নিউয়ার পার্টি মেকাপ ও ফ্যাশান টিপস – দাশবাস স্পেশাল

“সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়,” হ্যাঁ, দেখতে দেখতে আরও একটা নতুন বছর, আর নতুন বছর মানেই একরাশ স্বপ্ন, প্ল্যানিং এবং সেই সঙ্গে নিজেকেও সবার মাঝে নতুন করে তুলে ধরা।

একদিকে নিউ ইয়ার পার্টি অন্যদিকে শীত, ফ্যাশন এবং মেকআপ এর ক্ষেত্রে আমাদেরকে একটু সমস্যাতেই ফেলে দেয়। কিন্তু আর চিন্তা কি! নিউ ইয়ার পার্টি মেকআপ ও ফ্যাশানের মূল্যবান কিছু টিপস আপনাদের জন্য থাকল।

নিউ ইয়ার পার্টিতে ট্র্যাডিশনাল লুক

নিউ ইয়ার পার্টিতে ট্র্যাডিশনাল ফ্যাশন ক্যারি করতে চাইলে অবশ্যই শাড়ি বেছে নিন।

ব্ল্যাক কালার বা রেড কালারের জর্জেট, সীফোন, সিল্ক বা যেকোনো ফ্যান্সি শাড়ি আপনাকে কিন্তু বেশ লাগবে।

সঙ্গে স্মার্ট লুকের জন্য স্টোনের কাজ করা ফুলহাতা এয়ার-হোস্টেস ব্লাউজ, দারুণ দেখাবে।

মুখে বেইজ মেকাপ দিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিন। চোখে একটু আইশ্যাডো, প্রয়োজনে হাইলাইটও করতে পারেন।

মোটা করে আইলাইনার ও কাজল পড়ে, চোখ আরো গ্লাসি করে তুলুন।

ড্রেস এর সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা লিপগ্লস দিয়ে সাজিয়ে নিন। সবার শেষে ব্লাশন দিতে ভুলবেন না।

চুলটাকে সামনের দিকে পাফ করে পেছনে একটি খোপা করে নিন। প্রয়োজনে স্টোন খচিত কাটা সাহায্যে খোপাটিকে সাজাতেও পারেন।

কানে ঝোলানোর ডায়মন্ড, গোল্ড বা স্টোন-এর দুল আপনার লুকই বদলে দেবে।

এক হাতে ব্রেসলেট এবং অন্য হাতে রিস্ট ওয়াচ, আপনার পার্সোনালিটি কে একটি নতুন মাত্রা দেবে।

শাড়ির সঙ্গে ম্যাচিং একটু হিল তোলা জুতো সঙ্গে ফ্যাশনেবল একটি হ্যান্ড ব্যাগ, ব্যাস।

নিউ ইয়ার পার্টিতে গর্জিয়াস লুক

নিউ ইয়ার এর রাতে পার্টির জন্য গর্জিয়াস লুক চাই! তাহলে সিলভার ব্লাক কম্বিনেশনের উইভিং জ্যাকেট আর লেন্থ সিলভার লাইন ব্ল্যাক জিন্স বেছে নিন।

লেদার জ্যাকেট, ব্লাক জিন্স আর কাফ লেন্থ বুট, মেটালিক হিলস অথবা সিকুইন পাম-সু, খুব ভালো কম্বিনেশন।

ঠান্ডায় স্মার্ট দেখাতে পড়ুন কুইল্টেড জ্যাকেট। আর জিন্সের সঙ্গে বিভিন্ন রংবেরংয়ের পঞ্চুর কম্বিনেশন, ফাটাফাটি।

আপনি চাইলে বেছে নিতে পারেন গাউন, টপস, শার্টস। তবে কালার চয়েজ, গর্জিয়াস হলে বেশি আকর্ষণীয় লাগবে।

রাতের দিকে স্মোকি এফেক্ট চাইলে, রিচ চকলেট ব্রাউন শেড ব্যবহার করতে পারেন।

তবে লিকুইড লাইনার ব্যবহার না করে ক্রিম লাইনার ব্যবহার করুন।

ইনভিজিবল লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। ড্রেসের সঙ্গে মানানসই লিপস্টিক ইউজ করুন।

চিকবোনে হালকা ব্রাশের ছোঁয়ায় ব্লাশার লাগান। স্কিন এবং ড্রেস কালার এর দিকে নজর দিয়ে আইশ্যাডো চুজ করুন। ডার্ক কম্প্লেকশন অরিয়েন্টেড নারীরা ব্রাইট ডুয়েল কালার্স ব্যবহার করতে পারেন। মুখের বেইজ মেকাপ এর সঙ্গে হালকা ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট, বেশ লাগবে।

স্ট্রেট চুলের অধিকারিণীরা চুল ছেড়ে দিন, পারলে কালার শ্যাডো ইউজ করুন। প্রয়োজনে চুল কার্লিও করে নিতে পারেন। কানে দুটো ছোট টপ পড়তে ভুলবেন না।

অবশ্যই ড্রেসের সঙ্গে মানানসই ডায়মন্ড, গোল্ড অথবা পার্ল এর হালকা জুয়েলারি চুজ করুন। কৃষ্টাল শেডের নেলপলিশ দিয়ে রাঙিয়ে তুলুন আপনার নখ-কে।

এবার বেরিয়ে পড়ুন স্মার্ট লুকে বিউটিফুল ম্যাচিং হ্যান্ড ব্যাগ এবং ডান হাতের একটা রিস্ট ওয়াচ কে সঙ্গে নিয়ে।

সোমা দাস

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago