Most-Popular

চুলের কন্ডিশনার ঘরে বানানোর ৫টি সহজ উপায়

শ্যাম্পু করার পর কন্ডিশনার মাস্ট। কন্ডিশনার চুলের পি এইচ ব্যাল্যান্সকে ঠিক রাখে। শ্যাম্পু করার চুলকে সফট ও সাইনি রাখতে সাহায্য করে। আর সেটা যদি বাড়ির তৈরি খাঁটি উপাদান হয়, তাহলে তো অসাধারণ। রান্নাঘরের খুব সহজ কিছু উপাদান আপনার চুলকে অসাধারণ কন্ডিশনিং করতে পারে। কীভাবে বানাবেন? দেখুন।

দই ও ডিমের কন্ডিশনার

ড্যামেজ চুল? তাহলে এই কন্ডিশনার জাস্ট অসাধারণ কাজ করবে।
এটা চুলের পি এইচ ব্যাল্যান্সকে ঠিক রাখবে।
চুলকে দেবে একটা এক্সট্রা সাইন।

উপকরণ

একটা ডিম

৫ থেকে ৬ চামচ দই

পদ্ধতি

একটা ডিমের সাদা অংশ নিন। কুসুমটা আলাদা রেখে দিন।

ভালো করে ফেটিয়ে নিন ডিমের সাদা অংশ এবার এতে দই মেশান। ভালো করে মেশান যাতে একটা স্মুদ মিশ্রণ তৈরি হয়।

এটা চুলে হালকা ম্যাসাজ করে করে লাগান।

শ্যাম্পু করার ঠিক ১৫ মিনিট আগে এই কন্ডিশনার লাগান।

১৫ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।

সপ্তাহে দুদিন করুন টানা একমাস।

ডিম ও অলিভ তেল

এই কন্ডিশনার চুলকে কন্ডিশনিং তো করবেই সাথে, চুলের ময়েশ্চারকেও ধরে রাখবে।
চুলকে সাইনি রাখতে সাহায্য করবে।

উপকরণ

একটা ডিমের কুসুম( চুল বড় হলে দুটো কুসুমও চলতে পারে)

২চামচ অলিভ তেল

কিছুটা জল

পদ্ধতি

ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন।

এবার দিন অলিভ তেল
জাস্ট একটু জল দিন। এতে ব্লেণ্ড করতে সুবিধা হবে।

এবার এই স্মুদ মিশ্রণটা পুরো চুলে লাগান।

স্নানের আধঘণ্টা আগে এই মিশ্রণটা লাগান তারপর কোনও মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে গরম জল চুলে ব্যবহার করবেন না।

সিয়া বাটার,অ্যালোভেরা ও অলিভ তেল কন্ডিশনার

সিয়া বাটারে আছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। যেটা চুলে পুষ্টি যোগায়, তার সাথে চুলকে অসাধারণ কন্ডিশনিং করে।

নয়তো ব্যবহার করুণ সিয়া বাটার নাহলে ব্যবহার করুণ অ্যালোভেরা। যেকোনো একটির সাথে অলিভ তেল।

অ্যালোভেরাও চুলকে কন্ডিশনিং করে। সাথে স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন রোধ করতেও সাহায্য করে।

উপকরণ

১চামচ সিয়া বাটার

 কিনতে চাইলে ক্লিক করুন 

অথবা ১চামচ অ্যালোভেরা জেল

২চামচ অলিভ তেল

পদ্ধতি

সিয়া বাটার একটু গরম করে নিন। যাতে একটা সুন্দর স্মুদ পেস্ট আসে।

এরপর এতে মেশান অলিভ তেল।

এবার এই পেস্টটা চুলে লাগান।

এটা শ্যাম্পুর পরও লাগাতে পারেন।

২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

নারকেল তেল ও মধুর কন্ডিশনার

নারকেল তেল হল অসাধারণ কন্ডিশনার। এতে আছে ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড।
যেটা চুলকে ভেতর থেকে নারিশ ও কন্ডিশন করে।

উপকরণ

২চামচ নারকেল তেল

১চামচ মধু

পদ্ধতি

নারকেল তেল গলিয়ে নিন।

এতে মধু মেশান।

তারপর এই মিশ্রণ পুরো চুলে ভালো করে লাগান।

১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

একইভাবে শুধু নারকেল তেলও চুলে লাগাতে পারেন শ্যাম্পুর আগে।

অন্তত ২ঘণ্টা আগে। নাহলে আগেরদিন রাতেও নারকেল তেল মাখতে পারেন। পরের দিন শ্যাম্পু করে নেবেন।

অ্যাপেল সিডার ভিনিগার কন্ডিশনার

শুনতে একটু অন্যরকম লাগছে? কিন্তু অনেকেই জানেন না অ্যাপেল সিডার ভিনিগারও অসাধারণ কাজ করে।
এটা চুলের পি এইচ লেবেলকে ঠিক রাখে।

উপকরণ

২চামচ অ্যাপেল সিডার ভিনিগার

এক ক্যাপ জল

পদ্ধতি

অ্যাপেল সিডার ভিনিগার জলের সাথে মিশিয়ে নিন।

চুল শ্যাম্পুর পর আপনার রেগুলার কন্ডিশনার লাগিয়ে নিন।

কন্ডিশনার ধুয়ে এবার এই মিশ্রণটা লাগান।

দেখবেন চুল থাকবে ময়েশ্চারাইজড।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago