আমাদের দেশে আরো অনেক কলেজ আছে যেখানে এই বিষয় টি নিয়ে বি.এ বা বি.এসসি করার সুযোগ আছে,যেমন কমলা নেহেরু কলেজ দিল্লী,মিঠিভাই কলেজ অফ আর্টস মুম্বাই,লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন দিল্লী,প্রেসিডেন্সি কলেজ চেন্নাই, ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর, ইত্যাদি।এগুলি প্রত্যেকটি সাইকোলজি নিয়ে পড়ার জন্য অত্যন্ত ভালো।এই কলেজগুলির ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন।

সাইকোলজি নিয়ে মাস্টার্স

প্রথমে জানাই কলকাতায় কি কি ভালো কলেজ আছে সাইকোলজি নিয়ে মাস্টার্স করার জন্য।প্রেসিডেন্সি কলেজ,ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আছে।এছাড়া আমাদের দেশে আরো কলেজ আছে যেখানে সাইকোলজি নিয়ে মাস্টার্স করা যেতে পারে,যেমন দিল্লি ইউনিভার্সিটি,বেনারস হিন্দু ইউনিভার্সিটি,চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি মিরাট,জি.ডি গোয়েঙ্কা ইউনিভার্সিটি গুঁড়গাও,মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি কোটাক,আন্ধ্রা ইউনিভার্সিটি বিশাখাপত্তনম।এছাড়া অ্যাপ্লায়েড সাইকোলজি বা ক্লিনিকাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইলে সবথেকে ভালো প্রতিষ্ঠান হলো টাটা ইনস্টিটিউট অফ সোসাল সাইন্স,মুম্বাই।বিস্তারিত জানার জন্য কিন্তু এই কলেজ বা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতে হবে।

এম.ফিল এবং পি.এইচ.ডি করতে চাইলে

কলকাতা ইউনিভার্সিটি,বেনারস হিন্দু ইউনিভার্সিটি,দিল্লি ইউনিভার্সিটি এবং বাকি সমস্ত ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে মাস্টার্স করা যায়।সেখানেই কিন্তু এম.ফিল এবং পি.এইচ.ডি করার সুযোগ পাওয়া যায়।এছাড়া দেশের বাইরেও খুব ভালো ইনস্টিটিউট আছে যেখানে কিন্তু এই বিষয় নিয়ে অনেক দূর পড়াশোনা করা যেতে পারে।তবে তার জন্য কিন্তু নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাইকোলজি নিয়ে পড়াশোনা করে কিন্তু বিভিন্ন ফিল্ডে কিজ করার সুযোগ আছে।তাই ভালো কেরিয়ার গড়তে চাইলে এই বিষয়টি বেশ ভালো।বিশেষ করে ক্লিনিকাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে কিন্তু তা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো।এছাড়া শিক্ষকতা বা সোশ্যাল ওয়ার্ক হিসেবে নিজের কেরিয়ার বেছে নিতে চাইলেও এই বিষয়টি বেশ ভালো।

 

 

 

অন্বেষা দত্ত লাহিড়ী

View Comments

  • আমি ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা করছি বাংলাদেশে। আমি কি কলকাতায় সাইকোলজি সাবজেক্ট এ বিএসসি করতে পারবো। এই সাবজেক্ট টা আমার খুব পছন্দের। উত্তর জানালে কৃতজ্ঞ থাকবো।

    • আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে দেখুন। যতদূর মনে হয় পড়া যায়।

  • আমি মানবিক বিভাগ একাদশ শ্রেণিতে থেকে পড়ছি।। আমি কি সাইকোলজি নিয়ে পড়াশুনা করতে পারবো?

  • Ami Birbhum thaka bolchi arts er student amar hs a psychology subject ta nai kintu ami B.A honors korta chai . Honors kora hoba .plz answer ta bolben.

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago