ঘরে বসে বাচ্চাদের সঙ্গে আপনিও খেলতে পারেন এই অন্যরকমের খেলা!
করোনা ভাইরাসের কারণে সারা দেশ জুড়ে জারি লকডাউন। এই পরিস্থিতিতে শিশু থেকে বয়স্ক সকলেই এখন গৃহবন্দি। এই দশায় বাবা-মায়ের কাছে সবথেকে কঠিন কাজ হল শিশুদের ভুলিয়ে ঘরের মধ্যে আটকে রাখা। শিশুদের স্বাভাবিক বিচরণ ব্যর্থ হওয়ার কারণে শিশুরা অনেকসময় বিরক্ত হয়, কাঁদে। তবে এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন কিছু খেলার কথা যা, আপনি ঘরে বসেই আপনার শিশুদের সঙ্গে খেলতে পারবেন।
১) পাজেল গেম
বাড়িতে বসে আপনার শিশুর সঙ্গে নিশ্চয় বোর হচ্ছেন আপনিও। এই সময় শুয়ে বসে না থেকে বুদ্ধির গোড়ায় একটু শান দিয়ে দিন।
পাজেল গেম একদিকে যেমন সৃজনশীল তেমনই এটি খেলতে গেলে বুদ্ধিরও প্রয়োজন। তাই আপনি বা আপনার শিশু যত এই পাজেল প্র্যাকটিস করবেন ততই বুদ্ধি হবে ধারালো।
বাড়িতে যদি দোকান থেকে কেনা পাজেল গেম থাকে তাহলে তাই দিয়েই খেলুন, না হলে আপনার শিশুকে বলুন একটা ছবি আঁকতে, তারপর সেই ছবি টুকরো করে কেটে নিন।
এরপর সেই টুকরোগুলো এলোমেলো করে দিন। তারপর একটা টাইমার সেট করে আপনি এবং আপনার শিশু পাজেল সাজান, দেখুনকে কত কম সময়ে পাজেল সমাধান করতে পারছেন।
২) ফুল-ফল-নাম-দেশ/রাজ্য
এটি ছোটবেলার একটি অতি পরিচিত খেলা। এই খেলার মাধ্যমে আপনার শিশু কিন্তু একটি শিক্ষণীয় দিক রয়েছে।
কারণ প্রথমে একটি কাগজে চারটি লাইন কেটে ঘর বানিয়ে প্রতিটিতে ফুল, ফল, নাম, দেশ/রাজ্য লিখুন। এরপর বাংলা বা ইংরেজিতে একটি বর্ণ ঠিক করুন।
এবার সকলে একে অপরকে না দেখিয়ে সেই বর্ণ বা অক্ষর দিয়ে একটি ফুল, ফল, নাম এবং দেশ/রাজ্যের নাম লিখুন।
সকলের সঙ্গে মিলিয়ে দেখুন কে কী নাম লিখেছে। মনে রাখতে হবে মন গড়া কোনও নাম লিখলে হবে না।
আর একই নাম যদি ২জন বা তার বেশি কেউ লিখে ফেলেন তাহলে কেউই পয়েন্ট পাবে না।
৩) মেমরি গেম
মেমরি গেমও খুব ইন্টারেস্টিং। ছোট বড় সকলে এই খেলায় দারুণ আনন্দ পাবেন।
প্রথমে বিভিন্ন সেগমেন্ট ভাগ করে নিন। ধরা যাক, প্রথমে একজন একটা পাখির নাম বললেন।
পরে এই পাখিটি এবং আর একটি পাখির নাম বললেন। তার পরেরজন প্রথম দুটি পাখি এবং আরও একটি পাখির নাম বলবেন।
এইভাবে চলতে চলতে যে সবকটা পাখির নাম মনে রেখে বলতে পারবেন তিনিই জয়ী।
নাম শুনে মনে হতে পারে এই খেলার সঙ্গে ফ্রিজের সম্পর্ক আছে। কিন্তু একেবারেই নয়। তবে খেলাটি ছোটদের কাছে খুবই আকর্ষণীয়।
খেলাটি শিশুদের দিয়ে খেলান আর বড়রা পরিচালনা করুন। এক্ষেত্রে আপনার শিশুর মনের মতো একটা গান চালিয়ে দিন।
এরপর সেই গানের সঙ্গে তাকে নাচতে বলুন। এরপর গান বন্ধ করে দিন, শিশু যে পস্চারে দাঁড়িয়ে রয়েছে, সেইভাবে সে কতক্ষণ দাঁড়াতে পারেন দেখুন।
গেমটিকে চ্যালেঞ্জিং বানাতে কোনও পশু, পাখি, ইংরেজি বর্ণ বা যোগাসনে তাকে ফ্রিজ করে দিন।
একঘেয়ে ঘরে বসে থাকার চেয়ে এই খেলাটি শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ পরিচালনা করতেও সাহায্য করবে।
৫) টাচ অ্যান্ড ফিল
এই খেলাও কিন্তু খুব আকর্ষণীয়। প্রথমে আপনার শিশুর চোখটি বেঁধে দিন।
এবার হাতের কাছে নানারকমের জিনিস দিন। যা হতে পারে, ঘরে থাকা কোনও জিনিস, তার খুব প্রিয় কোনও খেলনা, বা সবজি এবং ফলও।
এবার সেগুলি স্পর্শ করে তাকে বলতে বলুন জিনিসটি কি।
এভাবে আপনারা বড়রাও এই খেলাটি খেলতে পারেন।
যে যত বেশি সঠিক উত্তর দিতে পারবে সে জয়ী হবে।
৬) বাছাই খেলা
এই গেমটি খুবই মজাদার। এর জন্য বাড়িতে থাকা শস্য যেমন ধরুন রাজমা-চাল বা ছোলা-মটর বা রাজমা-ছোলা একসঙ্গে একটি পাত্রে মিশিয়ে দিন।
এবার নির্দিষ্ট সময়ের একটা টাইমার সেট করুন। এবার দেখুনকে কত কম সময়ের মধ্যে দুটি শস্য আলাদা করে ফেলতে পারছে।
ছোটদের পাশাপাশি এই খেলায় বড়রাও অংশ নিতে পারেন।
এতক্ষণ আপনাদের যে যে খেলার কথা বললাম সেই প্রত্যেকটা খেলাই কিন্তু আপনারা বাড়িতে বসে, নিজেদের মধ্যে একটা নুন্যতম দূরত্ব বজায় রেখেই বসে খেলতে পারেন। তাহলে আর হোম কোয়ারেন্টাইন বোরিং নয়, কী বলেন?