HEALTH & SPORTS

নেলপলিশ পরা কি নখের জন্য ভালো?

নেলপলিশ হাতের ও পায়ের নখের জন্য ব্যবহৃত একটি প্রসাধন সামগ্রী। হাত ও পা সুন্দর দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়। এই সাধারণত মহিলাদের মধ্যে বেশি জনপ্রিয়। নেলপলিশ আমাদের সৌন্দর্য্য বৃদ্ধি করলেও অনেকসময় নানারকম ক্ষতিও করে থাকে। নেলপলিশ এ নানারকম রাসায়নিক ব্যবহৃত হয়। এগুলি অনেক সময় অত্যন্ত খারাপ প্রভাব ফেলে আমাদের শরীরের জন্য। আবার কিছু কিছু নেলপলিশ আমাদের নখ গুলিকে ভালো রাখতে আমাদের সাহায্য করে থাকে। তাই আসুন দেখেনি নেলপলিশ এর খারাপ এবং ভালো দিক গুলি।

নানা ধরণের টক্সিন থাকে

নেলপলিশ নানাধরণের রাসায়নিকের মিশ্রনে তৈরী হয়। এতে নানা ধরণের টক্সিন থাকে। গবেষনা বলছে সবথেকে বেশি টক্সিন এই নেলপলিশেই থাকে। যেমন পাথালেটস। ফর্মালডিহাইড ইত্যাদি। এগুলি সাধারণত গন্ধ এবং রঙের জন্য ব্যবহৃত হয়। এগুলি খুব তাড়াতাড়ি হওয়ার সাথে মিশে যায়। ফলত যত বেশিক্ষন বা যতবার আমরা নেলপলিশ ব্যবহার করি ততবার এগুলি আমাদের নিঃশ্বাসের সঙ্গে আমরা গ্রহণ করে থাকি। যা আমাদের নিঃশ্বাস প্রক্রিয়াটিকে ক্ষতিগ্রস্থ করে। এই কারণে নেলপলিশ ব্যবহার করার সময় নাক মুখ ঢেকে নেওয়া ভালো। এছাড়া সপ্তাহে ১ বার বা ২ বারের বেশী ব্যবহার না করে ভালো।

সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে

নেলপলিশ এর সুন্দর রঙ আমাদের সৌন্দর্য্য বৃদ্ধি করে। অনেকসময়ই আমরা দেখে থাকি অনেকেই প্রায় প্রতিদিনই নেলপলিশ লাগিয়ে থাকে। এটি অত্যন্ত ক্ষতিকারক এই রঙের জন্য ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে অনেক সময় রিপ্রোডাক্টিভ সিস্টেম এর কার্যকারিতা কম হতে থাকে।

নেলপলিশ এ ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিকগুলি নানা রকম রোগের কারণ হতে পারে। যেমন এর ফলে অনেক সময় আমাদের নখ ক্ষতিগ্রস্ত হয়।

নখে লাল লাল ছোপ পড়তে দেখা যায়। এছাড়া নানা ধরণের এলার্জি যা ত্বক ও চোখের ক্ষতি করে।

স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়

এতে ব্যবহৃত রাসায়নিকগুলি কার্সিনোজেন তৈরী করে। এই ক্যাসিনোজেন ক্যান্সার হওয়ার একটি কারণ। অনেক সময়ই আমরা এর উপাদানগুলি না ডেকে বা যে কোনো ব্র্যান্ডের নেলপলিশ ব্যবহার করে থাকি। কমদামি নেলপলিশগুলিতে সাধারণত রাসায়নিক উপাদান বেশি করে ব্যবহৃত হয়। ফলত এর ফলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।

নেলপলিশ এর খারাপ দিক গুলির সাথে কিছু ভালো দিক ও আছে

ঠিকমতো ব্র্যান্ড এবং সঠিক ভাবে ব্যবহার করলে নেলপলিশ আমাদের হাত ও পায়ের নখগুলির নানা উপকার করে। কিছু কিছু নেলপলিশ আছে যেগুলিতে ফ্লাওয়ার অয়েল এবং ভিটামিন এ,ভিটামিন ই থাকে।

ফলত এগুলি আন্টি ফাঙ্গাস বা আন্টি ব্যাক্টেরিয়াল হিসেবে আমাদের নখ গুলিকে রক্ষা করে।

অনেক সময় নোংরা জমে বা জল লেগে আমাদের পায়ের নখের কোনায় ব্যাথা হয়। নখ টি নষ্ট হতে থাকে। ভালো নেলপলিশ এরব্যবহার এই ধরণের সমস্যা গুলিকে সরিয়ে তুলতে সাহায্য করে।

নেলপলিশ আমাদে নখ গুলিকে ঠান্ডা রাখে। এর প্রয়োজনীয় নমনীয়তা রক্ষা করে। ফলত নখ গুলি ভালো থাকে এবং কোনোরকম ইনফেকশন হতে পারেনা। নেলপলিশ এ কিউটিক্যাল অয়েল থাকে। যা যেকোনো রকম স্কিন ম্যাসাজে ব্যবহৃত হয়। এতে ভিটামিন ই থাকে। ভিটামিন ই থাকার জন্য এটি আমাদের নখকে ভালো রাখে। এর আয়ু বৃদ্ধি করে। সুন্দর ও মসৃন রাখে।

এবং যে কোনো রকমের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জাত ইনফেকশনকে কম করে।

আমরা দেখতে পাচ্ছি যে নেলপলিশ দুরকম ভাবেই আমাদে ওপর প্ৰভাৱ ফেলতে পারে। সঠিক ভাবে এবং সঠিক ব্রান্ডের নেলপলিশ ব্যবহার অত্যন্ত জরুরি। এছাড়া যেকোনো নেলপলিশ নখে লাগানোর আগে বেস কোট নখে লাগিয়ে নেওয়া ভালো। এতে নেলপলিশ থেকে হওয়া ক্ষতির মাত্রা কম হয়।

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago