স্কিন কেয়ার

সহজেই পায়ের বা হাতের নখ পরিষ্কার সাদা ঝকঝকে করার টিপস

নেলপেইন্ট, নেল আর্ট এর রকমারী কারুকার্যে মুগ্ধ হয়ে আমরা নখকে রাঙিয়ে নিয়েই
সৌন্দর্যবিন্যাস এর কাজপাট চুকিয়ে নিশ্চিন্ত হয়ে যাই। কিন্তু এসব বাহ্যিক চাকচিক্যের নীচে যে কোমল নখের স্বাস্থ্য রয়েছে সেটা অনুধাবনের প্রয়োজনবোধ করি না। ঘরের নানা কাজে ব্যস্ত থাকা এবং অবহেলার দরুণ নখের রং হলদেটে হওয়া বা নখ পাতলা হয়ে ভেঙে যাওয়া চলতে থাকে।

দেখবেন সামান্য পরিচর্যা ও সহজ নিয়ম অনুসরণ করলেই আপনার নখের চেহারার আমূল পরিবর্তন হয়ে বদলে যাবে আপনার হাতের তথা সামগ্রিক রূপমাধুর্য। তাই চলুন কথা না বাড়িয়ে আর আপনাদের জানাই আকর্ষণীয়, নিখুঁত ও ধবধবে লম্বা নখ এর অধিকারী হবার গোপন কৌশল।

ঘরোয়া উপাদান এ নখ সুস্থ রাখার টোটকাঃ

ময়েশ্চারাইজারঃ

মুখের আর্দ্রতা বজায় রাখতে আমরা ময়েশ্চারাইজার এর দ্বারস্থ হয়েই থাকি। কিন্তু এটা জেনে খুশি হবেন আপনার ড্রেসিং টেবিল এর এই সরঞ্জাম কিন্তু নখ এর মসৃণতা ও জেল্লা ধরে রাখতে পারে। রাতে শুতে যাবার আগে নিয়মিত ধার বরাবর ম্যাসাজ করুন নখে।

টুথপেস্টঃ

টুথপেস্ট কেবল দাঁত-ই ঝকঝকে করে না। একটা ব্রাশ এ অল্প টুথপেস্ট নিয়ে আলতোভাবে ঘষে নখের চারধারে লাগিয়ে দিন। জল দিয়ে ধুয়ে নিয়ে দেখুন আগের চেয়ে অনেকটাই স্মুথ হয়েছে দেখবেন।

লেবু ও বেসনঃ

নখে যদি আপনার ছোপ ও দাগ ধরে যায় বারবার এবং সেটা নাছোড়বান্দা হয়। তবে এই ঘরোয়া ট্রিটমেন্ট আপনার জন্য কথা দিচ্ছি। একটা পাত্রে এক কোয়া লেবুর রস ও চিমটি খানেক বেসন নিয়ে পেস্ট বানিয়ে নখে লাগান। ফল বুঝবেন কম সময়েই।

বেকিং সোডাঃ

বেকিং সোডাকে প্রাকৃতিক ব্লিচার বলা হয়। নখের ব্লিচিং করে এটি নখকে পরিপক্ক ও বাইরের আঘাত ও দূষণ থেকে মুক্তি দেয়। গরম জলে সোডা মিশিয়ে একটা থিক মিশ্রণ বানিয়ে নখের কোণে লাগিয়ে ফেলুন। মিনিট খানেক পর জল দিয়ে ধুয়ে নিন। এটি নখের ভেতরে জমা নোংরা নিমেষে দূর করে।

অলিভ অয়েলঃ

নখের আকার সুন্দর ও নজরকাড়া করতে চান? তবে অলিভ অয়েল ছাড়া আপনার গতি নেই। একটা কটন বাড অলিভ তেলে ডিপ করে নখের পুরোভাগে লাগিয়ে নিন। এটি নখের কিউটিকলকে নরম করার পাশাপাশি নখে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমে সংক্রমণ এর সম্ভাবনা কমায়। নারকেল তেল ও ইউজ করতে পারেন
চাইলে।

কমলা লেবুর রসঃ

কমলার রস খেতেই টেস্টি নয় নখের পরিচর্যায় খুবই কার্যকরী ভূমিকা নেয়। ২ টেবিলচামচ কমলার রস এর সাথে কিছুটা ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নিয়ে নখের উপর এপ্লাই করুন। এতে নখ দৃঢ় ও শক্ত হবে ও চট করে ভেঙে যাবে না।

নখ দ্রুত বাড়াতেঃ

নখ যদি আপনি খুব জলদি বড়ো ও ধবধবে চান একদম আধখানা চাঁদ এর মতো তবে আপেল সিডার ভিনিগার ১ টেবিলচামচ, ১ টেবিলচামচ রসুনবাটা একসাথে মিশিয়ে লাগান। একসপ্তাহেই গ্রোথ চোখে পড়বে।

নখ যদি ভেঙে যায়?

নখের নানা অসুখ হয় এনিমিয়া বা রক্তাল্পতা থেকে বা জলের সংস্পর্শে বেশি এলে নখ ভেঙে যাবার প্রবণতা দেখা দেয়। এর জন্য দরকার সঠিক স্ক্রাবিং ঠিক মুখের মতোই। দই, এলোভেরা ও চালের গুঁড়ো একসাথে মিশিয়ে ধীরে ধীরে নখে লাগান। নখ বড়ো ও হবে আর ভেঙে যাবার গতিক দেখতে পাবেন না।

নখের যত্নে আবশ্যক যেসব বিধি মেনে চলবেনঃ

নখের যত্নে আপনাকে নিদির্ষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে যেটা টিপসই বলতে
পারেন। নখের সাথে এই কাজগুলো করার সময় নিম্নলিখিত কিছু বিষয়ে একটু
সাবধানী হয়ে চললে দেখবেন আপনার নখের লাবণ্য ও পরিচ্ছন্নতা হবে প্রশ্নাতীত।

  • নখ ছোট ছোট করে কাটবেন। কারণ ত্বকের মতোই নখেও মৃতকোষ জমা হয়।
    নিয়মিত ছোট করে কাটলে সেই ডেডসেলস দূর হয়ে যায়, ইনফেকশন ও নোংরা কম
    জমে।
  • নখ কাটার আগে গরম জলে নখ চুবিয়ে নরম করে নেবেন।
  • নখের পুষ্টির দরকার হয় শরীরের মতোই। তাই খাবারের সাথে প্রোটিন, আয়রণ,ক্যালসিয়াম,আয়োডিন, ওমেগা ৩, ভিটামিন বি ও সি যুক্ত ফলমূল,সবজি ও
    খাবার রাখুন।
  • নখের সাদাভাব ধরে রাখতে ডেনটিউর ক্লিনার ট্যাবলেট ইউজ করতে পারেন।
  • নেলপলিশ পরার আগে নখে বেসকোট লাগিয়ে নেয়া মাস্ট।
  • ঘুমোতে যাবার আগে নখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। নখের খসখসে ভাব দূর
    হবে ও চকচকে ও দেখাবে।
  • নেলপলিশ তোলবার পর শ্যাম্পু,নুন,লেবুর রস মাখিয়ে নিন একটা পাত্রে। সেটায়
    হাতের নখ ১০মিনিট ডুবিয়ে রাখুন তারপর বাকি কাজ সারুন।

যা যা করবেন নাঃ

  • দাঁত দিয়ে নখ কাটবেন না।
  • নখ কাটার সময় নেলকাটার ছাড়া আর কিছু ব্যবহার করবেন না।
  • ঘন ঘন নেল ফাইলার ব্যবহার না করাই শ্রেয়।
  • ম্যানিকিউর করালে সেটা নিয়ন্ত্রিত হয় সেটা খেয়াল রাখুন।
  • এসিটন যুক্ত নেলপলিশ রিমুভার নৈব নৈব চ। এটা নখের গোড়া দুর্বল করে ও বাতাস
  • চলাচল করতে দেয় না নখের মধ্যে।
Biswarup Parichha

View Comments

  • আমার পায়ের নখ বেঁকে গিয়ে আঙুলের মাংসে ঢুকে যায়। নখ কাটা একটা দুর্বিষহ অভিজ্ঞাত হয় প্রতিবার। কোনো প্রতিকার জানাবেন?

  • আমার পায়ের নখ বেঁকে গিয়ে আঙুলের মাংসে ঢুকে যায়। নখ কাটা একটা দুর্বিষহ অভিজ্ঞাত হয় প্রতিবার। কোনো প্রতিকার জানাবেন?

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago