Most-Popular

একমাস বা এক সপ্তাহ না উজ্জ্বল ত্বক পান মাত্র এক মিনিটে!

কথাতেই আছে প্রথমে দর্শনধারী পরে গুনবিচারী। অর্থাৎ রূপের মহিমা যে অপার অমোঘ এ কথা অনস্বীকার্য। সুন্দরের মাঝে অপরূপ সুন্দর হয়ে উঠতে কে চায় না বলুন? আপনারও নিশ্চয়ই ইচ্ছে জাগে যে ভিড়ের মাঝে স্পট লাইটটা আপনার উপরেই থাকুক। কিন্তু একাজে বাধা হয়ে দাঁড়ায় আপনার স্কিন কমপ্লেক্সেন। এবার আপনার যাত্রা হবে আরো সহজ।

কোনো ফেসিয়াল ট্রিটমেন্ট বা মেকআপ নয় বা ছুটতে হবেনা পার্লার এর দোরগোড়ায়। একমাস বা সপ্তাহের অপেক্ষা তো দুরস্থ বরং এক মিনিটেই আপনার ত্বক এর জেল্লা হবে নজরকাড়া তাও কোন খরচ ছাড়াই। কি ভাবছেন এও কি সম্ভব? আলবাত সম্ভব! রইলো আপনাদের জন্য নির্বাচিত এরকমই পাঁচটি অ্যাপের বিস্তারিত তথ্য।

পিক্সআর্ট স্টুডিও:

  • ২০১৯ সালে ১০০মিলিয়ন ডাউনলোড এর সাথে ফেবারিট তকমা নিজের নামে করে নিয়েছে অ্যাপটি।
  • খুবই সহজ টেকনিক্যাল ও সরল কাস্টমাইজেশন অপশন এর সাথে নিজেকে মানানসই করতে আপনার বেশি সময় লাগবেনা।
  • সাথে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা ফিচার এবং সোশ্যাল নেটওয়ার্ক এ শেয়ার করার সহজ উপায়।
  • App Link

আকর্ষণীয় ফিচার্স:

  • কোলাজ, ড্র, ফ্রেম, স্টিকার এবং আরো অনেক রকমের অত্যাধুনিক বিকল্প রয়েছে যা দিয়ে নিজের ছবিকে করে তুলতে পারবেন আরো ডিটেইলড।
  • ব্রাশ মোড রয়েছে আপনার মুখের সিলেক্টিভ অংশকে উজ্জ্বল করে তোলার জন্য।
  • এ এল পাওয়ার এফেক্টের সুবিধা আছে।
  • ওপাসিটি নিয়ন্ত্রন ও ডাবল এক্সপোজার এর সাথে নিজের ট্রান্সপারেন্সি এডজাস্ট করে নিতে পারবেন যাতে বদলে যাওয়া সিচুয়েশন এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন।
  • ফ্রি ক্রপ এর ফিচারটি খুবই ভালো যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যারিং দ্বারা নিজেকে হাইলাইট করতে চান।

স্ন্যাপসিড:

  • গুগলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুবই জনপ্রিয় একটি অ্যাপ।
  • নাম থেকেই বোঝা যাচ্ছে যে সব ফটোজেনিকদের আঁতুরঘর এটি।
  • এতে রয়েছে ২৯টি ফটো এডিটিং টুল যা আপনাকে করে তুলবে সজীব ও প্রাণোচ্ছল।
  • পেয়ে যাবেন সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যা দিয়ে নিজের খামতিগুলো মুছে ফেলে আপনি হয়ে উঠবেন নিখুঁত।
  • অজস্র ফিল্টার রয়েছে যা দিয়ে ভিন্ন ভিন্ন লুকে নিজেকে দেখে নিতে পারবেন।
  • App Link

আকর্ষণীয় ফিচার্স:

  • হিলিং ব্রাশ যা দিয়ে স্পট এর ব্লেমিস দূর করতে পারবেন।
  • ডিটেইলস বলে একটি ফিচার রয়েছে যেটার স্ট্রাকচার মোডে গিয়ে নিজের ছবির নানা সুক্ষ দিক সংশোধন করে নিতে পারবেন।
  • সবচেয়ে ভালো ও অনন্য বৈশিষ্ট্য হলো ইমেজ টিউনিং যা দিয়ে নিজের খামতি গুলো সহজে ঢেকে ফেলা যাবে।
  • গ্যালারি থেকে ইমপোর্ট ও র ফরম্যাট এর সাপোর্ট।
  • গ্ল্যামার গ্লো, ভিগনিটি, পোর্ট্রেট,পারপেক্টিভ ইত্যাদি ফিচার এর সুবিধা।

ফটোশপ এক্সপ্রেস:

  • কম্পিউটারে ফটোশপে এডিটিং যদি আপনার পছন্দের হয়ে থাকে তবে নিশ্চিন্ত থাকুন মোবাইলেও আপনাকে ঠিক একই ফিল এনে দেবে ফটোশপ এক্সপ্রেস।
  • এটি নির্মিত এডোব সফটওয়্যার দ্বারা।
  • ফটো রেন্ডারিং, ওয়ান টাচ ফিল্টার, ফটো ফিক্সিং এর মত নিত্যনতুন সবই ফিচার্স পেয়ে যাবেন।
  • তাছাড়া বিরক্তিকর এডের সম্মুখীন হতে হবে না।
  • App Link

আকর্ষণীয় ফিচার্স:

  • পারস্পেক্টিভ কারেকশন এর সুযোগ রয়েছে যার দ্বারা আপনার ফটো তোলার এঙ্গেল ঠিক করে নিতে পারবেন।
  • র ফরম্যাট এর সুবিধে।
  • নিজের ফটোকে ওয়াইড লুক দিতে পারবেন পানোরামিক ফিচার দিয়ে।
  • ফটো রেন্ডারিং ইঞ্জিন, আশির বেশি ফিলটার এর কৌশল সমর্থিত এই অ্যাপ কিন্তু সত্যি অনবদ্য।

পিক্সেলার:

  • অটোডেস্ক কোম্পানির তৈরি একটি দারুন অ্যাপ।
  • আপনার ব্রণ বা একনে এর জন্য নিজেকে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরতে আপনি যদি কনফিডেন্স এর অভাব বোধ করছেন, চিন্তা করবেন না আপনাকে প্রেজেন্টেবল করে তুলবে পিক্সেলেট যা আদতে একটি ব্লার আউট এফেক্ট।
  • ছবির ভাইব্রেন্সি বাড়াতে লাইট ও কন্ট্রাস্ট এর উপরও জোর দেয়া হয়েছে।
  • সর্বোপরি, এটি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে ও বিভিন্ন লে আউট এর ছবির কোলাজ ও করতে পারবেন।
  • App Link

আকর্ষণীয় ফিচার্স:

  • টাচ এনহান্সমেন্ট টুল যা সৌন্দর্য কে বাড়াতে সাহায্য করবে মেকআপ ছাড়াই।
  • ইমেজে মোস্ট ইউসড ইফেক্ট বা ওভারলে এফেক্ট এর মত স্পেশাল ফিচার রয়েছে।
  • স্পেসিং অপশন ও আম্বিয়ান্স সেট করার পছন্দমতো সুবিধা।
  • অটো ফিক্স ফিচার।

ফটো ল্যাব:

  • আপনার প্রিয় ছবিকে সবার কাছে আরো বৈচিত্রময় করে তুলতে আপনার সাথী হোক ফটো ল্যাব।
  • ৯০০+ ইফেক্ট যা দিয়ে নিজেকে সবসময়ই আপডেটেড ও ইনভেটিভ লুকে সাজিয়ে তুলতে পারবেন।
  • এরপর গ্যালারিতে এক্সপোর্ট ও সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অপশনও পেয়ে যাবেন।
  • ফেসিয়াল ওয়ার্মথকে বাড়িয়ে কমিয়ে তাকে আলাদা স্পেকট্রাম ও ডাইমেনশন দেয়া হয় এই অ্যাপে।
  • অর্থাৎ একদিকে রিয়েলিস্টিক টাচ অন্যদিকে ক্রিয়েটিভ আর্ট ওয়ার্ক দুইতে মিলে আপনার ছবি হবে প্রাণবন্ত।
  • App Link

আকর্ষণীয় ফিচার্স:

  • ক্রপ,রোটেট, লাইটিং, সার্পনেস ইত্যাদি ফিচার।
  • ওয়াটার মার্ক দেবার সুবিধে।
  • ওয়ান টাচ এডিটিং এর আনুকূল্য।
  • উন্নত ফেস ডিটেকশন আলগরিথিম যা ফেস মন্তাজ এর জন্য আদর্শ।
Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago