প্রচুর চুল ঝরছে? এর একটা কারণ কিন্তু স্ক্যাল্পে থাকা খুশকি। তাই খুশকিকে বিদায় না জানালে কিন্তু অকালে চুল নষ্ট হয়ে যাবে। তাই সবচেয়ে আগে স্ক্যাল্পের খুশকি দূর করুন। বাজার চলতি বিভিন্ন স্পেশাল শ্যাম্পু কিন্তু পুরোপুরি এই সমস্যার সমাধান করতে পারে না। তার ফলেই বার বার ফিরে আসে খুশকি। কিন্তু কখনও ব্যবহার করেছেন পাতিলেবু? জাস্ট মাথায় লাগান একটু পাতিলেবু, ব্যাস মুহূর্তে দেখবেন খুশকি উধাও। হ্যাঁ খুশকির ক্ষেত্রে এতটাই উপকার পাতিলেবু। যা খুশকির প্রধান শত্রু।
পাতিলেবুতে থাকা প্রচুর ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট খুশকির যম। বিশেষত অ্যান্টিঅক্সিডেন্ট তো খুশকির যম। যা পুরোপুরি স্কাল্প থেকে এই সমস্যা দূর করে। বার বার ফিরে আসাও আটকায়। আসুন জেনেনি কিভাবে ম্যাজিকের মত কাজ করে পাতিলেবু।
তাহলে দেখলেন তো কেন পাতিলেবু খুশকির যম? কিন্তু সেটাকে সঠিক ভাবে ব্যবহার করাও প্রয়োজন। তাই দেখেনি যে খুশকির সমস্যায় কিভাবে ব্যবহার করব পাতিলেবু।
একটু নারকেল তেল গরম করে, তাতে দু চামচ পাতিলেবুর রস ভালো করে মেশান। এবার সেটি স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। সঙ্গে পুরো চুলেও লাগান। সপ্তাহে দু থেকে তিন দিন করুন। দেখবেন খুশকি উধাও।
একটু নারকেল তেলের সঙ্গে একচামচ ক্যাস্টর অয়েল, একচামচ লেবুর রস ভালো করে মেশান। তারপর সেটি স্কাল্পে ভালো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করা হয়ে গেলে গরম তোয়ালে দিয়ে কিছুক্ষণ মাথা ঢেকে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। খুশকি অনেকটা কমবে।
কিছুটা মুলতানি মাটি ও লেবুর রসের পেস্ট বানান। এই পেস্টটি লাগিয়ে রাখুন কয়েক মিনিট। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে একবার করলেই কাজ হবে।
নিম এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই উপকারি। তাই কয়েকটি নিম পাতার পেস্ট করে তাতে একটু লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। বা নিম পাতার রস করে তাতে লেবুর রস যোগ করেও স্ক্যাল্পে লাগাতে পারেন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলবেন। সপ্তাহে দু দিন করলে শুধু খুশকি নয়, স্ক্যাল্পের চুলকানি ও অন্যান্য ইনফেকশনও দূর হবে।
এক থেকে দু চামচ মেথি পাউডারের সঙ্গে দু চামচ লেবুর রস মেশান। এটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। খুশকি মুক্ত হবেন।
তাহলে এবার থেকে খুশকির সমস্যায় চিন্তা করার কোন কারণ নেই। আজ থেকেই চুলকে বাঁচাতে খুশকি তাড়াতে শুরু করে দিন। আর খুশকি তাড়াতে জাস্ট ব্যবহার করুন একটু পাতিলেবু। ব্যাস ম্যাজিকের মত দেখবেন খুশকি উধাও।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…