Most-Popular

পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন

রোজ দশটা-পাঁচটার অফিসে গিয়ে কাজ করা কি আপনার বোরিং মনে হয়? একটু অন্যরকম, যাতে আছে খানিক অ্যাডভেঞ্চার, লাগবে বেশ খানিকটা সাহস এমন কাজ কি চাইছেন আপনি? নিশ্চয়ই ছোটবেলা থেকে আপনি আপনাকে আয়নায় খাকি উর্দিতে দেখার স্বপ্ন দেখে আসছেন। তাহলে আপনার জন্য অন্য কোনো অপশন নয়, একমাত্র পুলিশের চাকরিই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। কিন্তু কীভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সেটা ভাবছেন তো! চিন্তা কী? ‘দাশবাসে’র পক্ষ থেকে রইল প্রস্তুতির হাল-হকিকত।

কেমন চাকরি পেতে পারেন পুলিশ বিভাগে

দেখুন একদম উঁচু পোস্ট মানে অফিসিয়াল পদ, যেমন ডি.জি.পি, এ.ডি.জি.পি. বা ডি.আই.জি.পি.-র জন্য তো অনেক অভিজ্ঞতা দরকার। পাশাপাশি সেইরকম সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতাও দরকার। কিন্তু অনেকে যে ততটাই শিক্ষিত হয়ে পুলিশের চাকরিতে আসতে পারবেন তা নয়। বরং আজ বলব সাব-ইন্সপেক্টর বা এস.আই. আর কন্সটেবল পদের কথা। কীভাবে আপনি তার জন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন দেখুন।

এস.আই. পদের জন্য

বয়স

প্রার্থীকে অবশ্যই ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এই বয়সের সীমা বাড়ানো যায় ৫ বছর পর্যন্ত এস.সি. বা এস.টি. আর ৩ বছর বাড়ানো যায় ও.বি.সি. প্রার্থীদের জন্য।

শিক্ষা

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বা তার সমতুল ডিগ্রী থাকলেই হবে।

শারীরিক গঠন

পুরুষদের ক্ষেত্রে হতে হয় উচ্চতা ১.৬৭ মিটার বা ৫’৫’’ মতো। ওজন হতে হয় ৫১.৫ কেজির কাছাকাছি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১.৬০ মিটার বা ৫’৩’’ মতো। ওজন হতে হয় ৪৫ কেজি মতো। মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত হওয়াটাই গ্রাহ্য।

পরীক্ষা পদ্ধতি

মূলত তিন ধাপে পরীক্ষা হয়- প্রিলিমিনারি (preliminary), ফাইনাল (Final) আর পার্সোনালিটি টেস্ট (Personality Test)। প্রিলিমিনারির জন্য থাকে ২০০ নম্বর। সাধারণত পরীক্ষা হয় জেনারেল নলেজ (General Knowledge) আর অ্যারিথম্যাটিকের (Arithmetic) ওপর। জেনারেল নলেজের জন্য প্রশ্ন থাকে ৭৫ টা, যার জন্য নম্বর থাকে ১৫০। আর অ্যারিথম্যাটিকের ক্ষেত্রে প্রশ্ন থাকে ২৫টা আর নম্বর থাকে ৫০। মোট সময়সীমা দেড় ঘন্টা।

প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তাহলে দেওয়া যাবে ফাইনাল পরীক্ষা। তিনটে পেপারের পরীক্ষা হবে।

পেপার ১

এখানে থাকবে জেনারেল স্টাডিস আর অ্যারিথম্যাটিক। জেনারেল স্টাডিসের জন্য থাকে ৮০ নম্বর আর অ্যারিথম্যাটিকের জন্য থাকে ২০ নম্বর। মোট নম্বর ১০০ আর সময় ২ ঘন্টা। অঙ্ক মূলত মাধ্যমিক লেভেলের থাকে আর জেনারেল নলেজও মূলত চারপাশের ঘটনা সম্বন্ধে আপ-ডেটেড থাকলেই জানা যায়।

পেপার ২

৫০ নম্বরের ইংরাজী ভাষার ওপর পরীক্ষা হয়, যেখানে সময় থাকে ১ ঘন্টা। এখানে থাকে মূলত রিপোর্ট লেখা, অনুবাদ বা ট্রান্সলেশন করা, অশুদ্ধ বানান আর বাক্য ঠিক করা ইত্যাদি। অবশ্যই ব্যাকরণ ভালো করে জেনে রাখতে হবে।

পেপার ৩

বাংলা, হিন্দি, নেপালী বা উর্দু ভাষায় পরীক্ষা যেখানে থাকবে ৫০ নম্বর আর সময় ১ ঘন্টা। এখানেও ব্যাকরণ, শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় এইসব দেওয়া হয়ে থাকে।

এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হয় পার্সোনালিটি টেস্টের জন্য। সেখানে ৩০ নম্বর থাকে। উচ্চতা, ওজন আর বুকের মাপ নেওয়া হয় ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে।

মনে রাখতে হবে, সর্বশেষ উত্তীর্ণ তালিকা কিন্তু ফাইনাল পরীক্ষা আর পার্সোনালিটি টেস্টের ওপর নির্ভর করেই হয়।

বইয়ের নাম

এবার আসুন কিছু বইয়ের নাম জেনে নেওয়া যাক।

General Studies– Manohar Pandey (Arihant)

জেনারেল স্টাডিজের জন্য এটা পড়তে পারেন।

দাম ৫৯৫/-

 কিনুন

 

Arihant Descriptive General English – S.P Bakshi, Richa Sharma

ইংলিশের জন্য পড়তে পারেন।

দাম ২৮৫/-

অফারে দাম ২৪১/-

 কিনুন

কনস্টেবল পদের জন্য

এই পদের জন্য বয়স হতে হয় ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে। মাধ্যমিক পাশ করেই এই পদের জন্য আবেদন করা যায়। এই পরীক্ষা হয় শারীরিক পরীক্ষা আর লিখিত পরীক্ষা থেকে। শারীরিক পরীক্ষার জন্য পুরুষদের ক্ষেত্রে লং জাম্পে থাকে ১৬০০ মিটার আর মহিলাদের থাকে ৪০০ মিটার। লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট নম্বর থাকে ৯০। এখানে জেনারেল নলেজের জন্য থাকে ২৫ নম্বর, ইংলিশ থাকে ২৫ নম্বর, মাধ্যমিক স্তরের অঙ্ক থাকে ২৫ নম্বরের আর রিজনিং থাকে ১৫ নম্বরের।

তাহলে এখন আর চিন্তা কীসের? উর্দি আর দায়িত্ব দুটোই তো অপেক্ষা করছে আপনার জন্য। তবে মনে রাখবেন, পড়তে গিয়ে কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন না। পুলিশের পরীক্ষায় এখানে উত্তীর্ণ না হতে পারলে কিছুই হবে না। তাই ভালো খান, ঘুমোন আর মন দিয়ে প্রস্তুতি নিন।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago