Most-Popular

নবজাতক পুত্র সন্তানের ২০টি নাম অর্থসহ

আগের দিন কন্যাসন্তানের ২০টি সুন্দর নাম আপনাদের জানিয়েছিলাম। আশা করি আপনাদের তা ভালো লেগেছে। আজকে আপনাদের পুত্রসন্তানের ২০টি সুন্দর নাম জানাবো। দেখুন কুমার, রাহুল, সুমন এই নামগুলো তো আমরা অনেক শুনি। কিন্তু, ভাবুন তো যদি আপনার ছেলের নাম এমন হয় যেটা শুনে সবাই প্রশংসা করবে, তাহলে কত ভালোই না হয়! আসুন, তাহলে আমরা জেনে নেই নামগুলো।

১. দীনার

স্বর্ণমুদ্রা। কুষাণ সাম্রাজ্যের সময়ে এই মুদ্রা পরিচিত হয়। পরে গুপ্ত সাম্রাজ্যের সময়েও এই মুদ্রা ব্যবহৃত হয়। প্রাচীন ভারতে পারস্যের সঙ্গে বাণিজ্যকালে এই মুদ্রা বিনিময় মাধ্যম ছিল।

২. ইশরাক

প্রভাত। প্রভাত নাম হিসাবে এখন খুব চলতি। তাই এই আরবী নাম রাখতেই পারেন।

৩. ইত্তহাদ 

মিলন, বন্ধুত্ব। এটিও একটি সুন্দর আরবী নাম।

৪. অগ্নিধ্র 

জম্বুদ্বীপের রাজা প্রিয়ব্রতর জ্যেষ্ঠপুত্র। আমরা জানি প্রাচীনকালে সমগ্র ভারত ভূখণ্ড জম্বুদ্বীপ নামেও পরিচিত ছিল। হিন্দু পুরাণ মতে আমাদের সমগ্র চরাচর সাতটি দ্বীপে বিভক্ত ও তাদের একটি হল জম্বুদ্বীপ। এই  দ্বীপ নাকি লবণাক্ত জলে পূর্ণ।

৫. অমর্ক

দৈত্যগুরু শুক্রাচার্য্যের পুত্র। আমরা শুক্রাচার্য্যের কন্যা দেবযানীর গল্প শুনেছি। অমর্ক দৈত্যগুরুর দ্বিতীয় পুত্র। অমর্ক প্রহ্লাদের শিক্ষকও ছিলেন।

৬. ইলেশ 

পৃথিবীর রাজা। নামের সঙ্গেই ঈশ শব্দটা যুক্ত, যার অর্থই হল ভগবান বা প্রভু।

৭. উদিচ্য

উত্তরদিকস্থ। উদীচী নামটা আমাদের অনেকেরই জানা, শান্তিনিকেতনের একটি বসতবাড়ি যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। কিন্তু, উদিচ্য নামটা খুব একটা শোনা যায় না। তাই এই নামটা নিয়ে ভাবতে পারেন।

৮. উশীর

খসখসে।

৯. ঋচীক

চ্যবন বংশীয় মুনি। চ্যবন মুনি হলেন ভৃগুর পুত্র ও একটি বিশেষ ভেষজ ঔষধ চ্যবনপ্রাশের উদ্গাতা। সেই বংশের এক মুনির নাম।

১০.একত

গৌতম মুনির পুত্র। আমরা সবাই রামায়ণের কাহিনী সূত্রে গৌতম মুনি, তার স্ত্রী অহল্যা ও ইন্দ্রের কাহিনী জানি। সেই গৌতম মুনির পুত্র।

১১. ঐন্দব

চান্দ্র, অর্থাৎ চাঁদ সম্বন্ধীয়। নামটা কিন্তু বেশ সুন্দর।

১২. কণাদ 

বৈশেষিক দর্শন প্রণেতা মুনি। ইনি তন্ডুলকণা খেয়ে জীবনধারণ করতেন বলে ওনার এইরকম নাম হয়। উনি বৈশেষিক-সূত্র নামের দর্শন গ্রন্থের রচয়িতা।

১৩. কপিঞ্জল

বশিষ্ঠ্যের ঔরসে ঘৃতাচীর গর্ভে জন্ম। বশিষ্ঠ্য মুনি সপ্তর্ষির অন্যতম ঋষি। আর ঘৃতাচী হলেন এক অপ্সরা। তাদের সন্তান কপিঞ্জল।

১৪. কর্ণিক 

ধৃতরাষ্ট্রের এক ব্রাহ্মণ মন্ত্রী।

১৫. কিরিণ

এই নামের অর্থ কবি।

১৬. চন্দ্রক

ময়ূরের পালক। এই সমার্থক নামটা কিন্তু সচরাচর শোনা যায় না।

১৭. জয়দ্বল

বিরাট ভবনে সহদেবের ছদ্মনাম। আমরা জানি পঞ্চ পান্ডবকে এক বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল বিরাট রাজার রাজপ্রাসাদে। সেখানে তাঁরা ছদ্ম পরিবেশে ছিলেন, ভিন্ন নামে। শেষ পান্ডব এই নাম নিয়েছিলেন ও আস্তাবলের দায়িত্বে ছিলেন।

১৮. তুর্বসু

রাজা যযাতির পুত্র। রাজা যযাতির নাম তো আমরা সবাই জানি,গল্পও জানি। নামটা বেশ সুন্দর।

১৯. দ্বারুক

কৃষ্ণের সারথি। কৃষ্ণ নিজে অর্জুনের সারথি হয়েছিলেন। এখানে কৃষ্ণের সারথির নাম জেনে নিন। যদিও কৃষ্ণের সারথি হিসাবে সাত্যকি নামটা আমরা বেশি জানি।

২০. প্রজিত 

কোমল চিত্ত। এই নামটাও কিন্তু বেশ সুন্দর, রাখতে পারেন।

তাহলে এখানে কয়েকটা নাম দেওয়া হল আপনাদের জন্য। চটপট আপনার ছেলের নাম রেখে ফেলুন এর মধ্যে থেকে।

 

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago