ফ্যাশন

পুরনো সোয়েটার ফেলে না দিয়ে বানিয়ে নিন নতুন ৬টি পোশাক

পুরনো হলে উলের পোশাকের জেল্লা একটু হলেও কমে। কিন্তু, তাই বলে সাধের সোয়েটারটা ফেলে না দিয়ে, তা দিয়ে বানিয়ে নিতে পারেন নিত্য নতুন সব পোশাক, আর এই শীতে নজর কাড়তে পারবেন আশেপাশের মানুষদের। তাহলে আর অপেক্ষা না করে দেখে নিন পুরনো সোয়েটার থেকে কীভাবে বানাতে পারেন নতুন পোশাক।

১. পুরনো সোয়েটার হতে পারে ট্রেন্ডি ক্রপ টপঃ

আজকাল তো বাজারে ক্রপ টপের চাহিদা তুঙ্গে।আপনার বাড়িতে পড়ে থাকা পুরনো সোয়েটার থেকেই বানিয়ে নিতে পারেন ক্রপ টপ। এরজন্য আপনার পুরনো সোয়েটারটিকে আপনার মাপ অনুসারে কাটুন, নীচের বর্ডারটি যোগ করতে ভুলবেন না। তৈরির পর সেই ক্রপটপ ট্রাই করতে পারেন জিনসের সঙ্গে বা পরতে পারেন শাড়ির সঙ্গেও।

২. পুরনো সোয়েটার হতে পারে ফিউশন ড্রেসঃ

এখন তো ফিউশনের জমানা। তাই পুরনো সোয়েটারেও আনতে পারেন ফিউশনের ছোঁয়া। এর জন্য পুরনো সোয়েটারের সামনের একপাশে একটা অংশ কেটে নিন। সেই অংশে লাগিয়ে নিন আপনার বাড়িতে থাকা কোনও পুরনো পোশাকের অংশ। এইভাবে সোয়েটারের একটি পাশে কিংবা সামনের অংশে চার বা পাঁচটি লাইনে এমন কাপরের টুকরো কেটে বসাতে পারেন।

৩. সোয়েটার থেকে ব্যাক ওপেন টপঃ

অনেকেই এমন রয়েছেন যাঁরা শীতের পোশাক নিয়ে একটু অন্যরকম স্টাইল করতে বিশেষ পছন্দ করেন। তাঁদের কাছে এই বুদ্ধিটি আকর্ষণীয় হতে পারে। এরজন্য একটি পুরনো সোয়েটারের পিছনের অংশটি কেটে নিন। এবার সোয়েটারের স্ট্র্যাপ লাগিয়ে বানাতে পারেন ক্রিসক্রস ডিজাইন। অথবা কেবল দুটি স্ট্র্যাপ লাগিয়েই বানিয়ে নিতে পারেন সুন্দর বো। এইভাবে শীতে সোয়েটার পরেই পেয়ে যেতে পারেন, ব্যাকলেস টপ পরার আনন্দ।

৪. ইনফিনিটি স্কার্ফঃ

শীতের দিলে উলের স্কার্ফ পরতে কার না ভালোলাগে। তবে আপনার বাড়িতে যদি কোনও পুরনো সোয়েটার থাকে তাহলে তা দিয়েই বানানো যেতে পারে উলের ইনফিনিটি স্কার্ফ। এই ধরণের স্কার্ফ আপনাকে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা করতে পারে। এর জন্য বাড়িতে থাকা পুরনো সোয়েটারের বডির অংশটা সুন্দর করে কাটুন। যদি না পারেন, তাহলে এক্সপার্ট কারওর সাহায্য নিয়েও বানিয়ে নিতে পারেন ইনফিনিটি স্কার্ফ।

৫. পুরনো সোয়েটার হতে পারে স্কার্টঃ

পুরনো রঙচঙে সোয়েটার যদি এখন আর না পরতে ইচ্ছে করে, তাহলে সেটাকে ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন স্কার্ট। তবে সেক্ষেত্রে একটা ফুল লেন্থ সোয়েটার দিয়ে একটা নি-লেন্থ (হাঁটু পর্যন্ত) স্কার্ট বানিয়ে নেওয়া যেতেই পারে। এর জন্য সোয়েটারের বুকের একটু ওপরের অংশ থেকে হাতা সমেত কেটে ফেলুন। সোয়েটারটি যদি ফ্রন্ট ওপেন হয়, তাহলে স্কার্টেও সেই বোতাম দেওয়া ডিজাইনটা রাখুন। আর সোয়েটার যদি মাথা গলানো হয়, তাহলে কোমরের কাছে বোতাম লাগিয়ে নিন, সেইসঙ্গে কোমরের কাছে লাগাতে পারেন অতিরিক্ত লেস বা ফুল।

৬. টুপি, গ্লাভস এবং হেড ব্যান্ডঃ

শীতকালে শীতের পোশাকের মধ্যে অন্যান্য আনুষঙ্গিক জিনিসও ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল টুপি এবং গ্লাভস। পুরনো সোয়েটার থেকে অনায়াসেই বানিয়ে নেওয়া যেতে পারে হাতের গ্লাভস। এর জন্য দু-হাতের মাপে আগে কেটে নিন, তারপর সেলাই করে নিন, নিজে না পারলে দর্জির সাহায্যও নিতে পারেন।

এছাড়াও পুরনো সোয়েটার হতে পারে টুপিও। আজকাল শীতের দেশে বেড়াতে গেলে টুপি তো লাগেই। এর জন্য নতুন না কিনে, তা পুরনো সোয়েটার কেটেই বানিয়ে নিতে পারেন। সেইসঙ্গে উল দিয়ে পমপম বানিয়ে সাজিয়ে নিতে পারেন টুপিটি।

আর একটি অভিনব জিনিস যা উলের সোয়েটার কেটে তৈরি করতে পারেন তা হল হেড ব্যান্ড। বাজার থেকে সাধারণ মাথার ব্যান্ড কিনুন। আর পুরনো সোয়েটার থেকে সরু সরু স্ট্র্যাপ কেটে নিন। এবার সেগুলিকে ব্যান্ডের মধ্যে ব়্যাপ করে নিয়ে সেলাই করে দিলেই তৈরি হয়ে যাবে হেড ব্যান্ড।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago