কলকাতা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়েব সিরিজে আসতে চলেছেন প্রথমবার!

ওয়েব সিরিজে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেশ বিগ বাজেটের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। তবে টলিউড নয় বলিউড দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখবেন তিনি। কিন্তু কোন ওয়েব সিরিজ? এবং তাঁর চরিত্রটাই কি? কার সাথে জুটি বাঁধতে চলেছেন? রয়েছে হাজারো চমক।

করোনাকালে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার প্রবনতা এখনো অনেকটাই কম। বদলে অনেকটাই জায়গা করে নিয়েছে ওয়েব প্ল্যাটফর্ম। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল বোস অনেকেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন। উপহার দিচ্ছেন একের পর এক অসাধারণ ওয়েব কনটেন্ট। দর্শকরাও যথেষ্ট উপভোগ করছেন। কিন্তু অনেকের মনেই নিশ্চয়ই প্রশ্ন ছিল আমাদের প্রিয় বুম্বাদাকে আমরা কবে ওয়েব প্ল্যাটফর্মে দেখতে পাবো, এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বুম্বাদাও আসতে চলেছেন ওয়েব দুনিয়ায়।

চমকটা কি?

বুম্বাদা শুধু একজন অভিনেতা নন, বুম্বাদা মানে ইন্ডাস্ট্রি। একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনিই একাই এগিয়ে নিয়ে গেছেন। ওঠাপড়া অনেক এসেছে কিন্তু তিনি তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি থামতে জানেন না। প্রতিবারই তার থেকে নতুন কিছু দেখার প্রত্যাশা তিনি পূরণ করেছেন। তাই করোনাকালেও যে তিনি থেমে থাকবেন না এটা বলাই বাহুল্য।

এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন বুম্বাদা। তবে চমক হল বাংলা নয় হিন্দি ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তাঁর। বিপরীতে থাকবেন ‘পদ্মাবত’ এর অভিনেত্রী আদিতি রাও হায়দারি।

কোন ওয়েব সিরিজে এই দুজন জুটি বাঁধতে চলেছেন?

সুপারহিট ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’ এর পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় আসতে চলেছে পরবর্তী ওয়েব সিরিজ, ‘স্টারডাস্ট’। আর এখানেই আমাদের বুম্বাদা জুটি বাঁধতে চলেছেন আদিতি রাও হায়দারির সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রির এমন অনেক দিক থাকে যেগুলো সম্পর্কে কেউ জানতে পারেনা। এবার সেই দিকগুলোকেই তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে।

ফিল্ম ইন্ডাস্ট্রির একদম অন্দরের কাহিনী। ভেতরের কাজের পরিবেশ থেকে শুরু করে রাজনীতি, হিংসা বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে অন্ধকার দিকটিও প্রকাশ পাবে। এমন কিছু যেগুলো দর্শকের ধারণার বাইরে থাকে। একটি ছবি খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয় এবং সেটি দেখতেও বেশী সময় লাগেনা। কিন্তু ক্যামেরার ওপারে ঠিক কি কি লুকিয়ে থাকে সেটাই দেখানো হবে।

কোন চরিত্রে বুম্বাদা?

এই ওয়েব সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি। তিনি অভিনয় করতে চলেছেন হিমাংশু রায়ের চরিত্রে। কে এই হিমাংশু রায়? হিমাংশু রায় ছিলেন চল্লিশের দশকের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি দাপুটে নাম। আজকের বলিউডের জন্মদাতা তিনিই। ফিল্ম ইন্ডাস্ট্রিটিতে স্টুডিওর প্রতিষ্ঠাতা। তিনিই তৈরি করেন বোম্বে টকিজ।

অর্থাৎ ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিটিতে পরিবর্তন এসেছিল তাঁর হাত ধরেই। আর এই গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে আমাদের বুম্বাদাকে। ফুটিয়ে তোলা হবে ভারতবর্ষের স্বাধীনতার আগের সময়কালের চিত্র।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago