মুখের রঙ এক আর গলার রঙ আরেক। কি ঠিক বলছি না। আজকাল আমাদের স্কিন টোন পলিউশান, সূর্যের তেজ ও অন্যান্য নান কারনে বদলে যাচ্ছে। যে অংশে রোদ বেশি পরিমানে লাগে তা কালচে হয়ে যায়। যেমন মুখ, গলা ঘাড়। তাই আজকের লেখায় থাকছে কিভাবে স্কিন টোন বা রঙের স্বাভাবিক রঙ বজায় রাখবেন তার টিপস।
বর্তমান সময়ে ব্যাস্ত লাইফ স্টাইলের মধ্যেও আমরা কম বেশি ত্বকের যত্ন নিয়ে থাকি। কিন্তু খেয়াল করেছেন কি কখনো, যে, যখন আমরা কোন ফেস প্যাক বা ফেসিয়াল ব্যবহার করি তা শুধু মুখে লাগিয়ে থাকি।মুখের যত্ন নেওয়া হলেও আমাদের অজান্তেই গলা ঘাড় বাদ পড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই মুখের রঙ ও গলার রঙের মধ্যে তফাৎ চলে আসে। তাই এবার থেকে যখন ফেস প্যাক ব্যবহার করবেন গলা ও ঘাড়েও তা লাগিয়ে নিতে ভুলবেন না। দেখবেন কিছুদিনের মধ্যে রঙের তফাৎ আর থাকছে না।
রোদে বেরোনোর আগে ভালো করে মুখে সান স্ক্রিন লোশান লাগালেও গলা ও ঘাড়ে সঠিক মাত্রায় লাগানো হয় না। ফলে রোদের তেজে এই অংশের রঙ জলদি পুড়ে যায়। মুখের রঙের থেকে আমূল বদল তৈরি হয়ে যায়। তাই মুখ, গলা, ঘাড়ে ভালো করে সান স্ক্রিন লোশান লাগিয়ে রোদে বেরোন। সমস্যা দেখা দেবে না আর।
মুখ ও গলার স্কিন টোন এক রাখতে সপ্তাহে ট্রাই করুন এই তিনটে প্যাকের যেকোনো একটি। এক মাস নিয়মিত করলে নিজেই দেখতে পাবেন পরিবর্তন।
কলা ও চিনির প্যাক রঙের স্বাভাবিকতা বজায় রাখতে খুব ভালো কাজ করে।রোজ এই প্যাকটি ব্যবহার করতে পারেন। ট্যান সরাতে এই প্যাকটি ম্যাজিকের মত কাজ করে। একটি পাকা কলা ও ২ চা চামচ চিনি একটি বাটিতে নিন। ভালো করে মিশিয়ে নিন। মুখে, গলা, ঘাড়ে ভালো করে প্যাকটি লাগান। দেখেবন চিনি যেন হালকা দানা দানা থাকে। স্ক্রাবারের কাজ করবে চিনি। লাগিয়ে নিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ২০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন প্যাকটি লাগানোর সময় রোদে যাবেন না।
সপ্তাহে দুদিন করে অবশ্যই এই প্যাকটি ব্যবহার করুন। ৩ চা চামচ চালের গুঁড়োর সাথে ২ চা চামচ টকদই ও ২ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক বানান। মুখে, গলা, ঘাড়ে ভালো করে প্যাকটি লাগান।লাগিয়ে নিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন প্যাকটি লাগানোর সময় রোদে যাবেন না।
সপ্তাহে একদিন করে অবশ্যই এই প্যাকটি ব্যবহার করুন। মুসুর ডালের পেস্ট, কাঁচা হলুদের পেস্ট ও টম্যাটোর পেস্ট মাটি মিশিয়ে একটি প্যাক বানান। মুখে, গলা, ঘাড়ে ভালো করে প্যাকটি লাগান।লাগিয়ে নিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ৩০ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন প্যাকটি লাগানোর সময় রোদে যাবেন না।
উপরে দেওয়া তিনটি প্যাকের যেকোনো একটি যদি নিয়মিত একমাস ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন। ত্বকের স্বাভাবিক রঙ ফিরে আসবে। সাথে সাথে মুখ, গলা ও ঘাড়ের স্কিন টোন একই থাকবে। বিশ্বাস করে একবার ট্রাই করে দেখুন। ভালো বই খারাপ রেজাল্ট পাবেন না কথা দিলাম।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
খুব ভালো এই remedy গুলো