সান বাংলা চ্যানেল খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর যে কটা অনুষ্ঠানের মাধ্যমে সান বাংলা এই কাজটি করেছে, তার মধ্যে অন্যতম হল নন্দিনী ধারাবাহিকটি। মূলত তামিল ধারাবাহিকের ডাবিং হলেও গল্পের বুনন আর অভিনেতাদের অভিনয়ের জন্যই বাংলায় পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে এটি এখন অন্যতম। আজ এই ধারাবাহিকের মূল চরিত্র, নন্দিনীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তার সম্বন্ধ কিছু কথা জানাবো।
নন্দিনীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম নিত্যা রাম। নিত্যা কর্নাটকের মেয়ে, সেখানেই জন্ম ১৯৯০ সালের ৩১ জানুয়ারী। বর্তমানে নিত্যার বয়স তাহলে তিরিশ। কিন্তু আপনি দেখলে বুঝতেই পারবেন না যে নিত্যার তিরিশ বছর চলছে, এতোটাই নিজেকে মেইনটেইন করেন নিত্যা। নিত্যার বাবার নাম কে.এস রামু। নিত্যার বোন রচিতা রামও একজন অভিনেত্রী আর ক্লাসিক্যাল ডান্সার।
নিত্যা পড়াশোনা করেছেন ডাভাঙ্গির ইউনিভার্সিটি থেকে। এটি কর্নাটকের একটি অন্যতম ইউনিভার্সিটি। সেখানে তিনি বায়োটেকনোলজিতে ডিগ্রী কোর্স করেন। অর্থাৎ শিক্ষা যথেষ্টই আছে এই অভিনেত্রীর। আর যে বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন তা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। এই বিষয়ে কাজ করার সুযোগও অনেক বেশি। কিন্তু অভিনয়কে একান্ত ভাবে ভালবেসেই নিত্যা অভিনয় করতে আসেন।
নিত্যা কিন্তু কোনও অভিনয়ের পরিবেশ থেকে অভিনয় করতে আসেননি। এমন নয় যে তার পরিবারের অনেকেই অভিনয় করেছেন। নিত্যা মূলত ভালোবাসা আর অভিনয়ের প্রতি প্যাশন থেকেই এই কাজে এসেছিলেন। অভিনেত্রী হিসেবে তিনি যাত্রা শুরু করেন ধারাবাহিক দিয়েই। জি কানাড়া চ্যানেলে সম্প্রচারিত হত সেই ধারাবাহিক। এর পর আরও বেশ কিছু ধারাবাহিক করেন। সঙ্গে দক্ষিণের বেশ কিছু সিনেমাতেও কাজ করেন। নিত্যা কিন্তু তার বোনের মতো নিজেও একজন খুব ভালো ডান্সার। কিন্তু তিনি সবচেয়ে জনপ্রিয় হন ‘নন্দিনী’ ধারাবাহিকের মাধ্যমে। নন্দিনী ধারাবাহিক মেগা হিট হয়েছিল দক্ষিণে। সেই জন্যই তো সান বাংলা চ্যানেলে এটি ডাব করে আবার দেখানো হচ্ছে। এই ধারাবাহিকেই তিনি লিড রোল বা প্রধান চরিত্রে অভিনয় করেন। এর পর আর নিত্যাকে পিছনে ফিরে দেখতে হয়নি।
হ্যাঁ, নন্দিনী বা নিত্যা ফ্যানেদের জানিয়ে রাখি নিত্যা বিবাহিত। তিনি প্রথমে বিয়ে করেন বিনোদ গোরা নামের একজনকে। কিন্তু সেই সম্পর্কে তিনি সুখী হতে পারেননি। তারপর তিনি বিয়ে করেন গৌতম নামের একজন ব্যক্তিকে। এখন তিনি সেই সম্পর্কেই আছেন। গৌতম একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় থাকেন। এই সম্পর্কে তিনি এখন খুবই সুখী। গুগুল সার্চ করলেই আপনারা নিত্যার বিয়ের ছবি দেখতে পারবেন। নিত্যা তার অনেক সাক্ষাৎকারেও এই বিয়ে নিয়ে কথা বলেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নিত্যার সেরকম কোনও রাখঢাক নেই। বরং তিনি যেটা করেন সেটা অকপটে স্বীকার করেন। এটা নিত্যার ব্যক্তিত্বের এক অন্যতম দিক।
এই রইল আপনাদের প্রিয় নন্দিনী বা নিত্যাকে নিয়ে সামান্য কিছু কথা। তবে নিত্যা তো বিখ্যাত হয়েছে তার নন্দিনী ধারাবাহিকের জন্য। তাই নিত্যাকে জানতে হলে তার অভিনয় আপনাদের দেখতে হবে, দেখতে হবে ‘নন্দিনী’।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…