Most-Popular

পোস্ট অফিসে টাকা রাখলে তা দ্বিগুণ হবে ১২৪ মাসেই জেনে নিন বিস্তারিত তথ্য

এখন আপনার বাড়ির সবচেয়ে কাছের পোস্ট অফিসটি হয়ে উঠতে পারে আপনার ভাগ্যের চাবিকাঠি। কারণ, এবার থেকে দ্বিগুন হতে চলেছে আপনার টাকা তাও মাত্র ১২৪ মাসেই।

পোস্ট অফিসের কেন রাখবেন টাকা?

ব্যাংকগুলো সেভিংস সঞ্চয়খাতে খুবই কম সুদ দেয়। ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে তা সুদে আসলে অনেক বাড়লেও টাকা জমা দেবার সময়টুকু কিন্তু বেশ লম্বা। স্বল্প পুঁজির মধ্যবিত্ত কিন্তু আবার মিউচুয়াল বা শেয়ার বাজারের ঝুঁকি নিতেও বেশ পিছপা হয়। তাই পোস্ট অফিসে টাকা রাখার মত বুদ্ধিমানের কাজ করুন এখন থেকেই।

  • পোস্ট অফিস এর নানা রকম এর স্কিম রয়েছে, যেমন- পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, কিষান বিকাশপত্র ইত্যাদি।
  • যদিও পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা এই মুহূর্তে বাৎসরিক হিসেবে ৭.৯% হারে সুদ প্রদান করছে।
  • সিনিয়ার সিটিজেন স্কিম এও পাঁচ বছরের ভিত্তিতে সুদের পরিমাণ ৮.৪%। এইরকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে এক অভাবনীয় সুযোগ নিয়ে হাজির পোস্ট অফিসের এই স্কিম।
  • প্রকৃতপক্ষে এটি সরকারী সুরক্ষার আশ্রয় যেমন প্রদান করে ঠিক তেমনি অনান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় থাকছে।

কিষান বিকাশপত্র

এই আকর্ষক স্কীমটির নাম হলো কিষান বিকাশপত্র। এবার দেখে নেয়া যাক বিশদে এই স্কিমের সম্পর্কে।

  • বর্তমানে এই স্কীমে আপনি যদি টাকা রাখেন তবে তা দ্বিগুন হবে ১২৪ মাসে বা ১০ বছর এবং ৪ মাসে।
  • ন্যূনতম ১০০০টাকা আপনাকে খাতায় রেখে স্কীমটি শুরু করতে হবে তবে সর্বোচ্চ সীমা কিছু নেই বিনিয়োগ রাশির।
  • কিষান বিকাশপত্রের বর্তমান সুদ ৭.৬% যা এসবিআই এর ১০ বছর এর জন্য প্রদত্ত ফিক্সড ডিপোজিট এর ওপর সুদের অংকের চাইতেও অনেক বেশি।
  • বর্তমানে এসবিআই এর ১০ বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের পরিমান ৬.২৫% এবং এইচ ডি এফ সির ৬.৯%।
  • যেকোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি নিজের জন্য বা তাদের সন্তান সন্ততিদের জন্য এই কিষান বিকাশ শংসা পত্র কিনতে পারেন নিকটবর্তী পোস্ট অফিসের বিভাগীয় দপ্তর থেকে।
  • স্কীমটি নমিনি বিকল্পও আপনাদের প্রদান করছে।এই শংসাপত্র একে অপরের থেকে হস্তান্তরযোগ্য।
  • এক পোস্ট অফিস থেকে অন্যতে পরিবর্তন করা যায়। অর্থাৎ আপনি ইচ্ছে করলে কোনো প্রিয়জনকে গিফ্ট ও করতে পারবেন প্রয়োজন খুশি।
  • সর্বোপরি, আপনি এই শংসাপত্র থেকে টাকা তুলতে পারবেন এটি ইস্যু হবার আড়াই বছর পর থেকেই।
  • তবে সময়ের আগেই টাকা তুলতে হলে, যদি কোনো অনভিপ্রেত কারণেই হয় তবে ৩০ মাস পর তা করা যাবে।
  • আমানতকারী প্রতি ১০০০টাকা বিনিয়োগে তা ডবল হয়ে ফেরৎ পাবেন।
  • জুলাই মাসের প্রথম দিন থেকেই এই স্কিম এর সুবিধা পেতে পারবেন বিনিয়োগকারীরা।
  • আরও বিস্তারিত জানতে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন।
Biswarup Parichha

View Comments

    • লেখাটি ভালো করে পড়ুন। বিস্তারিত বলা আছে। হাজার টাকার কম জমা করা হয় না। আর যত টাকা জমা করবেন প্রতিমাসে তা ১১৩ মাস পড়ে দ্বিগুণ হয়ে ফেরত পাবেন। আর হ্যাঁ স্কিমের টাকা প্রতিমাসে জমা দিতে হবে।

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago