পার্লারে যারা নিয়মিত যান তারা নিশ্চয়ই অক্সি ডি ট্যান সম্পর্কে অবগত। অনেকেই ফেসিয়াল করার আগে অক্সি ডি ট্যান আগে করে নিয়ে তারপর ফেসিয়াল করেন। কারন স্কিনের যত্ন নিতে এটি অসাধারণ কাজ করে।
এখন হয়তো অনেকেই ভাবছেন যে পার্লারে না গেলে কি অক্সি ডি ট্যান করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। রেডিমেড ফেস প্যাক কিনে এনেও এটা করতে পারেন, অথবা একেবারে ঘরোয়া উপকরন দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
রোদের থেকে হওয়া শরীরের কালো ছোপকে বলা হয় ট্যান। এই ট্যান সরানোকে বলা হয় ডি ট্যান করা। অক্সি ডি ট্যান হল একেবারে গভীর থেকে ট্যান সরানো। স্কিন কেয়ারের ক্ষেত্রে এটি করা খুবই প্রয়োজন। যাদের মুখে, গলায়, হাতে, পায়ে রোদের থেকে ট্যান পরে কালো হয়ে গিয়েছে, তাদের সপ্তাহে একবার করে অবশ্যই এটি করা উচিত।
ঘরোয়া ভাবে স্কিনের যত্ন নেওয়া সবচেয়ে ভালো, এতে কাজ হতে সময় লাগে কিন্তু কোন রকমের ক্ষতি হয় না ত্বকে। বরং ভিতর থেকে স্কিন আরও হেলদি হয়ে ওঠে। অক্সি ডি ট্যান প্যাক ঘরে বানিয়ে ব্যবহার করা সবচেয়ে বেস্ট স্কিনের জন্য। সময় নেবে একমাস মত, কিন্তু রেজাল্ট পাবেন একশো শতাংশ। চলুন জেনে নেওয়া যাক অক্সি ডি ট্যান ফেস প্যাক কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ।
প্রথমে মুখ ধুয়ে নিন ফেস ওয়াশ দিয়ে। তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে ভালো ভাবে মুখ মুছে নিন। ঘরোয়া ফেস ওয়াশ বানাতে চাইলে এটি পড়ে বানিয়ে নিন ?? ঘরোয়া ফেস ওয়াশ।
এবারে সরাসরি ফেস প্যাক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এটি একবার বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ৩ দিন মত। তবে সবচেয়ে ভালো হয় যখন ব্যবহার করবেন তখনই বানিয়ে নিয়ে অ্যাপ্লাই করা।
উপকরণ ( মুখে লাগানোর মত পরিমাপ)
ফেস প্যাক ব্যবহার করার পদ্ধতি
এখানে বিশেষ কিছু করতে হবে না। ফেস প্যাক লাগানোর পর মুখ ধুয়ে নেওয়ার ৫ মিনিট পর টোনার লাগিয়ে নিন মুখে। আপনি এক্ষেত্রে নিয়মিত যে টোনারটি ব্যবহার করে তা অ্যাপ্লাই করতে পারেন। না হলে গোলাপজল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
খুবই সিম্পল ও কম সময়ে করার মত অক্সি ডি ট্যানিং একমাস করে দেখুন। নিজেই নিজের স্কিনের তফাৎ দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। ?? ?? ??
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…