‘যে রাঁধে সে চুলও বাঁধে’ কথাটা আজকের লেখার জন্য একেবারে পারফেক্ট। নিশ্চয়ই ভাবছেন হয়তো কেন? কারণ মেয়েরা আজ কোনও দিক থেকে পিছিয়ে নেই। অফিস বাড়ি দুই তারা দুহাতে সামলে নেন খুব সহজে। শুধু নিজের জন্য তাদের সময় নেই। আর সাজগোজা তো সেই শীতের কম্বলের মত হয়ে গিয়েছে। যেমন শীতকাল এলে কম্বল নামে তেমনই আমরাও অনুষ্ঠান বাড়ি ছাড়া নিজেকে সুন্দর করে সাজানোর অবসর পাই না। তবে সময়কে দোষ দিয়ে লাভ নেই ভাই! সবটাই আলসেমি।
কিন্তু একটু নিজেকে রোজ যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারি কয়েক মিনিটের মধ্যে! তাহলে কেমন হয়? দারুন না। আসুন তাহলে অফিসে যাওয়ার আগে শাড়ি পরার স্টাইল একটু বদলে নি, তাহলেই দেখবেন কেমন আলাদা একটা আমেজ ধরা দিচ্ছে মনে। বেশি কিছু না শুধু কয়েকটা স্টাইল দেখে নিন। আর রোজ রেডি হন অফিসের জন্য এক একদিন এক এক স্টাইলে।
সোমবারের সকালে ভালো ভাবে রেডি হয়ে অফিস যাওয়ার টাইম নেই কারো গোটা দুনিয়া জুড়ে। তাই সিম্পল ভাবে নিজেকে কম সময়ের মধ্যে সাজিয়ে নিন। শাড়িও নর্মাল নিন। সময় থাকলে প্লিট করুন, না হলে না।
ছবির মত শর্ট সার্টের সাথে ম্যাচ করে শাড়ি পরুন। চুল পনিটেল করে বেঁধে নিন। হাতে নিয়ে নিন ছোট ব্যাগ। আর চোখে সানগ্লাস পরতে ভুলবেন না। ব্যাস রেডি! এবার শুধু অফিসে গিয়ে কমপ্লিমেণ্ট পাওয়ার পালা।
রবিবারের ছুটি কাটিয়ে উঠতে দেরি হয়ে গিয়েছে? নো চাপ। জাস্ট শ্যাম্পু করা চুল খুলে নিন। শাড়ি বোট নেক ব্লাউজের সাথে ম্যাচ করে পরুন। কটন শাড়ি পরুন। কানে হালকা স্টাইলের দুল। আর কি বেড়িয়ে যান অফিসের জন্য।
মঙ্গলবারে একটু বিন্দাস লুক না হলে চলে। তাই বলে ভাববেন না ঘণ্টাঘানেক ধরে রেডি হতে বলবো। কম সময়ের মধ্যেই রেডি হয়ে যেতে পারবেন।
মডার্ন লুক শাড়ি পরার জন্য জাস্ট একটু স্মার্ট লুকের ব্লাউজ পরুন। ছবিতে যেমন ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরেছে, ঠিক এরকম পরুন আর গলায় ভারী নেকলেস। হাতে চুড়ি ইচ্ছে হলে পরতে পারেন না হলে না। সানগ্লাস কিন্তু মাস্ট।
এই স্টাইলটা আমার ফেবারিট। কেন জানেন? কারন জাস্ট ক্রপ টপের সাথে যেকোনো প্রিন্টের শাড়ি পরা যায়। চুল খোলা রাখুন। গলায় নেকলেস পরুন। হাতে চুড়ি, না হলে রিষ্ট ওয়াচ পরুন।
সপ্তাহের মাঝামাঝি মানেই কাজের চাপ। জলদি অফিস যাওয়ার তাড়া! সিম্পল স্টাইলে শাড়ি পরে নিন।
শাড়ি বাছুন একদম হালকা কটনের। এক কালারের হলে আরও বেশি ভালো। অবশ্যই কালো রঙের ব্লাউজ স্লিভলেস ডিজাইনের পরুন। খোপা বাঁধুন হালকা করে। কাজল আর হালকা লিপস্টিক।
শিফন বা হালকা মেটিরিয়ালের শাড়ি পরে নিন ছবির মত করে। জাস্ট হাতে চুড়ি। চুল খোলাই রাখুন। কানে গোলাকার রিং টাইপের কিছু পরুন। নো মেকআপ। রেডি আপনি অফিস যাওয়ার জন্য।
উইকেন্ডের ছুটি মাত্র একদিন পর। মন খুশ তো হবেই! তাই একটু না সাজলে কি চলে। একেবারে হালকা মেকআপের সাথেও স্টাইলিশ ভাবে শাড়ি ক্যারি করুন। বোল্ড লুক পাবেনই পাবেন।
ডিপ কাট গলার ব্লাউজের সাথে তাঁত, বা জামদানী শাড়ি পরুন। কানে হেভি ওয়েটের একটা ঝুমকো। চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ। আর হ্যাঁ মুখে একটা মিষ্টি হাসি।
শাড়ির আঁচল প্লিট করুন কিন্তু পিন আটকাবেন না। বোটনেক ব্লাউজের সাথে পরুন। কাজল, টিপ অবশ্যই পরে নিন। কানে হেভি ওয়েটের একটা ঝুমকো পরার ইচ্ছে না হলে মাঝারী সাইজের ঝুমকো পরুন। একেবারে পারফেক্ট দেখতে লাগবেন। হাতে একটা রিষ্ট ওয়াচ ও কিন্তু দারুন মানাবে।
সবসময় বেশি বেশি সাজ মানেই স্মার্ট দেখায় না। স্মার্টনেস নিজেকে ক্যারি করতে হয় নিজের ব্যাক্তিত্বের সাথে সাথে। তাই আপনি যেমন ঠিক তেমন সিম্পল থাকুন। জাস্ট স্টাইল দেখে নিন।
একদম সিম্পল লুক। কিন্তু দারুন ক্লাসি দেখতে লাগে। সলিড কালারের শাড়ি লাল ব্লাউজ দিয়ে পরুন। আর ডিপ করে ডিপ কালারের লিপস্টিক লাগান ঠোঁটে।
ব্লাউজ একটা ম্যাচিং শাড়ির সাথে বানিয়ে নিন ছবির মত করে। ব্যাস সাজ হয়ে যাবে পারফেক্ট। কানে বসা সোনার দুল পরবেন যদি এরকম ভাবে শাড়ি পরেন।
জাস্ট অসাধারন দেখতে লাগবেন আপনারাও এই স্টাইলে। খুবই সহজ। বোটনেক স্লিভলেস ব্লাউজের সাথে হালকা রঙের শাড়ি পরে নিন আর সিলভার জুয়েলারি পরুন। চুল খোপা করুন মাঝখান থেকে সিঁথি কেটে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…