স্বপ্ন দেখেন তো নিজের একটা বাড়ির? দুটো ছোট্ট ঘর, একটা বারান্দা, একটু বাগান, এই তো ছোট আশা থাকে আমাদের। কিন্তু টাকা কোথায় পাবো এই স্বপ্ন পূরণ করার- এই ভাবেন তো? এখন আর বেশী ভাববেন না। আপনার মতো আরও অনেকের স্বপ্ন পূরণের কারিগর হয়ে এসেছে প্রধানমন্ত্রী শহর আবাস যোজনা। এতে আপনারা মাথার ওপর ছাদ করার টাকাটা পেতে পারেন। কিন্তু তার আগে দরকার কিভাবে অ্যাপ্লাই করবেন তা জানা।আসুন আজ জেনে নিই।
২০১৫ সালের জুন মাসে শহরাঞ্চলের গরীব মানুষদের বাড়ি তৈরিতে সাহায্য করার জন্য এই প্রকল্প আনা হয়। ২০২২ সালের মধ্যে ২ কোটি বাড়ি বানাবার উদ্দেশ্য আছে। ১ লাখ থেকে ২.৫০ লাখ পর্যন্ত সাহায্য পেতে পারেন। সাহায্য যিনি নেবেন তাঁর বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে। যারা সাহায্য পাবেন তাদের ‘Economically Weaker Section’ আর ‘Lower Income Group’ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণীর আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার নীচে আর দ্বিতীয় শ্রেণীর আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৩ লাখ থেকে ৬ লাখের মধ্যে। আর কোনো আবেদনকারী বা তাদের পরিবারের কারোর নামে কোনো সম্পত্তি থাকা চলবে না।
নীচে আমরা দেখালাম কীভাবে সহজেই আবেদন করা যায়। দেখে নিন।
প্রথমে আপনাকে pmaymis.gov.in এই লিঙ্ক সার্চ করতে হবে। সার্চ করলেই পেজটা চলে আসবে। এবার PMAY-HFA (urban) এই অপশনে ক্লিক করতে হবে। এরপর একটা পেজ আসবে যেখানে এবার ‘Disclaimer’ বলে একটা অংশ আসবে যার নীচের দিকের ‘ok’ অপশনে ক্লিক করতে হবে।
পেজটা এলে ‘Citizen Application’ option আসবে। তাতে ক্লিক করতে হবে। তারপর অনেকগুলো option আসবে, যার মধ্যে থেকে ‘Benefit Under Other 3 Components’-এ ক্লিক করতে হবে।
এরপর আপনাকে ‘আধার কার্ড’ (Aadhar Card)-এর নম্বর জানাতে বলা হবে। সেটা ঠিকঠাকভাবে দিতে হবে। তারপর ‘Check’ option-এ যেতে হবে ও ক্লিক করতে হবে।
ক্লিক করার পর একটা ফর্ম আসবে। সেটার মধ্যে আপনার যাবতীয় তথ্য যেমন রাজ্য , জেলা, নাম, বয়স ইত্যাদি সব জানতে চাওয়া হবে যা আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। আর জানতে চাওয়া হবে ব্যাঙ্কের নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর এই সব। এইগুলোও আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে। সব ভালো ভাবে পূরণের পর ‘captcha’ option-এ যে সংখ্যাটা আসবে সেটা লিখে দিতে হবে ওখানে। এরপর ‘save’ option-এ ক্লিক করতে হবে। তাহলেই আপনার আবেদনটি পৌছে যাবে সরকারের নির্দিষ্ট ক্ষেত্রে। এই ফর্মটার একটা প্রিন্ট আউট করিয়ে নেবেন।
আপনাদের সুবিধার জন্য গোটা পদ্ধতিটা আরেকবার দেখে নিন-
Google chrome – google – pmaymis.gov.in – (official website) – ‘Citizen Application’ – ‘Benefit Under Other 3 Components’ – Aadhar Card নম্বর দিন – ‘check’ – ফর্ম আসবে যা পূরণ করতে হবে – ‘captcha no’ দিতে হবে – ‘save’ ।
ফর্ম তো পাঠিয়ে দিলেন। এবার জেনে নিন আপনার আবেদন আদৌ গ্রাহ্য হল কিনা মানে আপনার নাম লিস্টে এল কিনা। তার জন্য প্রথমে Google chrome এ গিয়ে iay লিখতে হবে। এবার IAY অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Report’ অপশনে ক্লিক করতে হবে। এবার ‘A’ ক্যাটাগরির প্রথম অপশন ‘High level physical progress report’এ ক্লিক করুন। এবার যে সালে আবেদন করেছিলেন সেই সালটা দিতে হবে ‘Select financial year’ অপশনে। এবার ‘Pradhan Mantri Awaas Yojona’ অপশনে ক্লিক করতে হবে। এবার রাজ্যের তালিকা থেকে নিজের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। এরপর জেলা,ব্লক,পঞ্চায়েত সব সিলেক্ট করে পাশে থাকা নীল নম্বরে ক্লিক করুন। আপনি আপনার নাম দেখতে পাবেন যদি নথিভুক্ত হয়। নাম পেলে তাতে ক্লিক করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
এভাবেই আপনি আপনার মনের মতো বাড়ি করে নিতে পারেন সহজেই।তাই আর দেরী না করে আজই ফর্ম পূরণ করুন আর নিজের বাড়ির গৃহপ্রবেশের জন্য তৈরি হন। এইটুকু পাওয়া আপনার মৌলিক অধিকার।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…